নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের তৃণমূল বিএনপির পার্টির প্রার্থী আবু হানিফ হৃদয় ভোট বর্জন করেছেন। আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন প্রার্থী নিজেই। নির্বাচন বর্জনের পেছনে প্রশাসনের সহায়তা না পাওয়া ও স্থানীয় এমপির হুমকিকে দায়ী করেছেন।
আবু হানিফ হৃদয় নারায়ণগঞ্জ-২ এবং ঢাকা-৫ আসন থেকে নির্বাচন করছেন। নারায়ণগঞ্জ-২ আসনে তিনি তৃণমূল বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেন। এই আসন থেকে সরে দাঁড়ালেও তিনি ঢাকা-৫ আসনে নির্বাচন চালিয়ে যাবেন।
লিখিত বক্তব্যে আবু হানিফ হৃদয় বলেন, ‘আড়াইহাজারে সংসদ নির্বাচনের প্রচারণার শুরু থেকে আমার প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী নজরুল ইসলাম বাবু এমপি আমাকে চরিত্রহরণ, গালিসহ বিভিন্ন সময়ে বিভিন্ন হুমকি দেখিয়েছেন। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেও নিরাপত্তা বিষয় নিয়ে কোনো সহযোগিতা পাইনি।’
আগামীকাল নির্বাচন, ‘অথচ আমার নিজ গ্রামে আমার ভোটাররা ভীত। তাঁরা কেউ এজেন্ট হতে আগ্রহী হচ্ছে না ভয়ের কারণে। এমপির কৌশলগত ভয় ছড়ানোর কারণে কেউ এজেন্ট হয়ে জীবনের ঝুঁকি নিতে রাজি নয়। এমন অবস্থায় এই আসনে সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছি না। তাই আজ সোনালী আঁশ প্রতীকের প্রার্থী হিসেবে এ আসনের নির্বাচন বর্জন করলাম।’
এ বিষয়ে আবু হানিফ বলেন, ‘আমি ইসিতে অভিযোগ করে সুরাহা পাইনি। অথচ এমপি বাবু তার বক্তব্যে বলেছেন, ‘‘কেউ কেউ পোস্টার টানিয়ে নেতা হতে চায়। আমাকে যেন নারীরা ঝাড়ু ও জুতাপেটা করে।’’ এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। তা ছাড়া নির্বাচনের পরিবেশও অনুকূলে নেই। তাই প্রধান নির্বাচন কমিশন বরাবর নির্বাচন বর্জনের চিঠি পাঠিয়েছি।’

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের তৃণমূল বিএনপির পার্টির প্রার্থী আবু হানিফ হৃদয় ভোট বর্জন করেছেন। আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন প্রার্থী নিজেই। নির্বাচন বর্জনের পেছনে প্রশাসনের সহায়তা না পাওয়া ও স্থানীয় এমপির হুমকিকে দায়ী করেছেন।
আবু হানিফ হৃদয় নারায়ণগঞ্জ-২ এবং ঢাকা-৫ আসন থেকে নির্বাচন করছেন। নারায়ণগঞ্জ-২ আসনে তিনি তৃণমূল বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেন। এই আসন থেকে সরে দাঁড়ালেও তিনি ঢাকা-৫ আসনে নির্বাচন চালিয়ে যাবেন।
লিখিত বক্তব্যে আবু হানিফ হৃদয় বলেন, ‘আড়াইহাজারে সংসদ নির্বাচনের প্রচারণার শুরু থেকে আমার প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী নজরুল ইসলাম বাবু এমপি আমাকে চরিত্রহরণ, গালিসহ বিভিন্ন সময়ে বিভিন্ন হুমকি দেখিয়েছেন। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেও নিরাপত্তা বিষয় নিয়ে কোনো সহযোগিতা পাইনি।’
আগামীকাল নির্বাচন, ‘অথচ আমার নিজ গ্রামে আমার ভোটাররা ভীত। তাঁরা কেউ এজেন্ট হতে আগ্রহী হচ্ছে না ভয়ের কারণে। এমপির কৌশলগত ভয় ছড়ানোর কারণে কেউ এজেন্ট হয়ে জীবনের ঝুঁকি নিতে রাজি নয়। এমন অবস্থায় এই আসনে সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছি না। তাই আজ সোনালী আঁশ প্রতীকের প্রার্থী হিসেবে এ আসনের নির্বাচন বর্জন করলাম।’
এ বিষয়ে আবু হানিফ বলেন, ‘আমি ইসিতে অভিযোগ করে সুরাহা পাইনি। অথচ এমপি বাবু তার বক্তব্যে বলেছেন, ‘‘কেউ কেউ পোস্টার টানিয়ে নেতা হতে চায়। আমাকে যেন নারীরা ঝাড়ু ও জুতাপেটা করে।’’ এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। তা ছাড়া নির্বাচনের পরিবেশও অনুকূলে নেই। তাই প্রধান নির্বাচন কমিশন বরাবর নির্বাচন বর্জনের চিঠি পাঠিয়েছি।’

দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করার অভিযোগে বগুড়া জেলা যুবদলের সহসভাপতি রেজাউল করিম লাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। এর আগে শুক্রবার রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির
৩ মিনিট আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘প্রশ্নপত্রের’ ফটোকপিসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
৪২ মিনিট আগে
ঢাকায় অবস্থানরত যশোর জেলার সাংবাদিকদের সংগঠন যশোর সাংবাদিক ফোরাম, ঢাকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
১ ঘণ্টা আগে
আমি প্রতিজ্ঞা করেছি, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন এবং বিএনপি যেদিন ক্ষমতায় আসবে, সেদিনই আমি ভাত খাব। তার আগে না। এতে আমার জীবন চলে গেলেও কোনো আফসোস নেই।
১ ঘণ্টা আগে