নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতের ছুরিকাঘাতে আহত নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত নৈশপ্রহরীর নাম জয়নাল উদ্দিন (৬০)। তিনি বন্দরের সোনাকান্দা কবরস্থান রোড এলাকার মৃত জব্বার মিয়ার ছেলে। গত শুক্রবার রাতে একই এলাকার একটি নির্মাণাধীন তিন তালা ভবনের সামনে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘প্রহরীর মৃত্যুর বিষয়টি ঢামেক থেকে অবগত করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। হত্যায় জড়িতদের ধরতে আমাদের চেষ্টা অব্যাহত।’
স্থানীয় লোকজন জানান, নির্মাণাধীন বাড়িটি ব্যাংক কর্মকর্তা রাসেল মিয়ার। ভবনের নির্মাণ সামগ্রীর নিরাপত্তার জন্য নৈশপ্রহরী হিসেবে জয়নাল উদ্দিনকে (৬০) দায়িত্ব দেওয়া হয়। তিনি গত ৩-৪ মাস ধরে দায়িত্ব পালন করছিলেন। গত শুক্রবার রাত ২টার দিকে ডাকাত প্রবেশ করলে জয়নাল বাধা দেন। এ সময় তাঁকে ছুরিকাঘাত করে ডাকাতরা পালিয়ে যায়।
পথচারীরা নৈশপ্রহরীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁর বাড়িতে খবর দেন। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থা অবনতি হলে ঢামেকে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির দুদিন পর আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
ভবন মালিক রাসেল মিয়া বলেন, ‘হাসপাতালে দুদিন চিকিৎসাধীন থাকার পর আজ দুপুরে মারা গেছেন জয়নাল উদ্দিন। আমার ভবনের নির্মাণসামগ্রী পাহারার জন্য তাঁকে দায়িত্ব দিয়েছিলাম। ডাকাতরা কিছু নিতে না পেরে তাঁকে মেরে ফেলল।’

নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতের ছুরিকাঘাতে আহত নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত নৈশপ্রহরীর নাম জয়নাল উদ্দিন (৬০)। তিনি বন্দরের সোনাকান্দা কবরস্থান রোড এলাকার মৃত জব্বার মিয়ার ছেলে। গত শুক্রবার রাতে একই এলাকার একটি নির্মাণাধীন তিন তালা ভবনের সামনে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘প্রহরীর মৃত্যুর বিষয়টি ঢামেক থেকে অবগত করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। হত্যায় জড়িতদের ধরতে আমাদের চেষ্টা অব্যাহত।’
স্থানীয় লোকজন জানান, নির্মাণাধীন বাড়িটি ব্যাংক কর্মকর্তা রাসেল মিয়ার। ভবনের নির্মাণ সামগ্রীর নিরাপত্তার জন্য নৈশপ্রহরী হিসেবে জয়নাল উদ্দিনকে (৬০) দায়িত্ব দেওয়া হয়। তিনি গত ৩-৪ মাস ধরে দায়িত্ব পালন করছিলেন। গত শুক্রবার রাত ২টার দিকে ডাকাত প্রবেশ করলে জয়নাল বাধা দেন। এ সময় তাঁকে ছুরিকাঘাত করে ডাকাতরা পালিয়ে যায়।
পথচারীরা নৈশপ্রহরীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁর বাড়িতে খবর দেন। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থা অবনতি হলে ঢামেকে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির দুদিন পর আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
ভবন মালিক রাসেল মিয়া বলেন, ‘হাসপাতালে দুদিন চিকিৎসাধীন থাকার পর আজ দুপুরে মারা গেছেন জয়নাল উদ্দিন। আমার ভবনের নির্মাণসামগ্রী পাহারার জন্য তাঁকে দায়িত্ব দিয়েছিলাম। ডাকাতরা কিছু নিতে না পেরে তাঁকে মেরে ফেলল।’

কিশোরগঞ্জের ভৈরবে ভুল চিকিৎসায় ঝুমা বেগম (২০) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শহরের ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত্যুর পর আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে গৃহবধূর লাশ নেওয়া হয় ভৈরব থানায়। থানায় লাশ রেখেই বিকেলে ৪ লাখ টাকায় রফাদফা হয়েছে বলে জানান রোগীর স্বজন রাশেদ মিয়া।
৩ মিনিট আগে
কুমিল্লার হোমনায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার শ্রীমদ্দি গ্রামের নাথবাড়ির প্রয়াত সানু দাসের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতেরা ঘর থেকে ১০ ভরি স্বর্ণালংকার, ১২ ভরি রুপা ও ২০ হাজার টাকা লুটে নিয়েছে।
৮ মিনিট আগে
সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ করেছে সশস্ত্র বনদস্যু বাহিনী। গতকাল শুক্রবার বিকেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার কেনুর খাল থেকে তাঁদের অপহরণ করা হয়। শনিবার (৩ জানুয়ারি) রাতে বিষয়টি জানাজানি হয়।
১২ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
৪১ মিনিট আগে