মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে এক পথচারী গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে শহরের ইটেরপুল এলাকায় ছাত্রলীগ নেতা সজীব সরদার ও সুমন কাজী গ্রুপে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাঁরা দুজন সাবেক মন্ত্রী শাজাহান খান ও বাহাউদ্দিন নাছিমের সমর্থক।
গুলিবিদ্ধ সোহাগ তালুকদার (৩০) মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকার দেলোয়ার তালুকদারের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইকচালক। এ ঘটনায় রাজীব নামের পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দেহরক্ষী।
পুলিশসহ একাধিক সূত্রে জানা গেছে, আজ রোববার দুপুরে আগের একটি মামলার কাজে মাদারীপুর আদালত প্রাঙ্গণে যান ছাত্রলীগ নেতা সজীব সরদার ও আরেক ছাত্রলীগ নেতা সুমন কাজীর গ্রুপের লোকজন। এ সময় দুই পক্ষে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে শহরের ইটেরপুল এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে বেশ কয়েকটি হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পথচারী ইজিবাইকচালক সোহাগ তালুকদার গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হন। তাঁদের মাদারীপুরের ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত সোহাগ তালুকদারের স্ত্রী মাকসুদা বেগম বলেন, ‘আমার ছেলেকে স্কুল থেকে আনতে আমার স্বামী বাসা থেকে বের হন। এ সময় তিনি সংঘর্ষের মধ্যে পড়ে যান। পরে গুলিতে তিনি আহত হন। আমি এই ঘটনার বিচার চাই।’
নাম প্রকাশ করার শর্তে প্রত্যক্ষদর্শী এক দোকানি বলেন, ‘দুই পক্ষে বোমা ফাটিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। তাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ভয়ে দোকান বন্ধ করে রাখি। তাদের হাতে বড় বড় অস্ত্র ছিল।’
মাদারীপুরের ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াদ মাহমুদ বলেন, হাসপাতালে আহত হয়ে কয়েকজন ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে এক পুলিশ সদস্য ও এক ইজিবাইক চালকও রয়েছেন। ইজিবাইকচালকের মাথায় গুলি আছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে চেষ্টা করেও সজীব সরদার ও সুমন কাজীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আধিপত্যের জেরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষে সাত-আটজন আহত হয়েছে। তাঁদের মধ্যে এক পুলিশ সদস্যও রয়েছেন। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
অভিযুক্ত সজীব সরদার মাদারীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের অনুসারী।
তা ছাড়া সুমন কাজী জেলা ছাত্রলীগের সহসভাপতি। তিনি ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সমর্থক।

মাদারীপুরে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে এক পথচারী গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে শহরের ইটেরপুল এলাকায় ছাত্রলীগ নেতা সজীব সরদার ও সুমন কাজী গ্রুপে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাঁরা দুজন সাবেক মন্ত্রী শাজাহান খান ও বাহাউদ্দিন নাছিমের সমর্থক।
গুলিবিদ্ধ সোহাগ তালুকদার (৩০) মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকার দেলোয়ার তালুকদারের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইকচালক। এ ঘটনায় রাজীব নামের পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দেহরক্ষী।
পুলিশসহ একাধিক সূত্রে জানা গেছে, আজ রোববার দুপুরে আগের একটি মামলার কাজে মাদারীপুর আদালত প্রাঙ্গণে যান ছাত্রলীগ নেতা সজীব সরদার ও আরেক ছাত্রলীগ নেতা সুমন কাজীর গ্রুপের লোকজন। এ সময় দুই পক্ষে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে শহরের ইটেরপুল এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে বেশ কয়েকটি হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পথচারী ইজিবাইকচালক সোহাগ তালুকদার গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হন। তাঁদের মাদারীপুরের ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত সোহাগ তালুকদারের স্ত্রী মাকসুদা বেগম বলেন, ‘আমার ছেলেকে স্কুল থেকে আনতে আমার স্বামী বাসা থেকে বের হন। এ সময় তিনি সংঘর্ষের মধ্যে পড়ে যান। পরে গুলিতে তিনি আহত হন। আমি এই ঘটনার বিচার চাই।’
নাম প্রকাশ করার শর্তে প্রত্যক্ষদর্শী এক দোকানি বলেন, ‘দুই পক্ষে বোমা ফাটিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। তাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ভয়ে দোকান বন্ধ করে রাখি। তাদের হাতে বড় বড় অস্ত্র ছিল।’
মাদারীপুরের ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াদ মাহমুদ বলেন, হাসপাতালে আহত হয়ে কয়েকজন ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে এক পুলিশ সদস্য ও এক ইজিবাইক চালকও রয়েছেন। ইজিবাইকচালকের মাথায় গুলি আছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে চেষ্টা করেও সজীব সরদার ও সুমন কাজীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আধিপত্যের জেরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষে সাত-আটজন আহত হয়েছে। তাঁদের মধ্যে এক পুলিশ সদস্যও রয়েছেন। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
অভিযুক্ত সজীব সরদার মাদারীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের অনুসারী।
তা ছাড়া সুমন কাজী জেলা ছাত্রলীগের সহসভাপতি। তিনি ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সমর্থক।

ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১১ মিনিট আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১৫ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
১৮ মিনিট আগে
এক শীত চলে গেছে, আরেক শীতের মৌসুম শেষ হওয়ার পথে, তবু শীতার্তদের জন্য বিদেশে থেকে অনুদান হিসেবে পাওয়া ৮ কনটেইনার শীতবস্ত্র পৌঁছায়নি দুস্থদের কাছে। ১০ মাস আগে এসব শীতবস্ত্র কনটেইনারে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও আমলাতান্ত্রিক জটিলতায় মালপত্র এখনো খালাস করা যায়নি।
২০ মিনিট আগে