নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় আবারও সিন্ডিকেট চালুর চেষ্টা চলছে—বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)। এই সিন্ডিকেট ঠেকিয়ে শ্রমবাজার স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে চালুর দাবিতে আজ সোমবার সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
স্মারকলিপি প্রদান শেষে বায়রার সদস্যরা রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেন। সেখানে বক্তারা বলেন, গত সরকারের সময়ে মালয়েশিয়ার শ্রমবাজারে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলা হয়েছিল, যারা হাজার হাজার কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। ওই সিন্ডিকেট ভেঙে নতুন সমঝোতার ভিত্তিতে শ্রমবাজার উন্মুক্ত করার পাশাপাশি দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।
বায়রার সহসভাপতি রিয়াজ উল ইসলাম বলেন, ‘যারা অতীতে সিন্ডিকেট পরিচালনা করতেন, তাদের একজন পলাতক রুহুল আমিন স্বপন এখন বিদেশে বসে ফের সিন্ডিকেট সক্রিয় করার চেষ্টা করছেন। ওই সিন্ডিকেট গঠনের পেছনে ছিলেন তৎকালীন সরকারের উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল, সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারি, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ ও বেনজির আহমেদসহ আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি।’
বক্তারা আরও বলেন, অতীতে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অন্তত ৮ লাখ কর্মীর কাছ থেকে অতিরিক্ত ১২ হাজার কোটি টাকা আদায় করা হয়েছিল। এর বড় একটি অংশ তৎকালীন সরকারদলীয় মন্ত্রী-এমপিরা ভাগাভাগি করে নিয়েছেন বলে অভিযোগ ওঠে। একইভাবে ২৫ লাখ কর্মীর কাছ থেকে মেডিকেল পরীক্ষার নামে ৭৫০ কোটি টাকা নেওয়া হয়েছে। এমনকি একটি রিক্রুটিং এজেন্সিকে সিন্ডিকেটে থাকতে হলে দিতে হয়েছে ৫ কোটি টাকা পর্যন্ত।
এদিকে, বায়রার আরেকটি অংশও একই স্থানে মানববন্ধন করে মালয়েশিয়াসহ বর্তমানে বন্ধ থাকা সব শ্রমবাজার অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানিয়েছে। তারা বলেন, অভিবাসন খাতে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে হলে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় আবারও সিন্ডিকেট চালুর চেষ্টা চলছে—বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)। এই সিন্ডিকেট ঠেকিয়ে শ্রমবাজার স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে চালুর দাবিতে আজ সোমবার সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
স্মারকলিপি প্রদান শেষে বায়রার সদস্যরা রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেন। সেখানে বক্তারা বলেন, গত সরকারের সময়ে মালয়েশিয়ার শ্রমবাজারে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলা হয়েছিল, যারা হাজার হাজার কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। ওই সিন্ডিকেট ভেঙে নতুন সমঝোতার ভিত্তিতে শ্রমবাজার উন্মুক্ত করার পাশাপাশি দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।
বায়রার সহসভাপতি রিয়াজ উল ইসলাম বলেন, ‘যারা অতীতে সিন্ডিকেট পরিচালনা করতেন, তাদের একজন পলাতক রুহুল আমিন স্বপন এখন বিদেশে বসে ফের সিন্ডিকেট সক্রিয় করার চেষ্টা করছেন। ওই সিন্ডিকেট গঠনের পেছনে ছিলেন তৎকালীন সরকারের উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল, সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারি, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ ও বেনজির আহমেদসহ আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি।’
বক্তারা আরও বলেন, অতীতে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অন্তত ৮ লাখ কর্মীর কাছ থেকে অতিরিক্ত ১২ হাজার কোটি টাকা আদায় করা হয়েছিল। এর বড় একটি অংশ তৎকালীন সরকারদলীয় মন্ত্রী-এমপিরা ভাগাভাগি করে নিয়েছেন বলে অভিযোগ ওঠে। একইভাবে ২৫ লাখ কর্মীর কাছ থেকে মেডিকেল পরীক্ষার নামে ৭৫০ কোটি টাকা নেওয়া হয়েছে। এমনকি একটি রিক্রুটিং এজেন্সিকে সিন্ডিকেটে থাকতে হলে দিতে হয়েছে ৫ কোটি টাকা পর্যন্ত।
এদিকে, বায়রার আরেকটি অংশও একই স্থানে মানববন্ধন করে মালয়েশিয়াসহ বর্তমানে বন্ধ থাকা সব শ্রমবাজার অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানিয়েছে। তারা বলেন, অভিবাসন খাতে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে হলে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৬ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে