নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় প্রেসক্লাবে গায়ে আগুন দিয়ে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন। জানা যায়, ওই যুবক পারিবারিক অশান্তি ও দুশ্চিন্তা থেকে আত্মহত্যার চেষ্টা করেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে। সেখানে উপস্থিত জনতা ও পুলিশ সদস্যরা ছুটে গিয়ে যুবককে নিবৃত্ত করে।
মামুন নামে ওই যুবক বলেন, ‘আমার কেউ নাই। আমার স্ত্রী টাকা পয়সা নিয়ে অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছে। আর ঘণ্টাখানেক পরই আমি আত্মহত্যা করব।’

এ বিষয়ে শাহবাগ থানার পেট্রল ইন্সপেক্টর (পিআই) শেখ আবুল বাসার বলেন, ‘দ্বিতীয় বিয়ে করার কারণে তাঁর প্রথম স্ত্রী বাবার বাড়ি চলে গেছেন। আর দ্বিতীয় স্ত্রী টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ করছেন। এই অশান্তি থেকে তিনি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। তাঁকে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর বিরুদ্ধে আত্মহত্যা মামলা হবে।’
পুলিশ যুবকের পরিচয় সম্পর্কে বলছে, তাঁর নাম মামুন (২৮), বাবা ইউসুফ আলী (মৃত)। গাজীপুরের কাপাশিয়া উপজেলায়।
এ বিষয়ে মামুনের দ্বিতীয় স্ত্রী ঊর্মির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ করে বলেন, ‘মামুন আমার হাত দুবার ভেঙে দিয়েছে। চাপাতি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে আমাকে মারার জন্য। তার ভয়ে আমি অন্য জায়গায় চাকরি নিয়েছি।’
ঊর্মি আরও বলেন, ‘মামুন যে অভিযোগ করেছে সব মিথ্যা। আপনারা বিশ্বাস না করলে তার বাড়িতে এসে দেখে যান তার কী আছে। আমি তার কী নিয়ে পালাব! আমি আরও চাকরি করে তাকে খাওয়াতাম। সে আমার টাকা নিয়ে নেশা করত। এখন নেশার টাকা দেই না বলে সে আমাকে মারার জন্য ঘুরে বেড়ায়।’

জাতীয় প্রেসক্লাবে গায়ে আগুন দিয়ে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন। জানা যায়, ওই যুবক পারিবারিক অশান্তি ও দুশ্চিন্তা থেকে আত্মহত্যার চেষ্টা করেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে। সেখানে উপস্থিত জনতা ও পুলিশ সদস্যরা ছুটে গিয়ে যুবককে নিবৃত্ত করে।
মামুন নামে ওই যুবক বলেন, ‘আমার কেউ নাই। আমার স্ত্রী টাকা পয়সা নিয়ে অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছে। আর ঘণ্টাখানেক পরই আমি আত্মহত্যা করব।’

এ বিষয়ে শাহবাগ থানার পেট্রল ইন্সপেক্টর (পিআই) শেখ আবুল বাসার বলেন, ‘দ্বিতীয় বিয়ে করার কারণে তাঁর প্রথম স্ত্রী বাবার বাড়ি চলে গেছেন। আর দ্বিতীয় স্ত্রী টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ করছেন। এই অশান্তি থেকে তিনি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। তাঁকে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর বিরুদ্ধে আত্মহত্যা মামলা হবে।’
পুলিশ যুবকের পরিচয় সম্পর্কে বলছে, তাঁর নাম মামুন (২৮), বাবা ইউসুফ আলী (মৃত)। গাজীপুরের কাপাশিয়া উপজেলায়।
এ বিষয়ে মামুনের দ্বিতীয় স্ত্রী ঊর্মির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ করে বলেন, ‘মামুন আমার হাত দুবার ভেঙে দিয়েছে। চাপাতি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে আমাকে মারার জন্য। তার ভয়ে আমি অন্য জায়গায় চাকরি নিয়েছি।’
ঊর্মি আরও বলেন, ‘মামুন যে অভিযোগ করেছে সব মিথ্যা। আপনারা বিশ্বাস না করলে তার বাড়িতে এসে দেখে যান তার কী আছে। আমি তার কী নিয়ে পালাব! আমি আরও চাকরি করে তাকে খাওয়াতাম। সে আমার টাকা নিয়ে নেশা করত। এখন নেশার টাকা দেই না বলে সে আমাকে মারার জন্য ঘুরে বেড়ায়।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
১ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২ ঘণ্টা আগে