জাবি প্রতিনিধি

দুই দফা দাবিতে আমরণ অনশন করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান ১৫ ঘণ্টা পরে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে তিনি অনশন শুরু করেন। রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তার দাবিগুলো অতি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলে তিনি এই আমরণ অনশন কর্মসূচি থেকে সরে আসেন।
তার দাবি দুইটি হলো, জুলাই মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলাকারী ও হামলার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে এবং অবিলম্বে জাকসু কার্যকরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
অনশন ভাঙার সময় জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘আজ আমি দুই দফা দাবিতে আমরণ অনশনে বসেছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে আশ্বস্ত করেছে যে আগামীকাল (৩০ ডিসেম্বর) তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে। পাশাপাশি ইতিমধ্যে শনাক্ত হওয়া হামলাকারীদের বিষয়ে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবিলম্বে জাকসু কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছে। তারা বলেছেন, সোমবার জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ এবং ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। তাদের এই কথার প্রেক্ষিতে আমি আমার এই আমরণ অনশন কর্মসূচি থেকে সরে আসছি।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী একটি যৌক্তিক দাবির জন্য আমরণ অনশন করছে এটা আমাদের জন্য দুঃখজনক। আমরা তাঁকে আশ্বস্ত করেছি আগামী ২ দিনের মধ্যে আমরা প্রাথমিকভাবে চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে মামলা করব। একইসাথে আমরা সোমবার জাকসুর রোডম্যাপ প্রকাশ করব এবং ৩১ ডিসেম্বর জাকসুর জন্য নির্বাচন কমিশন গঠন করা হবে।’

দুই দফা দাবিতে আমরণ অনশন করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান ১৫ ঘণ্টা পরে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে তিনি অনশন শুরু করেন। রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তার দাবিগুলো অতি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলে তিনি এই আমরণ অনশন কর্মসূচি থেকে সরে আসেন।
তার দাবি দুইটি হলো, জুলাই মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলাকারী ও হামলার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে এবং অবিলম্বে জাকসু কার্যকরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
অনশন ভাঙার সময় জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘আজ আমি দুই দফা দাবিতে আমরণ অনশনে বসেছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে আশ্বস্ত করেছে যে আগামীকাল (৩০ ডিসেম্বর) তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে। পাশাপাশি ইতিমধ্যে শনাক্ত হওয়া হামলাকারীদের বিষয়ে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবিলম্বে জাকসু কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছে। তারা বলেছেন, সোমবার জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ এবং ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। তাদের এই কথার প্রেক্ষিতে আমি আমার এই আমরণ অনশন কর্মসূচি থেকে সরে আসছি।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী একটি যৌক্তিক দাবির জন্য আমরণ অনশন করছে এটা আমাদের জন্য দুঃখজনক। আমরা তাঁকে আশ্বস্ত করেছি আগামী ২ দিনের মধ্যে আমরা প্রাথমিকভাবে চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে মামলা করব। একইসাথে আমরা সোমবার জাকসুর রোডম্যাপ প্রকাশ করব এবং ৩১ ডিসেম্বর জাকসুর জন্য নির্বাচন কমিশন গঠন করা হবে।’

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডের দুই দিন পার হলেও গতকাল শুক্রবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে তদন্তে নতুন অগ্রগতি হিসেবে হত্যাকাণ্ডের আরেকটি ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে, যাতে গুলি করা ব্যক্তিদের চেহারা তুলনামূলকভাবে অনেক...
৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং নাফ নদী সীমান্তে মাছ ও কাঁকড়া শিকারের সময় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি এক জেলে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ আলমগীর (৩০) টেকনাফ উপজেলার হোয়াইক্যং বালুখালী এলাকার সৈয়দ আহমদের ছেলে।
৪৪ মিনিট আগে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠির নলছিটিতে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিশৃঙ্খলা, মঞ্চ দখল এবং দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রায় ১০ হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে সংঘটিত এই ঘটনায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা হতভম্ব হয়ে পড়েন।
১ ঘণ্টা আগে
বরিশালের নবাগত পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেছেন, সাংবাদিকেরা নির্বাচনের স্টেকহোল্ডার। যে কারণে সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের গোপন কক্ষে সাংবাদিকেরা প্রবেশ করতে পারবেন না। ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না।
২ ঘণ্টা আগে