নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কানাডার বেগমপাড়ায় যে বাংলাদেশিদের সম্পদ রয়েছে, তাঁদের তালিকা চেয়েও পাওয়া যায়নি বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মঈনউদ্দিন আবদুল্লাহ। আজ বুধবার সংস্থাটির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
দুদক চেয়ারম্যান বলেন, ‘কানাডায় বেগমপাড়ায় কাদের বাড়ি রয়েছে, এ বিষয়ে বারবার তালিকা চেয়েও পাচ্ছি না। যিনি এ কথা বলেছিলেন, তার কাছ থেকে তালিকা চেয়েও পাচ্ছি না। একটা বিষয় হচ্ছে মানি লন্ডারিং বিষয়ে যত উন্নত দেশই হোক তথ্য দিতে চায় না। কারণ, তাদের দেশে টাকা যাচ্ছে। তারা বলে মামলা হলে তথ্য দেব। কিন্তু আমাদের মামলা দায়ের করার জন্যই ওই তথ্য প্রয়োজন। কোনো দেশই প্রয়োজনীয় তথ্য দিচ্ছে না।’
বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) ১৮০টি দেশের দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২১ প্রকাশ করে মঙ্গলবার। এরই অংশ হিসেবে এদিন বাংলাদেশের দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে টিআইয়ের অঙ্গসংগঠন টিআইবি।
ওই প্রতিবেদনের প্রতিক্রিয়া জানতে চাইলে দুদক চেয়ারম্যান মঈনউদ্দিন আবদুল্লাহ বলেন, ‘এ ব্যাপারে আমাদের কোনো রি-অ্যাকশন নাই। এটা গ্রহণ করার বিষয় না, প্রত্যাহারের বিষয় না। এটা বার্লিনভিত্তিক টি আই ইন্টারন্যাশনাল-এর একটা প্রতিবেদন তার একটা রিপোর্ট দিয়েছে তাদের ক্রাইটেরিয়া আছে। আট প্রতিষ্ঠানের বিভিন্ন ইনডেক্স থেকে কোড করে তারা এইটা করেছে।’
দুদক চেয়ারম্যান বলেন, ‘বিভিন্ন প্রতিকূলতা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে ঘুমাতে যাবেন, কাল দেশ দুর্নীতিমুক্ত হবে তা সম্ভব না। আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি।’
প্রতিবেদনের তথ্য দুদক আমলে নেবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা এটা দেখব যাচাই করে। যদি আমাদের কাজের কোনো সুপারিশ থাকে, সেগুলো বাস্তবসম্মত হলে ভবিষ্যতের উন্নতির জন্য যথাযথ ব্যবস্থা নেব।’
কোন খাতে কেমন দুর্নীতি হয় এ বিষয়ে কোনো গবেষণা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের একটা রিসার্চ উইং আছে। কোভিডের জন্য দুই বছর যাবৎ আমাদের প্রতিরোধ কার্যক্রম একটু স্তিমিত হয়ে আছে। দুর্নীতি বন্ধে ২২টা মন্ত্রণালয়ে আমরা সুপারিশ করেছি। সেগুলো মন্ত্রণালয় বাস্তবায়ন করছে কি না, ওই এক্সিকিউটিভ ক্ষমতা আমাদের নাই। সেটা তাদের বিষয়।’
দুর্নীতি বেড়েছে না কমেছে এমন প্রশ্নের জবাবে মইনউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘দুর্নীতি বাড়ল, না কমল বা দুর্নীতি কী জন্য এইটা আমরা বলব না। আমাদের কাছে দুর্নীতির অভিযোগ এলে সেটা অনুসন্ধান করে বিচারের আওতায় আনা হলো আমাদের কাজ। বিচারকার্যে সাহায্য করা। মিডিয়ায় বিভিন্ন খবর উঠে আসছে এগুলোর ওপর নির্ভর করে সাংবাদিকেরা বলবে দুর্নীতি বাড়ল না কমল। টিআইবি কী হিসাব করে দুর্নীতির সংখ্যা বের করছে সেটা আমাদের জানা নেই।’

কানাডার বেগমপাড়ায় যে বাংলাদেশিদের সম্পদ রয়েছে, তাঁদের তালিকা চেয়েও পাওয়া যায়নি বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মঈনউদ্দিন আবদুল্লাহ। আজ বুধবার সংস্থাটির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
দুদক চেয়ারম্যান বলেন, ‘কানাডায় বেগমপাড়ায় কাদের বাড়ি রয়েছে, এ বিষয়ে বারবার তালিকা চেয়েও পাচ্ছি না। যিনি এ কথা বলেছিলেন, তার কাছ থেকে তালিকা চেয়েও পাচ্ছি না। একটা বিষয় হচ্ছে মানি লন্ডারিং বিষয়ে যত উন্নত দেশই হোক তথ্য দিতে চায় না। কারণ, তাদের দেশে টাকা যাচ্ছে। তারা বলে মামলা হলে তথ্য দেব। কিন্তু আমাদের মামলা দায়ের করার জন্যই ওই তথ্য প্রয়োজন। কোনো দেশই প্রয়োজনীয় তথ্য দিচ্ছে না।’
বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) ১৮০টি দেশের দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২১ প্রকাশ করে মঙ্গলবার। এরই অংশ হিসেবে এদিন বাংলাদেশের দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে টিআইয়ের অঙ্গসংগঠন টিআইবি।
ওই প্রতিবেদনের প্রতিক্রিয়া জানতে চাইলে দুদক চেয়ারম্যান মঈনউদ্দিন আবদুল্লাহ বলেন, ‘এ ব্যাপারে আমাদের কোনো রি-অ্যাকশন নাই। এটা গ্রহণ করার বিষয় না, প্রত্যাহারের বিষয় না। এটা বার্লিনভিত্তিক টি আই ইন্টারন্যাশনাল-এর একটা প্রতিবেদন তার একটা রিপোর্ট দিয়েছে তাদের ক্রাইটেরিয়া আছে। আট প্রতিষ্ঠানের বিভিন্ন ইনডেক্স থেকে কোড করে তারা এইটা করেছে।’
দুদক চেয়ারম্যান বলেন, ‘বিভিন্ন প্রতিকূলতা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে ঘুমাতে যাবেন, কাল দেশ দুর্নীতিমুক্ত হবে তা সম্ভব না। আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি।’
প্রতিবেদনের তথ্য দুদক আমলে নেবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা এটা দেখব যাচাই করে। যদি আমাদের কাজের কোনো সুপারিশ থাকে, সেগুলো বাস্তবসম্মত হলে ভবিষ্যতের উন্নতির জন্য যথাযথ ব্যবস্থা নেব।’
কোন খাতে কেমন দুর্নীতি হয় এ বিষয়ে কোনো গবেষণা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের একটা রিসার্চ উইং আছে। কোভিডের জন্য দুই বছর যাবৎ আমাদের প্রতিরোধ কার্যক্রম একটু স্তিমিত হয়ে আছে। দুর্নীতি বন্ধে ২২টা মন্ত্রণালয়ে আমরা সুপারিশ করেছি। সেগুলো মন্ত্রণালয় বাস্তবায়ন করছে কি না, ওই এক্সিকিউটিভ ক্ষমতা আমাদের নাই। সেটা তাদের বিষয়।’
দুর্নীতি বেড়েছে না কমেছে এমন প্রশ্নের জবাবে মইনউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘দুর্নীতি বাড়ল, না কমল বা দুর্নীতি কী জন্য এইটা আমরা বলব না। আমাদের কাছে দুর্নীতির অভিযোগ এলে সেটা অনুসন্ধান করে বিচারের আওতায় আনা হলো আমাদের কাজ। বিচারকার্যে সাহায্য করা। মিডিয়ায় বিভিন্ন খবর উঠে আসছে এগুলোর ওপর নির্ভর করে সাংবাদিকেরা বলবে দুর্নীতি বাড়ল না কমল। টিআইবি কী হিসাব করে দুর্নীতির সংখ্যা বের করছে সেটা আমাদের জানা নেই।’

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইদের বেধড়ক পিটুনির শিকার হয়ে তোফায়েল আহম্মদ (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় তিন ভাইকে আটক করা হয়েছে।
২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজ শনিবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ...
২১ মিনিট আগে
চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) জোটের সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ শনিবার রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিনের কার্যালয়ে আসনটির প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের পারকি সমুদ্রসৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির দুটি মৃত কচ্ছপ। দুই দিন আগে থেকে সমুদ্রসৈকতের বালু চরে এসব কচ্ছপ পড়ে থাকতে দেখেন পর্যটক ও স্থানীয়রা। প্রায় তিন ফুট দৈর্ঘ্যের কচ্ছপ দুটির গায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বঙ্গোপসাগরে জাহাজ বা জেলেদের জালের আঘাতের কারণে মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে