গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে অস্ত্রের মুখে ছিনতাই করা ৫ হাজার টাকার জন্য সহোদর দুই ভাইকে পিটিয়ে হত্যা করেন পানদোকানি। প্রধান আসামিকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এ কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
হত্যাকাণ্ডের তিন দিনের মাথায় আজ মঙ্গলবার ভোরে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্প কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন।
তিনি বলেন, ‘গ্রেপ্তারের পর আসামি স্বীকার করেছেন, ঘটনার দুই দিন আগে ঘাড়ে চাপাতি ধরে ৫ হাজার টাকা ছিনতাইয়ের প্রতিশোধ নিতেই দুই সহোদরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. আব্দুল আউয়াল (৫১)। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বাশবুনিয়া এলাকার মৃত হাতেম আলীর ছেলে। আউয়াল গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন বাঙ্গালগাছ এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন এবং বাঙ্গালগাছ বাঁশবাজার এলাকায় পান দোকান করতেন।
নিহত দুই সহোদর হলেন শফিকুল ইসলাম (২৫) ও শুক্কুর আলী (২২)। উভয়ে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মহেষকুড়া এলাকার আবুল কাশেমের ছেলে। তাঁরা গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন ভুরুলিয়া এলাকায় আব্দুর রশিদের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
গ্রেপ্তারকৃতের বরাতে র্যাব কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত বলেন, ‘আসামি মো. আব্দুল আউয়াল র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ১৮ অক্টোবর সন্ধ্যায় দোকানের জন্য পান-সুপারি ও মালপত্র কেনার জন্য জয়দেবপুর বাজারে রওনা দেন। পথে হাজীবাগ রোডে পৌঁছালে নিহত শফিকুল ইসলাম, শুক্কুর আলীসহ ৫ জন তাঁর পথরোধ করেন। পরে শফিকুল তাঁর ঘাড়ে চাপাতি ধরে সঙ্গে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেন। এই ক্ষোভে তিনি তাঁর সহযোগীদের সহযোগিতায় শফিকুল ইসলাম ও শুক্কুর আলীকে হত্যা করেছেন।’
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর বাঙ্গালগাছ সাকিন বাঁশবাজার এলাকায় সহোদর দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয়।

গাজীপুরে অস্ত্রের মুখে ছিনতাই করা ৫ হাজার টাকার জন্য সহোদর দুই ভাইকে পিটিয়ে হত্যা করেন পানদোকানি। প্রধান আসামিকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এ কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
হত্যাকাণ্ডের তিন দিনের মাথায় আজ মঙ্গলবার ভোরে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্প কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন।
তিনি বলেন, ‘গ্রেপ্তারের পর আসামি স্বীকার করেছেন, ঘটনার দুই দিন আগে ঘাড়ে চাপাতি ধরে ৫ হাজার টাকা ছিনতাইয়ের প্রতিশোধ নিতেই দুই সহোদরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. আব্দুল আউয়াল (৫১)। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বাশবুনিয়া এলাকার মৃত হাতেম আলীর ছেলে। আউয়াল গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন বাঙ্গালগাছ এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন এবং বাঙ্গালগাছ বাঁশবাজার এলাকায় পান দোকান করতেন।
নিহত দুই সহোদর হলেন শফিকুল ইসলাম (২৫) ও শুক্কুর আলী (২২)। উভয়ে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মহেষকুড়া এলাকার আবুল কাশেমের ছেলে। তাঁরা গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন ভুরুলিয়া এলাকায় আব্দুর রশিদের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
গ্রেপ্তারকৃতের বরাতে র্যাব কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত বলেন, ‘আসামি মো. আব্দুল আউয়াল র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ১৮ অক্টোবর সন্ধ্যায় দোকানের জন্য পান-সুপারি ও মালপত্র কেনার জন্য জয়দেবপুর বাজারে রওনা দেন। পথে হাজীবাগ রোডে পৌঁছালে নিহত শফিকুল ইসলাম, শুক্কুর আলীসহ ৫ জন তাঁর পথরোধ করেন। পরে শফিকুল তাঁর ঘাড়ে চাপাতি ধরে সঙ্গে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেন। এই ক্ষোভে তিনি তাঁর সহযোগীদের সহযোগিতায় শফিকুল ইসলাম ও শুক্কুর আলীকে হত্যা করেছেন।’
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর বাঙ্গালগাছ সাকিন বাঁশবাজার এলাকায় সহোদর দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয়।

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
১৫ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
৪৩ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে