নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, ইভিএমে ভোট গ্রহণের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইসি। তাঁর মতে, ‘অনেকেই অনেক ইচ্ছা ব্যক্ত করতে পারেন। ইভিএমে ভোটগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই। সিদ্ধান্ত হবে আমাদের।’ এই মুহূূর্তে ইভিএমে ৩০০ আসনে ভোট করার সামর্থ্য নেই বলেও জানান তিনি।
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২২ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইভিএমে ভোট গ্রহণের বিষয়ে বক্তব্য দেওয়ার পর নিজের অবস্থানের কথা জানালেন সিইসি।
তিনি বলেন, ‘ভোট গ্রহণ কীভাবে হবে, ইভিএমে কীভাবে হবে, ব্যালটে কীভাবে হবে, কতটা ইভিএমে হবে, কতটা ব্যালটে—এই ব্যাপারটায় কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করিনি। এই ব্যাপারটা পর্যালোচনাধীন রয়েছে।’ তিনি বলেন, ‘অনেকে অনেক ইচ্ছা ব্যক্ত করতে পারেন। সদিচ্ছা ব্যক্ত করতে পারেন। ইভিএমে ভোট নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। ইতিমধ্যে অনেক সভা করেছি। আগামীতে দু-চারটা সভা হবে। সিদ্ধান্ত হবে আমাদের।’
সিইসি বলেন, ‘ভোট স্বাধীনভাবে আমরা পরিচালনা করব যত দূর সম্ভব। এটা আমাদের এখতিয়ারভুক্ত। পদ্ধতিও আমাদের এখতিয়ারভুক্ত। অনেকেই অনেক মতামত দিতে পারেন। রাজনৈতিক দলগুলো মতামত দিতে পারে। আল্টিমেটলি আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব ভোটগ্রহণের পদ্ধতির বিষয়ে।’
ভোটার হওয়ার জন্য মানুষের উৎসাহ আছে, ভোটের মাঠে কেন মানুষ যায় না—এমন প্রশ্নের জবাবে হাবিবুল আউয়াল বলেন, ‘আমাদের দায়িত্ব ভোটার তালিকা প্রণয়ণ করা। যে প্রশ্নটা করেছেন, সে বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।’
ইভিএমের ভোট আলোচনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা নিয়ে পত্রপত্রিকায় আসছে। আমাদের সহকর্মীরা আপনাদের জানিয়েছে। নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব আমাদের জানিয়ে তিনি বলেন, ‘হয়তো আপনারা বলতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন। বিভিন্ন দল থেকে বক্তব্য আসতে পারে। আমি জানি না এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন না আওয়ামী লীগের সভানেত্রী বলেছেন স্পষ্ট না।’
সিইসি বলেন, ‘যেটা স্পষ্ট করে বলতে চাই, অনেকেও অনেক ইচ্ছা ব্যক্ত করতে পারেন। ইভিএমে ভোট গ্রহণের বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারি নাই।’
ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্ত আমাদের (নির্বাচন কমিশনের) ওপর থাকবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা সবার মতামত বিবেচনা করব। আপনারা মতামত দিতে পারেন। রাজনৈতিক দলগুলো মতামত দিতে পারে। আল্টিমেটলি আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব ভোট গ্রহণের পদ্ধতির বিষয়ে।’ তিনি জানান, ১০০ আসনে ইভিএমের নির্বাচন করার ক্যাপাসিটি আছে বলে সহকর্মীরা জানিয়েছেন। ৩০০ আসনের বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, ইভিএমে ভোট গ্রহণের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইসি। তাঁর মতে, ‘অনেকেই অনেক ইচ্ছা ব্যক্ত করতে পারেন। ইভিএমে ভোটগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই। সিদ্ধান্ত হবে আমাদের।’ এই মুহূূর্তে ইভিএমে ৩০০ আসনে ভোট করার সামর্থ্য নেই বলেও জানান তিনি।
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২২ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইভিএমে ভোট গ্রহণের বিষয়ে বক্তব্য দেওয়ার পর নিজের অবস্থানের কথা জানালেন সিইসি।
তিনি বলেন, ‘ভোট গ্রহণ কীভাবে হবে, ইভিএমে কীভাবে হবে, ব্যালটে কীভাবে হবে, কতটা ইভিএমে হবে, কতটা ব্যালটে—এই ব্যাপারটায় কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করিনি। এই ব্যাপারটা পর্যালোচনাধীন রয়েছে।’ তিনি বলেন, ‘অনেকে অনেক ইচ্ছা ব্যক্ত করতে পারেন। সদিচ্ছা ব্যক্ত করতে পারেন। ইভিএমে ভোট নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। ইতিমধ্যে অনেক সভা করেছি। আগামীতে দু-চারটা সভা হবে। সিদ্ধান্ত হবে আমাদের।’
সিইসি বলেন, ‘ভোট স্বাধীনভাবে আমরা পরিচালনা করব যত দূর সম্ভব। এটা আমাদের এখতিয়ারভুক্ত। পদ্ধতিও আমাদের এখতিয়ারভুক্ত। অনেকেই অনেক মতামত দিতে পারেন। রাজনৈতিক দলগুলো মতামত দিতে পারে। আল্টিমেটলি আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব ভোটগ্রহণের পদ্ধতির বিষয়ে।’
ভোটার হওয়ার জন্য মানুষের উৎসাহ আছে, ভোটের মাঠে কেন মানুষ যায় না—এমন প্রশ্নের জবাবে হাবিবুল আউয়াল বলেন, ‘আমাদের দায়িত্ব ভোটার তালিকা প্রণয়ণ করা। যে প্রশ্নটা করেছেন, সে বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।’
ইভিএমের ভোট আলোচনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা নিয়ে পত্রপত্রিকায় আসছে। আমাদের সহকর্মীরা আপনাদের জানিয়েছে। নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব আমাদের জানিয়ে তিনি বলেন, ‘হয়তো আপনারা বলতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন। বিভিন্ন দল থেকে বক্তব্য আসতে পারে। আমি জানি না এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন না আওয়ামী লীগের সভানেত্রী বলেছেন স্পষ্ট না।’
সিইসি বলেন, ‘যেটা স্পষ্ট করে বলতে চাই, অনেকেও অনেক ইচ্ছা ব্যক্ত করতে পারেন। ইভিএমে ভোট গ্রহণের বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারি নাই।’
ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্ত আমাদের (নির্বাচন কমিশনের) ওপর থাকবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা সবার মতামত বিবেচনা করব। আপনারা মতামত দিতে পারেন। রাজনৈতিক দলগুলো মতামত দিতে পারে। আল্টিমেটলি আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব ভোট গ্রহণের পদ্ধতির বিষয়ে।’ তিনি জানান, ১০০ আসনে ইভিএমের নির্বাচন করার ক্যাপাসিটি আছে বলে সহকর্মীরা জানিয়েছেন। ৩০০ আসনের বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মেট্রোর র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জের সুবিধা গত বছরের ২৫ নভেম্বর চালু হয়েছে। এতে যাত্রীরা ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিচার্জ করতে পারছেন। এবার সেই সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে চালু হলো র্যাপিড পাসের অ্যাপ।
১ মিনিট আগে
যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের
৩৬ মিনিট আগে
মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
১ ঘণ্টা আগে