নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, ইভিএমে ভোট গ্রহণের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইসি। তাঁর মতে, ‘অনেকেই অনেক ইচ্ছা ব্যক্ত করতে পারেন। ইভিএমে ভোটগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই। সিদ্ধান্ত হবে আমাদের।’ এই মুহূূর্তে ইভিএমে ৩০০ আসনে ভোট করার সামর্থ্য নেই বলেও জানান তিনি।
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২২ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইভিএমে ভোট গ্রহণের বিষয়ে বক্তব্য দেওয়ার পর নিজের অবস্থানের কথা জানালেন সিইসি।
তিনি বলেন, ‘ভোট গ্রহণ কীভাবে হবে, ইভিএমে কীভাবে হবে, ব্যালটে কীভাবে হবে, কতটা ইভিএমে হবে, কতটা ব্যালটে—এই ব্যাপারটায় কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করিনি। এই ব্যাপারটা পর্যালোচনাধীন রয়েছে।’ তিনি বলেন, ‘অনেকে অনেক ইচ্ছা ব্যক্ত করতে পারেন। সদিচ্ছা ব্যক্ত করতে পারেন। ইভিএমে ভোট নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। ইতিমধ্যে অনেক সভা করেছি। আগামীতে দু-চারটা সভা হবে। সিদ্ধান্ত হবে আমাদের।’
সিইসি বলেন, ‘ভোট স্বাধীনভাবে আমরা পরিচালনা করব যত দূর সম্ভব। এটা আমাদের এখতিয়ারভুক্ত। পদ্ধতিও আমাদের এখতিয়ারভুক্ত। অনেকেই অনেক মতামত দিতে পারেন। রাজনৈতিক দলগুলো মতামত দিতে পারে। আল্টিমেটলি আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব ভোটগ্রহণের পদ্ধতির বিষয়ে।’
ভোটার হওয়ার জন্য মানুষের উৎসাহ আছে, ভোটের মাঠে কেন মানুষ যায় না—এমন প্রশ্নের জবাবে হাবিবুল আউয়াল বলেন, ‘আমাদের দায়িত্ব ভোটার তালিকা প্রণয়ণ করা। যে প্রশ্নটা করেছেন, সে বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।’
ইভিএমের ভোট আলোচনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা নিয়ে পত্রপত্রিকায় আসছে। আমাদের সহকর্মীরা আপনাদের জানিয়েছে। নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব আমাদের জানিয়ে তিনি বলেন, ‘হয়তো আপনারা বলতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন। বিভিন্ন দল থেকে বক্তব্য আসতে পারে। আমি জানি না এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন না আওয়ামী লীগের সভানেত্রী বলেছেন স্পষ্ট না।’
সিইসি বলেন, ‘যেটা স্পষ্ট করে বলতে চাই, অনেকেও অনেক ইচ্ছা ব্যক্ত করতে পারেন। ইভিএমে ভোট গ্রহণের বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারি নাই।’
ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্ত আমাদের (নির্বাচন কমিশনের) ওপর থাকবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা সবার মতামত বিবেচনা করব। আপনারা মতামত দিতে পারেন। রাজনৈতিক দলগুলো মতামত দিতে পারে। আল্টিমেটলি আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব ভোট গ্রহণের পদ্ধতির বিষয়ে।’ তিনি জানান, ১০০ আসনে ইভিএমের নির্বাচন করার ক্যাপাসিটি আছে বলে সহকর্মীরা জানিয়েছেন। ৩০০ আসনের বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, ইভিএমে ভোট গ্রহণের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইসি। তাঁর মতে, ‘অনেকেই অনেক ইচ্ছা ব্যক্ত করতে পারেন। ইভিএমে ভোটগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই। সিদ্ধান্ত হবে আমাদের।’ এই মুহূূর্তে ইভিএমে ৩০০ আসনে ভোট করার সামর্থ্য নেই বলেও জানান তিনি।
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২২ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইভিএমে ভোট গ্রহণের বিষয়ে বক্তব্য দেওয়ার পর নিজের অবস্থানের কথা জানালেন সিইসি।
তিনি বলেন, ‘ভোট গ্রহণ কীভাবে হবে, ইভিএমে কীভাবে হবে, ব্যালটে কীভাবে হবে, কতটা ইভিএমে হবে, কতটা ব্যালটে—এই ব্যাপারটায় কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করিনি। এই ব্যাপারটা পর্যালোচনাধীন রয়েছে।’ তিনি বলেন, ‘অনেকে অনেক ইচ্ছা ব্যক্ত করতে পারেন। সদিচ্ছা ব্যক্ত করতে পারেন। ইভিএমে ভোট নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। ইতিমধ্যে অনেক সভা করেছি। আগামীতে দু-চারটা সভা হবে। সিদ্ধান্ত হবে আমাদের।’
সিইসি বলেন, ‘ভোট স্বাধীনভাবে আমরা পরিচালনা করব যত দূর সম্ভব। এটা আমাদের এখতিয়ারভুক্ত। পদ্ধতিও আমাদের এখতিয়ারভুক্ত। অনেকেই অনেক মতামত দিতে পারেন। রাজনৈতিক দলগুলো মতামত দিতে পারে। আল্টিমেটলি আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব ভোটগ্রহণের পদ্ধতির বিষয়ে।’
ভোটার হওয়ার জন্য মানুষের উৎসাহ আছে, ভোটের মাঠে কেন মানুষ যায় না—এমন প্রশ্নের জবাবে হাবিবুল আউয়াল বলেন, ‘আমাদের দায়িত্ব ভোটার তালিকা প্রণয়ণ করা। যে প্রশ্নটা করেছেন, সে বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।’
ইভিএমের ভোট আলোচনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা নিয়ে পত্রপত্রিকায় আসছে। আমাদের সহকর্মীরা আপনাদের জানিয়েছে। নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব আমাদের জানিয়ে তিনি বলেন, ‘হয়তো আপনারা বলতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন। বিভিন্ন দল থেকে বক্তব্য আসতে পারে। আমি জানি না এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন না আওয়ামী লীগের সভানেত্রী বলেছেন স্পষ্ট না।’
সিইসি বলেন, ‘যেটা স্পষ্ট করে বলতে চাই, অনেকেও অনেক ইচ্ছা ব্যক্ত করতে পারেন। ইভিএমে ভোট গ্রহণের বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারি নাই।’
ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্ত আমাদের (নির্বাচন কমিশনের) ওপর থাকবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা সবার মতামত বিবেচনা করব। আপনারা মতামত দিতে পারেন। রাজনৈতিক দলগুলো মতামত দিতে পারে। আল্টিমেটলি আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব ভোট গ্রহণের পদ্ধতির বিষয়ে।’ তিনি জানান, ১০০ আসনে ইভিএমের নির্বাচন করার ক্যাপাসিটি আছে বলে সহকর্মীরা জানিয়েছেন। ৩০০ আসনের বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৭ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে