নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফুটপাত সুন্দর রাখতে নীতিমালা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার সকালে মিরপুরের রাইনখোলা বাজারে ফুটপাত দখলমুক্ত করার অভিযানে গিয়ে মেয়র এ কথা বলেন।
বৃহস্পতিবার মিরপুরের রাইনখোলা বাজার এলাকার ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। ভেঙে দেওয়া হয় ফুটপাতের ওপর থাকা একাধিক মার্কেটের সিঁড়িও।
অভিযানের সময় মেয়র আতিক বলেন, ‘ফুটপাত দখলমুক্ত রাখতে কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে আমরা ভাবছি। শহরের যেসব চৌরাস্তা আছে, সেগুলোর ৫০০ ফিটের মধ্যে ফুটপাত দখল করতে দেওয়া হবে না। এর ডিজাইন করছি। ফুটপাত সাধারণ মানুষের চলাচলের উপযোগী রাখতে নীতিমালার প্রয়োজন রয়েছে।’
ডিএনসিসির মেয়র বলেন, ‘বছরের পর বছর অনেকে ফুটপাত দখল করে দোকান করছে। দোকানের ময়লা ফেলছে রাস্তায় ও ড্রেনে। এতে মানুষের দুর্ভোগ বাড়ছে। মানুষ ফুটপাতে নিরাপদে হাঁটতে পারছে না। আর ময়লা ড্রেনে জমে জলাবদ্ধতা তৈরি করছে। কাউন্সিলরদের বলেছি, তাঁদের দায়িত্ব ফুটপাত দখলমুক্ত রাখা।’
ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান চলবে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘ফুটপাত দখলমুক্ত হলে সাধারণ মানুষ উপকৃত হবে। এর জন্য আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে। অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমি বিভিন্ন এলাকায় পরিদর্শনে যাব। যেখানে অনিয়ম দেখব, তাৎক্ষণিক ব্যবস্থা নেব। আমরা সবাই মিলে সুন্দর শহর গড়তে চাই।’
ডিএনসিসির মেয়র আরও বলেন, ‘কেউ কেউ জানিয়েছে, ফুটপাত দখলের সঙ্গে কাউন্সিলর, স্থানীয় রাজনৈতিক নেতা ও পুলিশ জড়িত। কিন্তু আমাদের উচ্ছেদ অভিযানে সবাই সহযোগিতা করেছে।’

ফুটপাত সুন্দর রাখতে নীতিমালা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার সকালে মিরপুরের রাইনখোলা বাজারে ফুটপাত দখলমুক্ত করার অভিযানে গিয়ে মেয়র এ কথা বলেন।
বৃহস্পতিবার মিরপুরের রাইনখোলা বাজার এলাকার ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। ভেঙে দেওয়া হয় ফুটপাতের ওপর থাকা একাধিক মার্কেটের সিঁড়িও।
অভিযানের সময় মেয়র আতিক বলেন, ‘ফুটপাত দখলমুক্ত রাখতে কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে আমরা ভাবছি। শহরের যেসব চৌরাস্তা আছে, সেগুলোর ৫০০ ফিটের মধ্যে ফুটপাত দখল করতে দেওয়া হবে না। এর ডিজাইন করছি। ফুটপাত সাধারণ মানুষের চলাচলের উপযোগী রাখতে নীতিমালার প্রয়োজন রয়েছে।’
ডিএনসিসির মেয়র বলেন, ‘বছরের পর বছর অনেকে ফুটপাত দখল করে দোকান করছে। দোকানের ময়লা ফেলছে রাস্তায় ও ড্রেনে। এতে মানুষের দুর্ভোগ বাড়ছে। মানুষ ফুটপাতে নিরাপদে হাঁটতে পারছে না। আর ময়লা ড্রেনে জমে জলাবদ্ধতা তৈরি করছে। কাউন্সিলরদের বলেছি, তাঁদের দায়িত্ব ফুটপাত দখলমুক্ত রাখা।’
ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান চলবে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘ফুটপাত দখলমুক্ত হলে সাধারণ মানুষ উপকৃত হবে। এর জন্য আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে। অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমি বিভিন্ন এলাকায় পরিদর্শনে যাব। যেখানে অনিয়ম দেখব, তাৎক্ষণিক ব্যবস্থা নেব। আমরা সবাই মিলে সুন্দর শহর গড়তে চাই।’
ডিএনসিসির মেয়র আরও বলেন, ‘কেউ কেউ জানিয়েছে, ফুটপাত দখলের সঙ্গে কাউন্সিলর, স্থানীয় রাজনৈতিক নেতা ও পুলিশ জড়িত। কিন্তু আমাদের উচ্ছেদ অভিযানে সবাই সহযোগিতা করেছে।’

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন রাকসুর এই নেতা।
২ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
২ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
৩ ঘণ্টা আগে