জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চিকিৎসাকেন্দ্র সংস্কারের দাবিতে ‘মেডিকেল ঘেরাও’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে জড়ো হতে দেখা যায় শিক্ষার্থীদের। এ সময় শিক্ষার্থীরা চিকিৎসাকেন্দ্রের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন এবং জরুরি সেবা ছাড়া সব ধরনের বন্ধ ঘোষণা করেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো নৃবিজ্ঞান ৫১ ব্যাচের শিক্ষার্থী জুবায়েরকে অ্যাম্বুলেন্স সেবা দিতে গাফিলতির সঙ্গে জড়িতদের তদন্ত সাপেক্ষে অপসারণ; অ্যাম্বুলেন্সের সংখ্যা বৃদ্ধি করা; অভিজ্ঞ ডাক্তার, নার্স ও কর্মচারী বৃদ্ধি করা; পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করা; প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম বৃদ্ধি; ২৪ ঘণ্টা রোগ নির্ণয়ের নমুনা সংগ্রহ নিশ্চিত; জরুরি বিভাগের সেবার মান নিশ্চিত করা; মেডিকেল সেন্টারকে একটি পরিপূর্ণ মেডিকেলে রূপান্তর করা এবং স্বাস্থ্যবিমা নিশ্চিত করা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী সিয়াম কায়েফ বলেন, ‘আমরা সবাই দেখেছি, গতকাল (শনিবার) নৃবিজ্ঞান বিভাগের জুবায়ের ভাই কীভাবে ঢাকা মেডিকেলের করিডরে ঘণ্টার পর ঘণ্টা কাতরাচ্ছিলেন। অথচ বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স চেয়েও কোনো সহায়তা পাননি। মেডিকেল সেন্টারের এমন অপারগতা ভবিষ্যতে আমাদের আরও বড় ধরনের সমস্যার মুখে ফেলতে পারে। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, আর সেই চিকিৎসাসেবা দিতে বারবার বিশ্ববিদ্যালয় ব্যর্থ হচ্ছে। আমরা এই অব্যবস্থার দ্রুত সমাধান চাই।’
বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘ক্যাম্পাসে অনেক শিক্ষার্থী সময়মতো চিকিৎসা না পেয়ে অকালে মৃত্যুবরণ করেছেন, যা অত্যন্ত দুঃখজনক। মেডিকেল সেন্টারে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মতো জনবল নেই। এমনকি ইসিজি মেশিন থাকলেও তা চালানোর মতো প্রশিক্ষিত জনবলও নেই। বছরের পর বছর মেডিকেল সেন্টার সংস্কারের দাবিতে আন্দোলন চললেও প্রশাসনের অসহযোগিতার কারণে তাতে কোনো ফল আসে না। তাই আমরা অতি দ্রুত কার্যকর সংস্কার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

এর আগে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জোবায়ের হোসাইন মারা যান। আজ রোববার সকালে সাভারের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যুর হয়। তবে তাঁর মৃত্যুর আগে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের অ্যাম্বুলেন্স তিনি যথাসময়ে পাননি–এমন অভিযোগ তুলে চিকিৎসাকেন্দ্র ঘেরাও করেন একদল শিক্ষার্থী।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চিকিৎসাকেন্দ্র সংস্কারের দাবিতে ‘মেডিকেল ঘেরাও’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে জড়ো হতে দেখা যায় শিক্ষার্থীদের। এ সময় শিক্ষার্থীরা চিকিৎসাকেন্দ্রের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন এবং জরুরি সেবা ছাড়া সব ধরনের বন্ধ ঘোষণা করেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো নৃবিজ্ঞান ৫১ ব্যাচের শিক্ষার্থী জুবায়েরকে অ্যাম্বুলেন্স সেবা দিতে গাফিলতির সঙ্গে জড়িতদের তদন্ত সাপেক্ষে অপসারণ; অ্যাম্বুলেন্সের সংখ্যা বৃদ্ধি করা; অভিজ্ঞ ডাক্তার, নার্স ও কর্মচারী বৃদ্ধি করা; পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করা; প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম বৃদ্ধি; ২৪ ঘণ্টা রোগ নির্ণয়ের নমুনা সংগ্রহ নিশ্চিত; জরুরি বিভাগের সেবার মান নিশ্চিত করা; মেডিকেল সেন্টারকে একটি পরিপূর্ণ মেডিকেলে রূপান্তর করা এবং স্বাস্থ্যবিমা নিশ্চিত করা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী সিয়াম কায়েফ বলেন, ‘আমরা সবাই দেখেছি, গতকাল (শনিবার) নৃবিজ্ঞান বিভাগের জুবায়ের ভাই কীভাবে ঢাকা মেডিকেলের করিডরে ঘণ্টার পর ঘণ্টা কাতরাচ্ছিলেন। অথচ বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স চেয়েও কোনো সহায়তা পাননি। মেডিকেল সেন্টারের এমন অপারগতা ভবিষ্যতে আমাদের আরও বড় ধরনের সমস্যার মুখে ফেলতে পারে। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, আর সেই চিকিৎসাসেবা দিতে বারবার বিশ্ববিদ্যালয় ব্যর্থ হচ্ছে। আমরা এই অব্যবস্থার দ্রুত সমাধান চাই।’
বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘ক্যাম্পাসে অনেক শিক্ষার্থী সময়মতো চিকিৎসা না পেয়ে অকালে মৃত্যুবরণ করেছেন, যা অত্যন্ত দুঃখজনক। মেডিকেল সেন্টারে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মতো জনবল নেই। এমনকি ইসিজি মেশিন থাকলেও তা চালানোর মতো প্রশিক্ষিত জনবলও নেই। বছরের পর বছর মেডিকেল সেন্টার সংস্কারের দাবিতে আন্দোলন চললেও প্রশাসনের অসহযোগিতার কারণে তাতে কোনো ফল আসে না। তাই আমরা অতি দ্রুত কার্যকর সংস্কার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

এর আগে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জোবায়ের হোসাইন মারা যান। আজ রোববার সকালে সাভারের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যুর হয়। তবে তাঁর মৃত্যুর আগে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের অ্যাম্বুলেন্স তিনি যথাসময়ে পাননি–এমন অভিযোগ তুলে চিকিৎসাকেন্দ্র ঘেরাও করেন একদল শিক্ষার্থী।

নিহত ব্যক্তির বড় ভাই নয়ন চক্রবর্তী বলেন, পারিবারিক বিষয় নিয়ে সামান্য মতবিরোধের পর ১৬ জানুয়ারি সকালে বাড়িতে মোবাইল ফোন রেখে বের হন জয়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন (১৭ জানুয়ারি) কুমিল্লা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে
১৪ মিনিট আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইটটি ঢাকা থেকে বেলা ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে বেলা ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। নতুন ফ্লাইটটি প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে...
১৭ মিনিট আগে
অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
৩২ মিনিট আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
১ ঘণ্টা আগে