Ajker Patrika

জাবির চিকিৎসাকেন্দ্র সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ‘মেডিকেল ঘেরাও’

জাবি প্রতিনিধি 
জাবির চিকিৎসাকেন্দ্র সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ‘মেডিকেল ঘেরাও’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র সংস্কারের দাবিতে আজ রোববার রাতে প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চিকিৎসাকেন্দ্র সংস্কারের দাবিতে ‘মেডিকেল ঘেরাও’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে জড়ো হতে দেখা যায় শিক্ষার্থীদের। এ সময় শিক্ষার্থীরা চিকিৎসাকেন্দ্রের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন এবং জরুরি সেবা ছাড়া সব ধরনের বন্ধ ঘোষণা করেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো নৃবিজ্ঞান ৫১ ব্যাচের শিক্ষার্থী জুবায়েরকে অ্যাম্বুলেন্স সেবা দিতে গাফিলতির সঙ্গে জড়িতদের তদন্ত সাপেক্ষে অপসারণ; অ্যাম্বুলেন্সের সংখ্যা বৃদ্ধি করা; অভিজ্ঞ ডাক্তার, নার্স ও কর্মচারী বৃদ্ধি করা; পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করা; প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম বৃদ্ধি; ২৪ ঘণ্টা রোগ নির্ণয়ের নমুনা সংগ্রহ নিশ্চিত; জরুরি বিভাগের সেবার মান নিশ্চিত করা; মেডিকেল সেন্টারকে একটি পরিপূর্ণ মেডিকেলে রূপান্তর করা এবং স্বাস্থ্যবিমা নিশ্চিত করা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী সিয়াম কায়েফ বলেন, ‘আমরা সবাই দেখেছি, গতকাল (শনিবার) নৃবিজ্ঞান বিভাগের জুবায়ের ভাই কীভাবে ঢাকা মেডিকেলের করিডরে ঘণ্টার পর ঘণ্টা কাতরাচ্ছিলেন। অথচ বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স চেয়েও কোনো সহায়তা পাননি। মেডিকেল সেন্টারের এমন অপারগতা ভবিষ্যতে আমাদের আরও বড় ধরনের সমস্যার মুখে ফেলতে পারে। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, আর সেই চিকিৎসাসেবা দিতে বারবার বিশ্ববিদ্যালয় ব্যর্থ হচ্ছে। আমরা এই অব্যবস্থার দ্রুত সমাধান চাই।’

বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘ক্যাম্পাসে অনেক শিক্ষার্থী সময়মতো চিকিৎসা না পেয়ে অকালে মৃত্যুবরণ করেছেন, যা অত্যন্ত দুঃখজনক। মেডিকেল সেন্টারে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মতো জনবল নেই। এমনকি ইসিজি মেশিন থাকলেও তা চালানোর মতো প্রশিক্ষিত জনবলও নেই। বছরের পর বছর মেডিকেল সেন্টার সংস্কারের দাবিতে আন্দোলন চললেও প্রশাসনের অসহযোগিতার কারণে তাতে কোনো ফল আসে না। তাই আমরা অতি দ্রুত কার্যকর সংস্কার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র সংস্কারের দাবিতে আজ রোববার রাতে প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র সংস্কারের দাবিতে আজ রোববার রাতে প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

এর আগে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জোবায়ের হোসাইন মারা যান। আজ রোববার সকালে সাভারের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যুর হয়। তবে তাঁর মৃত্যুর আগে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের অ্যাম্বুলেন্স তিনি যথাসময়ে পাননি–এমন অভিযোগ তুলে চিকিৎসাকেন্দ্র ঘেরাও করেন একদল শিক্ষার্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত