গাজীপুরের কাপাসিয়ায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের জামিরারচর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত তিনজন হলেন কিশোরগঞ্জের ইটনা উপজেলার কমলবুক গ্রামের তানভীর আহমদের স্ত্রী রত্না আক্তার (২৪) ও ছেলে শায়ান (৪) এবং একই উপজেলার কৃষ্টপুর গ্রামের আবুল কালামের ছেলে তৌহিদুল (২৫)। আহত হয়েছেন তৌহিদুলের বাবা, মা তাছলিমা বেগম ও বোন সুবর্ণা আক্তার।
দুর্ঘটনার পর যাত্রীবাহী অনন্যা ক্ল্যাসিক পরিবহনের বাসটি দ্রুত চলে যায় এবং অটোরিকশার চালক আলমগীর হোসেন পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কিশোরগঞ্জ থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে গাজীপুর চৌরাস্তার উদ্দেশে যাচ্ছিল। পথে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা ক্ল্যাসিক পরিবহনের একটি বাস সামনে থেকে রিকশাটিকে চাপা দেয়। এতে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তৌহিদুল ও শায়ানকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় রত্নাকে ঢাকায় নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৩ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
১৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৩ মিনিট আগে