নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা ও সমালোচনা। আর সমস্যা শুরু হয় ট্রান্সজেন্ডার নারী হোচিমিন ইসলামকে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একটি প্রোগ্রামে অংশগ্রহণ না করতে দেওয়া নিয়ে।
শুক্রবার আই সোশ্যাল আয়োজিত এই অনুষ্ঠানের অতিথি ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সেবিকা ও ট্রান্সজেন্ডার নারী হোচিমিন। এই অনুষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের (সিপিসি) উদ্যোগে আয়োজিত হয়। তবে অনুষ্ঠানে যোগ দেওয়া হয়নি ট্রান্সজেন্ডার হোচিমিন ইসলামের। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই অনুষ্ঠানে হোচিমিনের সেশনটি বাতিল হয়ে যায়। বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন হোচিমিন। আর এর পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে।
এ বিষয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক অধ্যাপক ড. রেজওয়ান আজকের পত্রিকাকে বলেন, তাঁরা এই বিষয়ে অবগত আছেন। একটা পর্যালোচনা করে এই বিষয়ে তাঁদের প্রতিক্রিয়া জানাবেন।
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ইসমাইল এখন দেশের বাইরে আছেন। তাঁকে এ বিষয়ে জানানো হয়েছে। তিনি বিষয়টি তদন্ত করে দেখতে বলেছেন। এ জন্য হোচিমিনের বিষয়ে তাঁরা অভ্যন্তরীণ একটি তদন্ত কমিটি করেছেন। এ বিষয়ে অনুসন্ধান করে খুব শিগগির অফিশিয়ালি জানাবেন।
শুক্রবার শুরু হওয়া দুই দিনব্যাপী উইমেন্স ক্যারিয়ার কার্নিভ্যালের এই অনুষ্ঠান আজ শনিবার শেষ হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেছে হিরোস ফর অল (এইচএফএ) ও আই-সোশ্যাল। নেটওয়ার্কিং, লার্নিং এবং পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে জানা যায়, এই অনুষ্ঠানে আলোচক হিসেবে ট্রান্সজেন্ডার হোচিমিন ইসলামের আমন্ত্রণের বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা নর্থ সাউথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাঁকে না আনার বিষয়ে মতামত জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের একটি অংশ হোচিমিনের বিপক্ষে ব্যানার-ফেস্টুন নিয়ে ক্যাম্পাসে অবস্থান নেন। পরে তাঁদের দাবির মুখে হোচিমিনের সেশন বাতিল হয়ে যায়।
এ বিষয়ে হোচিমিন আজকের পত্রিকাকে বলেন, যা বলার আমি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখে জানিয়েছি। তবে মেসেঞ্জারে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে।
হুমকির বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন কি না—এমন প্রশ্নে হোচিমিন জানান, তিনি এখনো এ বিষয়ে চিন্তা করেননি।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা ও সমালোচনা। আর সমস্যা শুরু হয় ট্রান্সজেন্ডার নারী হোচিমিন ইসলামকে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একটি প্রোগ্রামে অংশগ্রহণ না করতে দেওয়া নিয়ে।
শুক্রবার আই সোশ্যাল আয়োজিত এই অনুষ্ঠানের অতিথি ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সেবিকা ও ট্রান্সজেন্ডার নারী হোচিমিন। এই অনুষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের (সিপিসি) উদ্যোগে আয়োজিত হয়। তবে অনুষ্ঠানে যোগ দেওয়া হয়নি ট্রান্সজেন্ডার হোচিমিন ইসলামের। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই অনুষ্ঠানে হোচিমিনের সেশনটি বাতিল হয়ে যায়। বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন হোচিমিন। আর এর পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে।
এ বিষয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক অধ্যাপক ড. রেজওয়ান আজকের পত্রিকাকে বলেন, তাঁরা এই বিষয়ে অবগত আছেন। একটা পর্যালোচনা করে এই বিষয়ে তাঁদের প্রতিক্রিয়া জানাবেন।
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ইসমাইল এখন দেশের বাইরে আছেন। তাঁকে এ বিষয়ে জানানো হয়েছে। তিনি বিষয়টি তদন্ত করে দেখতে বলেছেন। এ জন্য হোচিমিনের বিষয়ে তাঁরা অভ্যন্তরীণ একটি তদন্ত কমিটি করেছেন। এ বিষয়ে অনুসন্ধান করে খুব শিগগির অফিশিয়ালি জানাবেন।
শুক্রবার শুরু হওয়া দুই দিনব্যাপী উইমেন্স ক্যারিয়ার কার্নিভ্যালের এই অনুষ্ঠান আজ শনিবার শেষ হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেছে হিরোস ফর অল (এইচএফএ) ও আই-সোশ্যাল। নেটওয়ার্কিং, লার্নিং এবং পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে জানা যায়, এই অনুষ্ঠানে আলোচক হিসেবে ট্রান্সজেন্ডার হোচিমিন ইসলামের আমন্ত্রণের বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা নর্থ সাউথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাঁকে না আনার বিষয়ে মতামত জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের একটি অংশ হোচিমিনের বিপক্ষে ব্যানার-ফেস্টুন নিয়ে ক্যাম্পাসে অবস্থান নেন। পরে তাঁদের দাবির মুখে হোচিমিনের সেশন বাতিল হয়ে যায়।
এ বিষয়ে হোচিমিন আজকের পত্রিকাকে বলেন, যা বলার আমি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখে জানিয়েছি। তবে মেসেঞ্জারে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে।
হুমকির বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন কি না—এমন প্রশ্নে হোচিমিন জানান, তিনি এখনো এ বিষয়ে চিন্তা করেননি।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৬ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৭ ঘণ্টা আগে