নিজস্ব প্রতিবেদক

ঢাকা: স্বাস্থ্যবিধি না মানায় আড়ং শপিংমলকে এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আসাদগেটের আড়ংয়ের আউটলেটে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, অভিযানকালে মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
তাজুল ইসলাম বলেন, 'শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি-না আজ বিকেলে তা পরিদর্শনে যান মেয়র আতিকুল ইসলাম। সে সময় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসাদগেট আড়ংয়ের ভেতরে ঢুকে দেখা যায়, ধারণ ক্ষমতার অতিরিক্ত মানুষ সেখানে। অর্থাৎ, স্বাস্থ্যবিধি মেনে যত মানুষ থাকার কথা ছিল, তার চেয়ে অনেক বেশি লোক সেখানে উপস্থিত ছিলেন।’
তিনি বলেন, 'পরিস্থিতি দেখে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ আড়ংকে এক লাখ টাকা জরিমানা করেন। আর সেখানে থাকা এক ক্রেতাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।’
ঘটনাস্থলে মেয়র মো. আতিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, 'শর্ত ছিল স্বাস্থ্যবিধি মেনে শপিংমল খোলা রাখবে। আড়ংয়ের এখানে ধারণক্ষমতার চাইতে বেশি লোক ঢুকেছে, অনেকে বাচ্চা নিয়ে কেনাকাটা করতে আসছে। আজ আড়ংকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরপর যদি না মানে তাহলে আড়ং বন্ধ করে দেওয়া হবে।'

ঢাকা: স্বাস্থ্যবিধি না মানায় আড়ং শপিংমলকে এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আসাদগেটের আড়ংয়ের আউটলেটে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, অভিযানকালে মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
তাজুল ইসলাম বলেন, 'শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি-না আজ বিকেলে তা পরিদর্শনে যান মেয়র আতিকুল ইসলাম। সে সময় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসাদগেট আড়ংয়ের ভেতরে ঢুকে দেখা যায়, ধারণ ক্ষমতার অতিরিক্ত মানুষ সেখানে। অর্থাৎ, স্বাস্থ্যবিধি মেনে যত মানুষ থাকার কথা ছিল, তার চেয়ে অনেক বেশি লোক সেখানে উপস্থিত ছিলেন।’
তিনি বলেন, 'পরিস্থিতি দেখে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ আড়ংকে এক লাখ টাকা জরিমানা করেন। আর সেখানে থাকা এক ক্রেতাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।’
ঘটনাস্থলে মেয়র মো. আতিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, 'শর্ত ছিল স্বাস্থ্যবিধি মেনে শপিংমল খোলা রাখবে। আড়ংয়ের এখানে ধারণক্ষমতার চাইতে বেশি লোক ঢুকেছে, অনেকে বাচ্চা নিয়ে কেনাকাটা করতে আসছে। আজ আড়ংকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরপর যদি না মানে তাহলে আড়ং বন্ধ করে দেওয়া হবে।'

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
৪ মিনিট আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে