ঢামেক প্রতিবেদক

ঢাকার আশুলিয়া গোমাইল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ১১ জনের দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন সোয়াইদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ঘটনাটিতে মারা গেল চারজন।
আজ শনিবার বেলা ১টা ৩০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় সোয়াইদ।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি জানান, সোয়াইদের শরীরের ২৭ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালিও পুড়ে গিয়েছিল। আইসিইউতে ভর্তি ছিল। সেখানেই মারা যায় সোয়াইদ।
চিকিৎসক আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে ছুটি দেওয়া হয়েছে। তিনজন ভর্তি রয়েছে।
এর আগে সোয়াইদের মা শারমিন (৩২), বাবা সুমন রহমান (৩৫) ও শারমিনের ননদ শিউলী আক্তারের (৩২) মৃত্যু হয়। আজ মারা গেল শারমিনের ছেলে সোয়াইদ।
গত ১৪ ফেব্রুয়ারি রাতে আশুলিয়া গোমাইল গ্রামে একটি ভাড়াবাসায় দ্বিতীয় তলায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ওই রাতে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন সূর্য বেগম (৫০), তাঁর ছেলে সোহেল (৩৮) ও সুমন রহমান (৩৫) এবং মেয়ে শিউলী আক্তার (৩২)। আর সুমনের স্ত্রী শারমিন আক্তার (৩২), ছেলে সোয়াইদ (৪) ও মেয়ে সুরাইয়া (৩ মাস)। শিউলীর স্বামী মনির হোসেন (৪০), দুই ছেলে ছামির মাহমুদ ছাকিন (১৫) ও মাহাদী (৭)। সুমনের ফুফু জহুরা বেগম (৭০)।
প্রতিবেশী মো. আবু ইসহাক জানান, দগ্ধরা সবাই একই পরিবারের। ওই বাসার দোতলায় ভাড়া থাকেন সুমন-শারমিন দম্পতি। ঘটনার পর খবর পেয়ে দ্রুত ওই বাসায় গিয়ে তিনি তাদের দগ্ধ অবস্থায় দেখতে পান। পরে হাসপাতালে নিয়ে আসেন। তাঁর ধারণা, সিলিন্ডার গ্যাসের চুলা আগে থেকে চালু ছিল। তখন দুই রুমে গ্যাস ছড়িয়ে পড়েছিল। কেউ একজন রান্না করতে গিয়ে আগুন জ্বালাতেই বিস্ফোরণ ঘটে।
দগ্ধ সুমনের ফুফাতো ভাই মো. মাসুদ জানান, সুমনদের বাড়ি শরিয়তপুর জেলায়। গোমাইল এলাকায় ভাড়া থাকেন। বোন শিউলী থাকেন নবাবগঞ্জ দীঘিরপাড় এলাকায়। ফুফু জোহরা বেগম থাকেন মুন্সিগঞ্জে। সোহেল থাকেন গোমাইল এলাকায়। সুমন গ্রাফিকসে কাজ করেন, আর সোহেল একটি কোম্পানিতে। মনির স্যানিটারির ব্যবসা করেন।
মাসুদ আরও বলেন, শবে বরাত উপলক্ষে শুক্রবার সবাই সুমনদের বাসায় যায় বেড়াতে। রাতে রুটি-পিঠা বানানোর জন্য চুলা জ্বালালে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

ঢাকার আশুলিয়া গোমাইল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ১১ জনের দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন সোয়াইদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ঘটনাটিতে মারা গেল চারজন।
আজ শনিবার বেলা ১টা ৩০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় সোয়াইদ।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি জানান, সোয়াইদের শরীরের ২৭ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালিও পুড়ে গিয়েছিল। আইসিইউতে ভর্তি ছিল। সেখানেই মারা যায় সোয়াইদ।
চিকিৎসক আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে ছুটি দেওয়া হয়েছে। তিনজন ভর্তি রয়েছে।
এর আগে সোয়াইদের মা শারমিন (৩২), বাবা সুমন রহমান (৩৫) ও শারমিনের ননদ শিউলী আক্তারের (৩২) মৃত্যু হয়। আজ মারা গেল শারমিনের ছেলে সোয়াইদ।
গত ১৪ ফেব্রুয়ারি রাতে আশুলিয়া গোমাইল গ্রামে একটি ভাড়াবাসায় দ্বিতীয় তলায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ওই রাতে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন সূর্য বেগম (৫০), তাঁর ছেলে সোহেল (৩৮) ও সুমন রহমান (৩৫) এবং মেয়ে শিউলী আক্তার (৩২)। আর সুমনের স্ত্রী শারমিন আক্তার (৩২), ছেলে সোয়াইদ (৪) ও মেয়ে সুরাইয়া (৩ মাস)। শিউলীর স্বামী মনির হোসেন (৪০), দুই ছেলে ছামির মাহমুদ ছাকিন (১৫) ও মাহাদী (৭)। সুমনের ফুফু জহুরা বেগম (৭০)।
প্রতিবেশী মো. আবু ইসহাক জানান, দগ্ধরা সবাই একই পরিবারের। ওই বাসার দোতলায় ভাড়া থাকেন সুমন-শারমিন দম্পতি। ঘটনার পর খবর পেয়ে দ্রুত ওই বাসায় গিয়ে তিনি তাদের দগ্ধ অবস্থায় দেখতে পান। পরে হাসপাতালে নিয়ে আসেন। তাঁর ধারণা, সিলিন্ডার গ্যাসের চুলা আগে থেকে চালু ছিল। তখন দুই রুমে গ্যাস ছড়িয়ে পড়েছিল। কেউ একজন রান্না করতে গিয়ে আগুন জ্বালাতেই বিস্ফোরণ ঘটে।
দগ্ধ সুমনের ফুফাতো ভাই মো. মাসুদ জানান, সুমনদের বাড়ি শরিয়তপুর জেলায়। গোমাইল এলাকায় ভাড়া থাকেন। বোন শিউলী থাকেন নবাবগঞ্জ দীঘিরপাড় এলাকায়। ফুফু জোহরা বেগম থাকেন মুন্সিগঞ্জে। সোহেল থাকেন গোমাইল এলাকায়। সুমন গ্রাফিকসে কাজ করেন, আর সোহেল একটি কোম্পানিতে। মনির স্যানিটারির ব্যবসা করেন।
মাসুদ আরও বলেন, শবে বরাত উপলক্ষে শুক্রবার সবাই সুমনদের বাসায় যায় বেড়াতে। রাতে রুটি-পিঠা বানানোর জন্য চুলা জ্বালালে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
৩ মিনিট আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে