Ajker Patrika

চাঁদাবাজির ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি 
জাহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত
জাহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় চাঁদাবাজির টাকার ভাগ নিয়ে অভ্যন্তরীণ বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত যুবকের নাম জাহিদুল ইসলাম (২৮)। তিনি সনমানিয়া ইউনিয়নের বড়কান্দা গ্রামের মৃত হারিছউদ্দিনের ছেলে।

জাহিদুলের স্ত্রী শিফা আক্তার জানান, গতকাল শুক্রবার বিকেলে ভাত খাওয়ার পর মুন্না ও মইনুল নামের জাহিদুলের দুই বন্ধু তাঁকে মোবাইল ফোনে কল করে ডেকে নিয়ে যান। পরে রাত ১০টার দিকে জানতে পারেন, তাঁর স্বামীকে কারা যেন কুপিয়ে স্থানীয় আড়াল বাজারের উত্তর পাশে খাঁনবাড়ি এলাকায় ফেলে রেখেছেন। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে নিয়ে গেলে রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

শিফা জানান, তাঁর স্বামী জাহিদুল বাড়িতে একমুহূর্তের জন্যও অবস্থান করতে পারতেন না। তাঁর বন্ধু মইনুল, মুন্না, সৈকত ও মারুফ রাতবিরাতে যখন-তখন তাঁকে ফোন করে ডেকে নিয়ে যেতেন। গত রমজান মাসেও তাঁরা জাহিদুলকে মেরে ফেলতে চেয়েছিলেন। অনেক ধস্তাধস্তি করে সেখান থেকে তিনি প্রাণে বেঁচে আসেন।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি জাহানারা বেগম নামের এক নারীর বাড়ি নির্মাণের কাজ থেকে আদায় করা চাঁদাবাজির ৫০ হাজার টাকা ভাগাভাগি নিয়ে জাহিদুলের সঙ্গে মইনুল, মুন্না, সৈকত ও মারুফের কয়েক দিন ধরে বিরোধ চলছিল। তাঁরা জাহিদুলকে শুক্রবার বিকেলে ডেকে নিয়ে যান। পরে বিষয়টি মীমাংসা না হওয়ায় রাত সাড়ে ৯টার দিকে আড়াল বাজারের উত্তর পাশে নিয়ে তাঁকে কুপিয়ে একটি পাটখেতে ফেলে রাখা হয়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সনমানিয়া ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নিয়ে তিনটি পক্ষ খুবই বেপরোয়া হয়ে উঠেছে। এগুলো হলো মারুফ-বাবু গ্রুপ, মইনুল গ্রুপ ও আমির হোসেন গ্রুপ। এগুলোর সদস্যদের ভয়ে এলাকার সাধারণ মানুষ সব সময় আতঙ্কে থাকে। এমনকি স্থানীয় আড়াল পুলিশ ফাঁড়ির সদস্যরাও বেশ কয়েকবার তাঁদের হামলার শিকার হয়েছেন। তাঁদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে দুই মাস আগে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এবার জাহিদুলের হত্যার ঘটনাটিও একই কারণে ঘটেছে।

সনমানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য তৌহিদুজ্জামান সরকার তপন বলেন, রাত সাড়ে ১০টার দিকে আহত জাহিদুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর আড়াল পুলিশ ফাঁড়ির দুজন সদস্য ফাঁড়িতে ফেরার পথে বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের সামনে মাদক কারবারি ও সন্ত্রাসীদের ধাওয়ার শিকার হন। পরে স্থানীয় জনতা ও অপর পুলিশ সদস্যদের সহযোগিতায় আব্দুল গাফ্ফার নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় অপর দুজন পালিয়ে যান।

খুনের বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘যাঁরা হত্যা করেছেন এবং যিনি নিহত হয়েছেন, সবাই একই চক্রের সদস্য। তাঁরা ওই এলাকায় মাদক কারবার, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। নিজেদের মাঝে ভাগ-বাঁটোয়ারা দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ বছর বয়সেই ব্যবসায় বাজিমাত, দুই বছরে বিক্রি আড়াই কোটির বেশি

নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগস্ট যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র: বিবিসির অনুসন্ধান

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী

জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা, ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে জানাল বিবিসি

তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত