গত মঙ্গলবার রাজধানীর আদাবরের সুনিবিড় হাউজিংয়ে দুলাভাইয়ের দেওয়া আগুনে দগ্ধ হয় দুই শিশু। গুরুতর আহত অবস্থায় তাদের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মিতু আক্তার (৮) নামের এক শিশু মারা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটির শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল। মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় দগ্ধ আরেক শিশু হাসপাতাল পুলিশের কাছে অভিযোগ করে বলে, তার দুলাভাই আলাউদ্দিন তাদের গায়ে কেরোসিন তেল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। তবে কেন আগুন ধরিয়ে দিয়েছে সে বিষয়ে শিশুটি কিছু জানাতে পারেনি।
জানা গেছে, দুই শিশুর বাড়ি ভোলায়, বর্তমানে আদাবর শেখেরটেক এলাকায় মায়ের সঙ্গে থাকে। তার বোন মৌ তাদের সঙ্গে থাকত। সকালে তাদের দুজনকে দুলাভাই আলাউদ্দিন তার বাসায় নিয়ে আসে। তারপর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা রাজিব হাওলাদার জানান, ওই বাসার নিচতলায় তাদের ইলেকট্রিকের দোকান। বেলা ১১টার দিকে বাসা থেকে শিশুদের চিৎকার শুনতে পাই। বাসায় গিয়ে দেখতে পাই বাইরে থেকে ছিটকিনি বন্ধ ছিল। পরে দরজা খুলে শিশু দুটির গায়ে আগুন দেখতে পাই। আগুন নিভিয়ে তাদের দুজনকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
রাজিব জানান, শিশুরা বলে, তাদের দুলাভাই আলাউদ্দিন তাদের শরীরে আগুন দিয়েছে। তবে কী কারণে আগুন দিয়েছে তা বলতে পারেনি।
আদাবর থানার ওসি কাজী শাজেদুজ্জামান বলেন, ‘বোনকে মারধর ও গালিগালাজ করার প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে দুলাভাই আলাউদ্দিন হত্যার উদ্দেশ্যে তার শালিকা ও শ্যালকের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আদাবর সুনিবিড় হাউজিং এলাকার ওই বাসার নিচতলায় তাদের গায়ে আগুন দেয়। ওই বাসা আলাউদ্দিনের বড় স্ত্রীর। সেখানে শ্যালিকা ও শ্যালককে ডেকে এনে আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে তাদের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।’
ওসি বলেন, ‘শিশু দুটির বোন মৌ আলাউদ্দিনের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীকে নিয়ে সুনিবির হাউজিংয়ের ওই বাড়িতে থাকত। দ্বিতীয় স্ত্রী মৌ মায়ের সঙ্গে শেখেরটেক এলাকায় থাকে। আলাউদ্দিন প্রথম বিয়ের কথা গোপন রেখে দ্বিতীয় বিয়ে করে শিশু দুটির বোন মৌকে।’
ওসি আরও বলেন, বিয়ের বিষয়টা জানাজানি হয়ে গেলে দুই পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। এই কারণে প্রায় সময় দ্বিতীয় স্ত্রী মৌকে বকাঝকা ও মারধর করত আলাউদ্দিন। এর প্রতিবাদ করত শিশু দুটি। এই কারণে দুলাভাই আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে তাদের গায়ে হত্যার উদ্দেশ্যে আগুন ধরিয়ে দেয়।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৭ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে