Ajker Patrika

ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, ৬ দিনেও মামলা নেয়নি পুলিশ  

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ২২: ৩৮
ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, ৬ দিনেও মামলা নেয়নি পুলিশ  

গাজীপুরের শ্রীপুরে ছোট ভাইয়ের সামনে থেকে মাদ্রাসা ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মেহেদী হাসান আকন্দ (২৭) নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার ছয় দিনেও মামলা নেয়নি পুলিশ। অন্যদিকে বিষয়টি মীমাংসা করার জন্য ডাকলে তাতে রাজি না হওয়ায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ভুক্তভোগীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন বলে জানান তার মা। 

ঘটনা ঘটেছে গত শনিবার রাত ৮টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামে। ভুক্তভোগী (১৬) এর বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায়। তার মা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। সে মায়ের সঙ্গে শ্রীপুরে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়াশোনা করে। 

অভিযুক্ত যুবক শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামের মো. নজরুল ইসলাম আকন্দের ছেলে।

ভুক্তভোগীর ছোট ভাই (১৪) বলেন, ‘কেওয়া বাজার থেকে অভিযুক্ত যুবক আমার বোনকে জোর করে মোটরসাইকেল তুলে নিয়ে যায়। এরপর আমি মোটরসাইকেল পেছনে পেছনে ছুটে কয়েকটি ঢিল ছুড়ে মারতে থাকি এবং কয়েকজনকে জানাই লোকটা আমার বোনকে তুলে নিয়ে যাচ্ছে। এরপর আমি দৌড়ে বাসায় গিয়ে মাকে বিষয়টি জানাই।’ 

ভুক্তভোগীর মা বলেন, ‘ঘটনাটি জানার পরপরই আমি ছুটে যাই বাজারে। এরপর গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানাই। এরপর অভিযুক্ত যুবকের দোকানে গিয়ে দ্রুত সময়ের মধ্যে আমার মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য চাপ দিই। ওঁরা আমাকে বলে প্রেম করছে তাই গেছে। এরপর অভিযুক্ত যুবকের স্বজনরা ফোন করে বিষয়টি জানালে সুকৌশলে মাওনা চৌরাস্তা এলাকায় রাস্তায় ফেলে আসে। 

তিনি বলেন, ‘এরপর আমার মেয়ে বাড়িতে এসে বিস্তারিত জানানোর পর আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। কিন্তু ঘটনার ছয় দিন পার হলেও মামলা রুজু হয়নি। আমার মেয়েকে কোন স্থানে নিয়ে ধর্ষণ করছে সে বিষয়টি পরিষ্কার করে বলতে পারলে পরবর্তীতে ভেবে দেখবেন বলে জানায় পুলিশ। এত দিনে মামলা না হওয়াতে অভিযুক্ত যুবকের স্বজনদের হুমকি আর চাপের মধ্যে কাটছে আমাদের সময়।’ 

তিনি আরও বলেন, ‘স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এ বিষয়টি আপস মীমাংসা করে দেবে বলে জানায়, আমি তাতে রাজি না হওয়াতে কাউন্সিলর আমার মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। তুমার বয়স কত, এই বয়সে বিয়ে হবে না, তুমি মীমাংসা কর এই ধরনের কথা বলেন ওয়ার্ড কাউন্সিলর।’ 

এ বিষয়ে বক্তব্য নিতে শ্রীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল মাহমুদ মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘ভিকটিমের দেওয়া লিখিত অভিযোগ পেয়েছি। মামলা রুজু সুনির্দিষ্ট ঘটনাস্থল লাগবে। ওই ছাত্রী ঘটনাস্থল শনাক্ত করতে পারছে না। ঘটনাস্থল শনাক্ত করে দিলে মামলা রুজু হবে।’ 

গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম আজকের পত্রিকাকে মোবাইল ফোন বলেন, ‘এ বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত