
নয়াপল্টনে বিএনপি কার্যালয় থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়া হয়েছিল। তাই কার্যালয়টিকে ক্রাইম সিন হিসেবে ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ও বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করবে। পুলিশি তদন্ত শেষ হওয়ার আগে বিএনপির কার্যালয়ে এবং আশেপাশের রাস্তায় কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে ডিএমপি যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার।
আজ বৃহস্পতিবার দুপুরে ফকিরাপুল মোড়ে সাংবাদিকদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিপ্লব কুমার।
বিএনপি কার্যালয় ও সংলগ্ন এলাকা পুলিশ ঘিরে রেখেছে—এ অবস্থা কত সময় থাকবে জানতে চাইলে বিপ্লব কুমার বলেন, ‘এটা একটা ক্রাইম সিন। কালকে (৭ ডিসেম্বর) আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে অনেক বোমা, ককটেল নিক্ষেপ করা হয়েছে। পরবর্তিতে আমরা অভিযান পরিচালনা করতে বাধ্য হই। অভিযানে প্রচুর ককটেল ও নাশকতা চালানোর মতো সরঞ্জাম উদ্ধার করি। এটি হচ্ছে ঘটনাস্থল, যেটাকে পুলিশের ভাষায় প্লেস অব অকারেন্স বলে থাকি। এই ক্রাইম সিনে সিআইডির টিম, ডগ স্কোয়াড এসে কাজ করবে। আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ প্রবেশ করতে পারবে না।’

নির্দিষ্ট দিনের (১০ ডিসেম্বর) আগে শেষ হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কথা হচ্ছে এখান থেকে বোম্ব নিক্ষেপ করা হয়েছে, আমাদের সদস্যদের আহত করা হয়েছে। সাধারণ জনগণকে আতঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। সাধারণ মানুষ এখানে আহত হয়েছে, সাধারণ মানুষ এখানে নিহত হয়েছে। আমাদের তদন্ত চলমান, কতদিনে শেষ হবে তা সুনির্দিষ্ট করে বলা সম্ভব না।’
মামলার বিষয়ে তিনি বলেন, ‘অনেকগুলো মামলা প্রক্রিয়াধীন আছে। পল্টন, মতিঝিলসহ কয়েকটি থানায় মামলা হচ্ছে।’
মামলায় কারা আসামী হচ্ছে জানতে চাইলে যুগ্ম কমিশনার বলেন, ‘যাদের আমরা আটক করেছি, তাদের সবার বিরুদ্ধে মামলা হবে। আমাদের কাছে আরও তথ্য থাকলে আমরা তাদের বিরুদ্ধেও মামলা করব।’
পুলিশ ব্যাগে করে কার্যালয়ে ককটেল নিয়ে এসেছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির বক্তব্য দিয়েছেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিপ্লব সরকার বলেন, ‘দায়িত্বশীল ব্যক্তিরা সুইপিং কমেন্টস করলে তা ঠিক হবে না। পুলিশ একটি রাষ্ট্রীয় বাহিনী। পুলিশের পক্ষ থেকে বেআইনি কোনো কাজ করা হয় না। তিনি এ ধরণের কথা বলে থাকলে তা তাঁর ব্যক্তিগত মতামত। আমরা ভেতর থেকে উদ্ধার করেছি। আমাদের বোম্ব ডিসপোজাল ইউনিট যে উদ্ধার করেছে তা আপনারাও দেখেছেন। বোম্বগুলো এখানে ডিসপোজাল করা হয়েছে। এগুলো যারা বলে তারা মিথ্যাচার করে, মিথ্যাচার নিয়ে আমরা মন্তব্য করতে চাই না।’

নয়াপল্টনে বিএনপি কার্যালয় থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়া হয়েছিল। তাই কার্যালয়টিকে ক্রাইম সিন হিসেবে ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ও বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করবে। পুলিশি তদন্ত শেষ হওয়ার আগে বিএনপির কার্যালয়ে এবং আশেপাশের রাস্তায় কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে ডিএমপি যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার।
আজ বৃহস্পতিবার দুপুরে ফকিরাপুল মোড়ে সাংবাদিকদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিপ্লব কুমার।
বিএনপি কার্যালয় ও সংলগ্ন এলাকা পুলিশ ঘিরে রেখেছে—এ অবস্থা কত সময় থাকবে জানতে চাইলে বিপ্লব কুমার বলেন, ‘এটা একটা ক্রাইম সিন। কালকে (৭ ডিসেম্বর) আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে অনেক বোমা, ককটেল নিক্ষেপ করা হয়েছে। পরবর্তিতে আমরা অভিযান পরিচালনা করতে বাধ্য হই। অভিযানে প্রচুর ককটেল ও নাশকতা চালানোর মতো সরঞ্জাম উদ্ধার করি। এটি হচ্ছে ঘটনাস্থল, যেটাকে পুলিশের ভাষায় প্লেস অব অকারেন্স বলে থাকি। এই ক্রাইম সিনে সিআইডির টিম, ডগ স্কোয়াড এসে কাজ করবে। আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ প্রবেশ করতে পারবে না।’

নির্দিষ্ট দিনের (১০ ডিসেম্বর) আগে শেষ হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কথা হচ্ছে এখান থেকে বোম্ব নিক্ষেপ করা হয়েছে, আমাদের সদস্যদের আহত করা হয়েছে। সাধারণ জনগণকে আতঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। সাধারণ মানুষ এখানে আহত হয়েছে, সাধারণ মানুষ এখানে নিহত হয়েছে। আমাদের তদন্ত চলমান, কতদিনে শেষ হবে তা সুনির্দিষ্ট করে বলা সম্ভব না।’
মামলার বিষয়ে তিনি বলেন, ‘অনেকগুলো মামলা প্রক্রিয়াধীন আছে। পল্টন, মতিঝিলসহ কয়েকটি থানায় মামলা হচ্ছে।’
মামলায় কারা আসামী হচ্ছে জানতে চাইলে যুগ্ম কমিশনার বলেন, ‘যাদের আমরা আটক করেছি, তাদের সবার বিরুদ্ধে মামলা হবে। আমাদের কাছে আরও তথ্য থাকলে আমরা তাদের বিরুদ্ধেও মামলা করব।’
পুলিশ ব্যাগে করে কার্যালয়ে ককটেল নিয়ে এসেছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির বক্তব্য দিয়েছেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিপ্লব সরকার বলেন, ‘দায়িত্বশীল ব্যক্তিরা সুইপিং কমেন্টস করলে তা ঠিক হবে না। পুলিশ একটি রাষ্ট্রীয় বাহিনী। পুলিশের পক্ষ থেকে বেআইনি কোনো কাজ করা হয় না। তিনি এ ধরণের কথা বলে থাকলে তা তাঁর ব্যক্তিগত মতামত। আমরা ভেতর থেকে উদ্ধার করেছি। আমাদের বোম্ব ডিসপোজাল ইউনিট যে উদ্ধার করেছে তা আপনারাও দেখেছেন। বোম্বগুলো এখানে ডিসপোজাল করা হয়েছে। এগুলো যারা বলে তারা মিথ্যাচার করে, মিথ্যাচার নিয়ে আমরা মন্তব্য করতে চাই না।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে