ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রলীগের আয়োজনে ‘২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে’ আলোচনা সভায় বসা নিয়ে হাতাহাতিতে জড়িয়েছেন ঢাবি ও ইডেন কলেজ ছাত্রলীগের নেত্রীরা।
একদিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, শামসুন নাহার হল ও রোকেয়া হল ছাত্রলীগের নেত্রীরা ছিলেন। অন্যদিকে ছিলেন ইডেন কলেজের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি তামান্না জেসমিন রিভার অনুসারীরা।
রিভা কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফের অনুসারী হিসেবে পরিচিত। বিশ্ববিদ্যালয়ের নেত্রীরা ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ ঘটনা ঘটে।
একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, অনুষ্ঠানে সামনের চেয়ারে বসা ছিলেন রোকেয়া হলের মিহা আক্তার ও শামসুন নাহার হলের নীলম বিশ্বাস সেতুসহ কয়েকজন। এ সময় রিভাসহ কয়েকজন এসে তাঁদের উঠে পেছনে গিয়ে বসতে বলেন। তাঁরা ‘রিভাদের চেনেন না’ জানিয়ে উঠতে অস্বীকৃতি জানান। এ সময় রিভা মিহার থুতনি ধরে ঝাঁকি দেন। পরে সভা শেষে বঙ্গমাতা হল ছাত্রলীগের পদপ্রত্যাশী তানিয়া আক্তার তাপসীর নেতৃত্বে ঢাবি ছাত্রলীগের নেত্রীরা রিভাকে ঘিরে ধরেন। একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
তবে রিভার গলা টিপে ধরে থাপ্পড় মারার অভিযোগ করেছেন ইডেন কলেজের নেত্রীরা। নাম প্রকাশ না করার শর্তে ইডেনের এক নেত্রী বলেন, ‘রিভা আপু আমাদের সিনিয়র। তাঁকে চড়-থাপ্পড় মারা মানে একটা ইউনিটকে চড়-থাপ্পড় মারা। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এর বিচার হওয়া দরকার।’
এ বিষয়ে জানতে চাইলে তামান্না জেসমিন রিভা বলেন, ‘বসা নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। সিনিয়রেরা বসতে চেয়েছিল কিন্তু তারা উঠবে না। ওরা আমাদের কাউকে চিনেই না— এ রকম। পরে কেন্দ্রীয় কয়েকজন নেতা এসে ওদের সরিয়ে দেয়। সভা শেষে বের হওয়ার সময় ওরা আমাদের কয়েকজনকে আটকায়। আমাদের সঙ্গে ঝামেলা করার চেষ্টা করছিল। তবে তেমন কিছু হয়নি।’
অভিযোগের বিষয়ে তানিয়া আক্তার তাপসী আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাবির মেয়েরা আগে থেকে সামনে বসা ছিল। পরে দুপুর ১২টার সময়ে ইডেন নেত্রীরা এসে তাদের উঠায়ে দিয়েছে, মুখে ধরে বাজে বিহেভ করেছে। প্রোগ্রাম শেষে রিভা আপুকে বিচার দিতে গিয়েছি। তখন উনি আমাদের সঙ্গে অ্যাগ্রেসিভ আচরণ করছে। তবে আমরা (ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেত্রীরা) কাউকে মারধর করিনি। ওরা (ইডেনের নেত্রীরা) আমাদের সঙ্গে খারাপ আচরণ করেছে।’
এ বিষয়ে জানতে শেখ ওয়ালী আসিফ ইনানের সঙ্গে সেলফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি। ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘বসা নিয়ে ঝামেলা হয়েছিল, বড় প্রোগ্রামে এটা সাধারণ বিষয়। তবে আমরা সমাধান করে দিয়েছি, বড় কোনো বিষয় না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রলীগের আয়োজনে ‘২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে’ আলোচনা সভায় বসা নিয়ে হাতাহাতিতে জড়িয়েছেন ঢাবি ও ইডেন কলেজ ছাত্রলীগের নেত্রীরা।
একদিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, শামসুন নাহার হল ও রোকেয়া হল ছাত্রলীগের নেত্রীরা ছিলেন। অন্যদিকে ছিলেন ইডেন কলেজের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি তামান্না জেসমিন রিভার অনুসারীরা।
রিভা কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফের অনুসারী হিসেবে পরিচিত। বিশ্ববিদ্যালয়ের নেত্রীরা ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ ঘটনা ঘটে।
একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, অনুষ্ঠানে সামনের চেয়ারে বসা ছিলেন রোকেয়া হলের মিহা আক্তার ও শামসুন নাহার হলের নীলম বিশ্বাস সেতুসহ কয়েকজন। এ সময় রিভাসহ কয়েকজন এসে তাঁদের উঠে পেছনে গিয়ে বসতে বলেন। তাঁরা ‘রিভাদের চেনেন না’ জানিয়ে উঠতে অস্বীকৃতি জানান। এ সময় রিভা মিহার থুতনি ধরে ঝাঁকি দেন। পরে সভা শেষে বঙ্গমাতা হল ছাত্রলীগের পদপ্রত্যাশী তানিয়া আক্তার তাপসীর নেতৃত্বে ঢাবি ছাত্রলীগের নেত্রীরা রিভাকে ঘিরে ধরেন। একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
তবে রিভার গলা টিপে ধরে থাপ্পড় মারার অভিযোগ করেছেন ইডেন কলেজের নেত্রীরা। নাম প্রকাশ না করার শর্তে ইডেনের এক নেত্রী বলেন, ‘রিভা আপু আমাদের সিনিয়র। তাঁকে চড়-থাপ্পড় মারা মানে একটা ইউনিটকে চড়-থাপ্পড় মারা। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এর বিচার হওয়া দরকার।’
এ বিষয়ে জানতে চাইলে তামান্না জেসমিন রিভা বলেন, ‘বসা নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। সিনিয়রেরা বসতে চেয়েছিল কিন্তু তারা উঠবে না। ওরা আমাদের কাউকে চিনেই না— এ রকম। পরে কেন্দ্রীয় কয়েকজন নেতা এসে ওদের সরিয়ে দেয়। সভা শেষে বের হওয়ার সময় ওরা আমাদের কয়েকজনকে আটকায়। আমাদের সঙ্গে ঝামেলা করার চেষ্টা করছিল। তবে তেমন কিছু হয়নি।’
অভিযোগের বিষয়ে তানিয়া আক্তার তাপসী আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাবির মেয়েরা আগে থেকে সামনে বসা ছিল। পরে দুপুর ১২টার সময়ে ইডেন নেত্রীরা এসে তাদের উঠায়ে দিয়েছে, মুখে ধরে বাজে বিহেভ করেছে। প্রোগ্রাম শেষে রিভা আপুকে বিচার দিতে গিয়েছি। তখন উনি আমাদের সঙ্গে অ্যাগ্রেসিভ আচরণ করছে। তবে আমরা (ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেত্রীরা) কাউকে মারধর করিনি। ওরা (ইডেনের নেত্রীরা) আমাদের সঙ্গে খারাপ আচরণ করেছে।’
এ বিষয়ে জানতে শেখ ওয়ালী আসিফ ইনানের সঙ্গে সেলফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি। ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘বসা নিয়ে ঝামেলা হয়েছিল, বড় প্রোগ্রামে এটা সাধারণ বিষয়। তবে আমরা সমাধান করে দিয়েছি, বড় কোনো বিষয় না।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১৩ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২১ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪৪ মিনিট আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
১ ঘণ্টা আগে