Ajker Patrika

ফকিরাপুলে ডিবির দুই সদস্যকে গুলির ঘটনায় মূল শুটার গ্রেপ্তার, অস্ত্র-গুলি ও গোলাবারুদ জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফকিরাপুলে ডিবির দুই সদস্যকে গুলির ঘটনায় মূল শুটার গ্রেপ্তার, অস্ত্র-গুলি ও গোলাবারুদ জব্দ
প্রতীকী ছবি

রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে (ডিবি) লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় জড়িত মূল শুটারকে অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিএমপির মিডিয়া ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফকিরাপুলে ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় জড়িত মূল শুটারকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করা হয়েছে।

এ ঘটনা নিয়ে আজ রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিং করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। ডিবির দক্ষিণ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিস্তারিত তুলে ধরবেন। গ্রেপ্তার ব্যক্তি কীভাবে এই হামলার সঙ্গে জড়িত, পরিচয় এবং ঘটনার পেছনের কারণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রেস ব্রিফিংয়ে তুলে ধরা হবে বলে জানানো হয়েছে।

সম্প্রতি রাজধানীর ফকিরাপুল এলাকায় একটি গোপন অভিযানে গেলে ডিবি সদস্যদের ওপর গুলি চালানো হয়। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়ে ওঠে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত