ফরিদপুর প্রতিনিধি

সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হুমায়ন কবিরের অপসারণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন সাংবাদিকেরা। একই সঙ্গে হাসপাতালটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও দুর্নীতি বন্ধের দাবি জানিয়েছেন তাঁরা।
আজ রোববার দুপুর ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তাঁরা মুজিব সড়কের ওপর বসে আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে নতুন কর্মসূচি ঘোষণা দেন নেতারা।
মানববন্ধনে বক্তব্যের সময় সাংবাদিক সেলিম মোল্যা পরিচালকের অপসারণের দাবি জানিয়ে বলেন, ফরিদপুর মেডিকেল হাসপাতাল দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এই দুর্নীতি প্রতিরোধ করতে সাংবাদিকেরা সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে পরিচালক তার দুর্নীতি ঢাকতে সাংবাদিকদের বাধা সৃষ্টি এবং নাজেহাল করেছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। কিন্তু এই পরিচালকের নেতৃত্বে ফরিদপুরের স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তারা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা বঞ্চিত করে দুর্নীতির মাধ্যমে নিজেদের স্বার্থ আদায় করছে। তারা জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে জনগণের সঙ্গে দুর্ব্যবহার করছে এবং দুর্নীতি করে কোটি কোটি টাকা লুটপাট করছে। এটা প্রতিরোধ করা দরকার।
এ সময় সাংবাদিক মফিজ ইমাম মিলন বলেন, ‘এটা শুধু আমাদের দাবি নয়, সমগ্র ফরিদপুরবাসীর দাবি। তারা আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। পরিচালকের ঔদ্ধত্যপূর্ণ আচরণে সকল শ্রেণির মানুষ অতিষ্ঠ। সেখানে মানুষ বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। সাংবাদিকেরা মেডিকেলের হয়রানি, দুর্নীতি বন্ধে বদ্ধ পরিকর। কিন্তু পরিচালকের ব্যক্তিগত আইনে সাংবাদিকদের বাধা সৃষ্টি করা হচ্ছে। অনতিবিলম্বে আমরা তার অপসারণ চাই।’
এ সময় সভাপতিত্বকালে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী পরিচালকের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, এই পরিচালক একজন দুর্নীতিবাজ, অদক্ষ এবং অযোগ্য। তিনি সেখানে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছেন। অন্তত দশজন সাংবাদিককে বাধা সৃষ্টি করা হয়েছে। সম্প্রতি ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরা পার্সনকে আটকিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘আজ আমাদের দাবির সঙ্গে ফরিদপুরের সর্বস্তরের মানুষ একাত্মতা ঘোষণা করেছেন। অবিলম্বে যদি এই দুর্নীতিবাজ পরিচালককে অপসারণ, দুর্নীতি সিন্ডিকেটের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় এবং জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ না করা হয় তাহলে আমরা কঠিন আন্দোলনের ডাক দেব।’
মানববন্ধনে ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব ইসলাম পিকুলের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, প্রেসক্লাবের সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, খন্দকার মাহফুজুল ইসলাম মিলন, নাজিম বকাউল, আশিষ পোদ্দার বিমান, সঞ্জিব দাস, আবিদুর রহমান নিপু প্রমুখ।
এর আগে গত ৭ জুলাই ৭২ ঘণ্টার মধ্যে পরিচালকের অপসারণের দাবিতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পাঠান সাংবাদিক নেতারা। কিন্তু বেধে দেওয়া সময় পার হলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় এই কর্মসূচির ঘোষণা দেন নেতারা।

সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হুমায়ন কবিরের অপসারণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন সাংবাদিকেরা। একই সঙ্গে হাসপাতালটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও দুর্নীতি বন্ধের দাবি জানিয়েছেন তাঁরা।
আজ রোববার দুপুর ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তাঁরা মুজিব সড়কের ওপর বসে আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে নতুন কর্মসূচি ঘোষণা দেন নেতারা।
মানববন্ধনে বক্তব্যের সময় সাংবাদিক সেলিম মোল্যা পরিচালকের অপসারণের দাবি জানিয়ে বলেন, ফরিদপুর মেডিকেল হাসপাতাল দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এই দুর্নীতি প্রতিরোধ করতে সাংবাদিকেরা সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে পরিচালক তার দুর্নীতি ঢাকতে সাংবাদিকদের বাধা সৃষ্টি এবং নাজেহাল করেছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। কিন্তু এই পরিচালকের নেতৃত্বে ফরিদপুরের স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তারা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা বঞ্চিত করে দুর্নীতির মাধ্যমে নিজেদের স্বার্থ আদায় করছে। তারা জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে জনগণের সঙ্গে দুর্ব্যবহার করছে এবং দুর্নীতি করে কোটি কোটি টাকা লুটপাট করছে। এটা প্রতিরোধ করা দরকার।
এ সময় সাংবাদিক মফিজ ইমাম মিলন বলেন, ‘এটা শুধু আমাদের দাবি নয়, সমগ্র ফরিদপুরবাসীর দাবি। তারা আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। পরিচালকের ঔদ্ধত্যপূর্ণ আচরণে সকল শ্রেণির মানুষ অতিষ্ঠ। সেখানে মানুষ বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। সাংবাদিকেরা মেডিকেলের হয়রানি, দুর্নীতি বন্ধে বদ্ধ পরিকর। কিন্তু পরিচালকের ব্যক্তিগত আইনে সাংবাদিকদের বাধা সৃষ্টি করা হচ্ছে। অনতিবিলম্বে আমরা তার অপসারণ চাই।’
এ সময় সভাপতিত্বকালে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী পরিচালকের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, এই পরিচালক একজন দুর্নীতিবাজ, অদক্ষ এবং অযোগ্য। তিনি সেখানে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছেন। অন্তত দশজন সাংবাদিককে বাধা সৃষ্টি করা হয়েছে। সম্প্রতি ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরা পার্সনকে আটকিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘আজ আমাদের দাবির সঙ্গে ফরিদপুরের সর্বস্তরের মানুষ একাত্মতা ঘোষণা করেছেন। অবিলম্বে যদি এই দুর্নীতিবাজ পরিচালককে অপসারণ, দুর্নীতি সিন্ডিকেটের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় এবং জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ না করা হয় তাহলে আমরা কঠিন আন্দোলনের ডাক দেব।’
মানববন্ধনে ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব ইসলাম পিকুলের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, প্রেসক্লাবের সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, খন্দকার মাহফুজুল ইসলাম মিলন, নাজিম বকাউল, আশিষ পোদ্দার বিমান, সঞ্জিব দাস, আবিদুর রহমান নিপু প্রমুখ।
এর আগে গত ৭ জুলাই ৭২ ঘণ্টার মধ্যে পরিচালকের অপসারণের দাবিতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পাঠান সাংবাদিক নেতারা। কিন্তু বেধে দেওয়া সময় পার হলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় এই কর্মসূচির ঘোষণা দেন নেতারা।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
৩৩ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে