
গাজীপুরের শ্রীপুরে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্তকে আটক করতে তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে।
গতকাল বুধবার রাতে বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামে এ হামলা চালানো হয়। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত মো. মোসলেম উদ্দিন (৬৫) ওই গ্রামের বাসিন্দা।
তৃতীয় শ্রেণিতে পড়া মেয়েটির এক স্বজন জানান, সে বুধবার নানাবাড়িতে গিয়েছিল। দুপুরে তাকে ধর্ষণের চেষ্টা করেন মোসলেম। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোক জড়ো হয়ে তাঁকে ধাওয়া দেয়। তিনি তাড়া খেয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে হাসপাতালে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কথা হলে মোসলেম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই সময় আমি বাড়িতে গরুকে গোসল করাচ্ছিলাম। হঠাৎ কয়েকজন যুবক এসে আমার ওপর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ তোলে। আমাকে প্রায় আট ঘণ্টা বাড়িতে অবরুদ্ধ করে রাখে। আমি ওই শিশুর সঙ্গে এমন কিছু করিনি। আমাকে চক্রান্ত করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।’
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইমা জানান, পুলিশ রাতে ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তাঁর রক্তের উচ্চ চাপ বেশি ছিল। উন্নত চিকিৎসার জন্য তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকতার আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় জরুরি পরিষেবা নম্বর ৯৯৯-এর ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। শত শত লোক অভিযুক্তকে বাড়িতে অবরুদ্ধ করে রাখে। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ বিষয়ে ভুক্তভোগী শিশুর স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে