শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্তকে আটক করতে তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে।
গতকাল বুধবার রাতে বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামে এ হামলা চালানো হয়। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত মো. মোসলেম উদ্দিন (৬৫) ওই গ্রামের বাসিন্দা।
তৃতীয় শ্রেণিতে পড়া মেয়েটির এক স্বজন জানান, সে বুধবার নানাবাড়িতে গিয়েছিল। দুপুরে তাকে ধর্ষণের চেষ্টা করেন মোসলেম। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোক জড়ো হয়ে তাঁকে ধাওয়া দেয়। তিনি তাড়া খেয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে হাসপাতালে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কথা হলে মোসলেম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই সময় আমি বাড়িতে গরুকে গোসল করাচ্ছিলাম। হঠাৎ কয়েকজন যুবক এসে আমার ওপর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ তোলে। আমাকে প্রায় আট ঘণ্টা বাড়িতে অবরুদ্ধ করে রাখে। আমি ওই শিশুর সঙ্গে এমন কিছু করিনি। আমাকে চক্রান্ত করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।’
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইমা জানান, পুলিশ রাতে ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তাঁর রক্তের উচ্চ চাপ বেশি ছিল। উন্নত চিকিৎসার জন্য তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকতার আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় জরুরি পরিষেবা নম্বর ৯৯৯-এর ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। শত শত লোক অভিযুক্তকে বাড়িতে অবরুদ্ধ করে রাখে। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ বিষয়ে ভুক্তভোগী শিশুর স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুরের শ্রীপুরে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্তকে আটক করতে তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে।
গতকাল বুধবার রাতে বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামে এ হামলা চালানো হয়। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত মো. মোসলেম উদ্দিন (৬৫) ওই গ্রামের বাসিন্দা।
তৃতীয় শ্রেণিতে পড়া মেয়েটির এক স্বজন জানান, সে বুধবার নানাবাড়িতে গিয়েছিল। দুপুরে তাকে ধর্ষণের চেষ্টা করেন মোসলেম। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোক জড়ো হয়ে তাঁকে ধাওয়া দেয়। তিনি তাড়া খেয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে হাসপাতালে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কথা হলে মোসলেম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই সময় আমি বাড়িতে গরুকে গোসল করাচ্ছিলাম। হঠাৎ কয়েকজন যুবক এসে আমার ওপর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ তোলে। আমাকে প্রায় আট ঘণ্টা বাড়িতে অবরুদ্ধ করে রাখে। আমি ওই শিশুর সঙ্গে এমন কিছু করিনি। আমাকে চক্রান্ত করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।’
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইমা জানান, পুলিশ রাতে ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তাঁর রক্তের উচ্চ চাপ বেশি ছিল। উন্নত চিকিৎসার জন্য তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকতার আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় জরুরি পরিষেবা নম্বর ৯৯৯-এর ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। শত শত লোক অভিযুক্তকে বাড়িতে অবরুদ্ধ করে রাখে। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ বিষয়ে ভুক্তভোগী শিশুর স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে এলাকাবাসীর আন্দোলন অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার সকালে সুন্দরবন গ্যাস কোম্পানির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা ভোলা শহরের সার্কিট হাউস রোডে অবস্থিত পেট্রোবাংলার ঠিকাদারি প্রতিষ্ঠানের সামনে এ কর্মসূচি পালন কর
১১ মিনিট আগেখুলনার ফুলতলায় দিনদুপুরে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার পিপরাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সুমন মোল্লা।
১৪ মিনিট আগেআজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দিতে আরও ছয় মাস পেয়েছে টাস্কফোর্স। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির বেঞ্চ এই আদেশ দেন।
২৫ মিনিট আগেবেলা পৌনে ১২টায় ঢাকা কলেজের একদল শিক্ষার্থী ধানমন্ডি ২ নম্বর সড়কের পাশে সিটি কলেজের সামনে অবস্থান নিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। অন্যদিকে সিটি কলেজের ভেতর থেকে কিছু শিক্ষার্থী ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ সড়ক থেকে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সরিয়ে সিটি কলেজের সামনে অবস্থান নিয়ে পরিস্থিতি...
২ ঘণ্টা আগে