নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ২৬ ডিসেম্বর থেকে চালু হতে যাওয়া বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমে ঢাকা শহরের গণপরিবহনে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার রাজধানীর শংকরে পদচারী সেতুর উদ্বোধন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ আশা প্রকাশ করেন।
ডিএসসিসি মেয়র বলেন, ‘আমাদের বাস রুট রেশেনালাইজেশন যে কার্যক্রম চলছে, তা আগামী ২৬ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উদ্বোধন করবেন। এই পরিপ্রেক্ষিতে, আমাদের যে যাত্রীছাউনি, অবকাঠামো উন্নয়ন এবং বাস-বে নির্মাণ করা হচ্ছে, আমরা সেগুলো পরিদর্শন করছি। আপনারা লক্ষ্য করেছেন, শংকরের এখানেই একটি যাত্রীছাউনি নির্মাণ করা হয়েছে। আমরা আশাবাদী যে, আগামী ২৬ ডিসেম্বর থেকে এই যাত্রাপথ সূচনার মাধ্যমে ঢাকা শহরের পুরো গণপরিবহনে একটি শৃঙ্খলা ফিরে আসা শুরু করবে।’
আগামী বছরের মধ্যে পুরো গ্রিন ক্লাস্টারে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম সম্পন্নের মাধ্যমে ঢাকাবাসীকে সুফল দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে মেয়র বলেন, ‘আমাদের যেসব অবকাঠামো উন্নয়ন প্রয়োজন ছিল, উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মিলে আমরা সে কাজগুলো সম্পন্ন করছি। আশা করি, আগামী ২০২২ সালের মধ্যেই এর পূর্ণ বাস্তবায়ন হলে ঢাকাবাসী এর যথাযথ সুফল পাবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, ‘আমি ঢাকাবাসীকে অনুরোধ করব, পদচারী সেতুসহ যেসব অবকাঠামো নির্মাণ করি, রাস্তা পারাপারে সেগুলো যেন তাঁরা ব্যবহার করেন। সব চৌরাস্তা নিয়ে যানচলাচল ব্যবস্থাপনাকে আধুনিক ও স্বয়ংক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। পথচারী পারাপারের সুনির্দিষ্ট যে জেব্রা ক্রসিং, সেগুলোও আমরা নতুন করে করে দিচ্ছি।’
এ সময় অন্যদের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক উপস্থিত ছিলেন।

আগামী ২৬ ডিসেম্বর থেকে চালু হতে যাওয়া বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমে ঢাকা শহরের গণপরিবহনে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার রাজধানীর শংকরে পদচারী সেতুর উদ্বোধন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ আশা প্রকাশ করেন।
ডিএসসিসি মেয়র বলেন, ‘আমাদের বাস রুট রেশেনালাইজেশন যে কার্যক্রম চলছে, তা আগামী ২৬ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উদ্বোধন করবেন। এই পরিপ্রেক্ষিতে, আমাদের যে যাত্রীছাউনি, অবকাঠামো উন্নয়ন এবং বাস-বে নির্মাণ করা হচ্ছে, আমরা সেগুলো পরিদর্শন করছি। আপনারা লক্ষ্য করেছেন, শংকরের এখানেই একটি যাত্রীছাউনি নির্মাণ করা হয়েছে। আমরা আশাবাদী যে, আগামী ২৬ ডিসেম্বর থেকে এই যাত্রাপথ সূচনার মাধ্যমে ঢাকা শহরের পুরো গণপরিবহনে একটি শৃঙ্খলা ফিরে আসা শুরু করবে।’
আগামী বছরের মধ্যে পুরো গ্রিন ক্লাস্টারে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম সম্পন্নের মাধ্যমে ঢাকাবাসীকে সুফল দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে মেয়র বলেন, ‘আমাদের যেসব অবকাঠামো উন্নয়ন প্রয়োজন ছিল, উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মিলে আমরা সে কাজগুলো সম্পন্ন করছি। আশা করি, আগামী ২০২২ সালের মধ্যেই এর পূর্ণ বাস্তবায়ন হলে ঢাকাবাসী এর যথাযথ সুফল পাবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, ‘আমি ঢাকাবাসীকে অনুরোধ করব, পদচারী সেতুসহ যেসব অবকাঠামো নির্মাণ করি, রাস্তা পারাপারে সেগুলো যেন তাঁরা ব্যবহার করেন। সব চৌরাস্তা নিয়ে যানচলাচল ব্যবস্থাপনাকে আধুনিক ও স্বয়ংক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। পথচারী পারাপারের সুনির্দিষ্ট যে জেব্রা ক্রসিং, সেগুলোও আমরা নতুন করে করে দিচ্ছি।’
এ সময় অন্যদের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক উপস্থিত ছিলেন।

মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৩ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
২ ঘণ্টা আগে