নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন নির্বাচন কমিশন গঠনে মতামত নিতে দেশের বিভিন্ন শ্রেণিপেশার ৬০ বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানিয়েছে সার্চ কমিটি। সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দেওয়া মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠির পাশাপাশি ফোন করে তাঁদের সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। ২০ জন করে বিশিষ্টজনের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি। আগামী শনিবার দুটি ও রোববার একটি বৈঠক হবে।
‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুসারে নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত ৫ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে। কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।
কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। নবগঠিত সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে।
গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সার্চ কমিটির দ্বিতীয় বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, শনিবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এবং দুপুর ১টা থেকে সোয়া ২টা পর্যন্ত দুটি বৈঠক হবে। রোববার বিকেল ৪টা থেকে একই বৈঠক হবে। এটা হবে দেশের বিশিষ্ট নাগরিক, পেশাজীবীসহ গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে। আমন্ত্রিত ব্যক্তিদের সংখ্যা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সেটা ৬০ জনের মতো হবে।
একটি সূত্র জানায়, আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, মনসুরুল হক চৌধুরী, রোকন উদ্দিন মাহমুদ, এএফ হাসান আরিফ, এ জে মোহাম্মদ আলী, ফিদা এম কামাল, এম কে রহমান এবং শাহদীন মালিককে বৈঠকে ডেকেছে সার্চ কমিটি।
সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. গোলাম রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, সাংবাদিক আবেদ খান ও মোজাম্মেল বাবু এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনও আমন্ত্রণ পেয়েছেন।
অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক জাফর ইকবাল, অধ্যাপক মুনতাসির মামুন, অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক আসিফ নজরুলকে আমন্ত্রণ জানিয়েছে সার্চ কমিটি।
এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, হামিম গ্রুপের মালিক এ কে আজাদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ, সাবেক ইসি আব্দুল মোবারক, সাখাওয়াত হোসেন; কবি মহাদেব সাহা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খান, ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম, খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাককে সার্চ কমিটির সভায় আমন্ত্রণ জানানো হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানিয়েছে।

নতুন নির্বাচন কমিশন গঠনে মতামত নিতে দেশের বিভিন্ন শ্রেণিপেশার ৬০ বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানিয়েছে সার্চ কমিটি। সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দেওয়া মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠির পাশাপাশি ফোন করে তাঁদের সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। ২০ জন করে বিশিষ্টজনের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি। আগামী শনিবার দুটি ও রোববার একটি বৈঠক হবে।
‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুসারে নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত ৫ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে। কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।
কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। নবগঠিত সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে।
গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সার্চ কমিটির দ্বিতীয় বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, শনিবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এবং দুপুর ১টা থেকে সোয়া ২টা পর্যন্ত দুটি বৈঠক হবে। রোববার বিকেল ৪টা থেকে একই বৈঠক হবে। এটা হবে দেশের বিশিষ্ট নাগরিক, পেশাজীবীসহ গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে। আমন্ত্রিত ব্যক্তিদের সংখ্যা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সেটা ৬০ জনের মতো হবে।
একটি সূত্র জানায়, আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, মনসুরুল হক চৌধুরী, রোকন উদ্দিন মাহমুদ, এএফ হাসান আরিফ, এ জে মোহাম্মদ আলী, ফিদা এম কামাল, এম কে রহমান এবং শাহদীন মালিককে বৈঠকে ডেকেছে সার্চ কমিটি।
সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. গোলাম রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, সাংবাদিক আবেদ খান ও মোজাম্মেল বাবু এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনও আমন্ত্রণ পেয়েছেন।
অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক জাফর ইকবাল, অধ্যাপক মুনতাসির মামুন, অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক আসিফ নজরুলকে আমন্ত্রণ জানিয়েছে সার্চ কমিটি।
এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, হামিম গ্রুপের মালিক এ কে আজাদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ, সাবেক ইসি আব্দুল মোবারক, সাখাওয়াত হোসেন; কবি মহাদেব সাহা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খান, ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম, খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাককে সার্চ কমিটির সভায় আমন্ত্রণ জানানো হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানিয়েছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে