আজকের পত্রিকা ডেস্ক

আবাসনসংকট নিরসনের দাবি নিয়ে আগামী ১৪ জানুয়ারি (মঙ্গলবার) ‘ভিসির বাংলোয় ঠাঁই চাই’ কর্মসূচি পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল নারী শিক্ষার্থী। আজ রোববার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তাঁরা।
এর আগে একই দাবি নিয়ে ৬ জানুয়ারি বিশ্ববিদালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের বাসভবনের সামনে ‘প্রতীকী অনশন’ কর্মসূচি পালন করা হয়। সে সময় ৯ জানুয়ারিতে প্রশাসনের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হলে অনশন শেষ করেন তাঁরা। এদিকে আজ ‘ভিসির বাংলোয় ঠাঁই চাই’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসরাত জাহান ইমু। ইমু বলেন, ‘বিগত ২৯ ডিসেম্বর থেকে চলমান আন্দোলন থেকে আমাদের প্রাপ্তি রয়েছে। তবে ভবন ভাড়া করে ছাত্রীদের জন্য অস্থায়ী আবাসন হিসেবে হোস্টেল চালু করা, গণরুম বিলুপ্ত করা, নতুন হল মূল ক্যাম্পাসেই হবে এরূপ কোনো নিশ্চয়তা না দেওয়া; আর্থিক সাহায্য কয়জনকে, কত টাকা করে এবং কবে থেকে সবাইকে দেওয়া হবে কোনো সংখ্যা না জানানো; শতভাগ আবাসিকীকরণের কোনো সদিচ্ছা ব্যক্ত না করা এবং এক খাটে এক সিট ভিত্তিতে ডাবলিং প্রথা বন্ধ করার কোনো পরিকল্পনার কথা না জানানোর কারণে আমরা নতুন কর্মসূচির দিকে যাচ্ছি।’
ইসরাত জাহান ইমু আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা শিক্ষার্থীদের আবাসনব্যবস্থা নিয়ে আন্দোলন করছি। বারবার প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেছি। দাবি উপস্থাপন এবং আলোচনার সব উপায় আমরা অবলম্বন করেছি। এত কিছুর পরেও গত বৃহস্পতিবার প্রশাসনের সঙ্গে আলোচনায় আমাদের কাছে স্পষ্ট হয়েছে আমাদের অমীমাংসিত দাবিগুলোর বিষয়ে প্রশাসন তো আন্তরিক না। এমন ঘটনায় আমরা ধরে নিতে পারি প্রশাসন চায় না, আলোচনার মাধ্যমে কোনো সমাধান হোক। ফলে, ছাত্রীদের আবাস সংকট সমাধানে আন্দোলন ব্যতীত অন্য কোনো পথ আমাদের সামনে খোলা নেই।’
ইমু বলেন, ‘এমতাবস্থায় আমাদের দাবি না মানা অবধি মাননীয় উপাচার্য মহোদয়ের বাসভবনে নারী শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করার দাবিতে আগামী ১৪ জানুয়ারি সকাল ১০টায় ভিসির বাংলোয় ঠাঁই চাই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আমাদের দাবি আদায় না হওয়া অবধি নারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনেই অবস্থান করবে।’
সংবাদ সম্মেলনে ঢাবির পাঁচটি হলের বিভিন্ন বিভাগের নারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আবাসনসংকট নিরসনের দাবি নিয়ে আগামী ১৪ জানুয়ারি (মঙ্গলবার) ‘ভিসির বাংলোয় ঠাঁই চাই’ কর্মসূচি পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল নারী শিক্ষার্থী। আজ রোববার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তাঁরা।
এর আগে একই দাবি নিয়ে ৬ জানুয়ারি বিশ্ববিদালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের বাসভবনের সামনে ‘প্রতীকী অনশন’ কর্মসূচি পালন করা হয়। সে সময় ৯ জানুয়ারিতে প্রশাসনের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হলে অনশন শেষ করেন তাঁরা। এদিকে আজ ‘ভিসির বাংলোয় ঠাঁই চাই’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসরাত জাহান ইমু। ইমু বলেন, ‘বিগত ২৯ ডিসেম্বর থেকে চলমান আন্দোলন থেকে আমাদের প্রাপ্তি রয়েছে। তবে ভবন ভাড়া করে ছাত্রীদের জন্য অস্থায়ী আবাসন হিসেবে হোস্টেল চালু করা, গণরুম বিলুপ্ত করা, নতুন হল মূল ক্যাম্পাসেই হবে এরূপ কোনো নিশ্চয়তা না দেওয়া; আর্থিক সাহায্য কয়জনকে, কত টাকা করে এবং কবে থেকে সবাইকে দেওয়া হবে কোনো সংখ্যা না জানানো; শতভাগ আবাসিকীকরণের কোনো সদিচ্ছা ব্যক্ত না করা এবং এক খাটে এক সিট ভিত্তিতে ডাবলিং প্রথা বন্ধ করার কোনো পরিকল্পনার কথা না জানানোর কারণে আমরা নতুন কর্মসূচির দিকে যাচ্ছি।’
ইসরাত জাহান ইমু আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা শিক্ষার্থীদের আবাসনব্যবস্থা নিয়ে আন্দোলন করছি। বারবার প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেছি। দাবি উপস্থাপন এবং আলোচনার সব উপায় আমরা অবলম্বন করেছি। এত কিছুর পরেও গত বৃহস্পতিবার প্রশাসনের সঙ্গে আলোচনায় আমাদের কাছে স্পষ্ট হয়েছে আমাদের অমীমাংসিত দাবিগুলোর বিষয়ে প্রশাসন তো আন্তরিক না। এমন ঘটনায় আমরা ধরে নিতে পারি প্রশাসন চায় না, আলোচনার মাধ্যমে কোনো সমাধান হোক। ফলে, ছাত্রীদের আবাস সংকট সমাধানে আন্দোলন ব্যতীত অন্য কোনো পথ আমাদের সামনে খোলা নেই।’
ইমু বলেন, ‘এমতাবস্থায় আমাদের দাবি না মানা অবধি মাননীয় উপাচার্য মহোদয়ের বাসভবনে নারী শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করার দাবিতে আগামী ১৪ জানুয়ারি সকাল ১০টায় ভিসির বাংলোয় ঠাঁই চাই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আমাদের দাবি আদায় না হওয়া অবধি নারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনেই অবস্থান করবে।’
সংবাদ সম্মেলনে ঢাবির পাঁচটি হলের বিভিন্ন বিভাগের নারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
৩৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
৪৪ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
৩ ঘণ্টা আগে