প্রতিনিধি, ঢাবি

রাজনৈতিক নেতা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে সংখ্যালঘুদের ওপর হামলা করা হচ্ছে। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এ মন্তব্য করেছেন। আজ বিকেলে রাজধানীর শাহবাগে এক মানববন্ধন নেতারা এ বক্তব্য দেন।
খুলনার রূপসার শিয়ালি সুনামগঞ্জের শাল্লা, দিনাজপুরের চিরিরবন্দর, কুমিল্লার মুরাদনগর, পটুয়াখালীর কলাপাড়া, মৌলভীবাজারের কুলাউড়া, ঢাকার সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্ৰ বৰ্মন অপহরণ ও হত্যাসহ দেশের নানাস্থানে সাম্প্রদায়িক উসকানি এবং ধর্মীয় প্রতিগত সংখ্যালঘুদের বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠান-উপাসনালয়ে অব্যাহত হামলা, ভাঙচুর, লুটপাট ভূমি জবরদখল প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এ কথা বলেন সংগঠনগুলোর নেতৃবৃন্দ।
আজ (বুধবার) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শাহবাগ থেকে রাজু ভাস্কর্য হয়ে টিএসসি গিয়ে শেষ হয়।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) নিম চন্দ্র ভৌমিক বলেন, সংখ্যালঘুদের ওপর এসব হামলার পেছনে আছে সাম্প্রদায়িক শক্তি। তারা এসব হামলার মাধ্যমে তাদের শক্তির জানান দিতে চায়। এটা অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য হুমকি।
নিম চন্দ্র ভৌমিক বলেন, এসব হামলা রুখতে প্রশাসনের ব্যর্থতা বারবার প্রমাণিত হচ্ছে। হামলা রুখতে সব অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তিকে এক হতে হবে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত বলেন, সাম্প্রদায়িক শক্তি সংখ্যালঘুদের ওপর হামলা করে যায় কিন্তু তাঁর কোন বিচার করা হয় না। রাজনৈতিক নেতা ও প্রশাসনের ভূমিকার প্রশ্ন তোলেন তিনি। তিনি আরও বলেন, সংখ্যালঘুদের ওপর হামলার বিচার না করার কারণে সেগুলো জিইয়ে রাখা হচ্ছে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি বলেন, দেশের সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের ওপর সাম্প্রতিক হামলা শুভ লক্ষণ নয়। হামলায় জড়িত ব্যক্তিদের রাষ্ট্রকেই মোকাবিলা করতে হবে। কারণ, তাঁরা রাষ্ট্রবিরোধী।
এ ছাড়া সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলায় প্রধান অভিযুক্ত স্বাধীন মেম্বারসহ অন্যান্য আসামিরা জামিনে ছাড়া পেলেও নির্দোষ ঝুমন দাস আপন একাধিকবার আদালতে জামিনের আবেদন করলেও অদৃশ্য কারণে এখনো জামিন না পাওয়ায় নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার জন্য সরকারের নিকট জোর দাবি জানান নেতারা।
এ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন শ্রী কাজল দেবনাথ, শ্রী তে. এল ভৌমিক, শ্রী মণীন্দ্র কুমার নাথ, অ্যাড. তাপস কুমার পাল, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, অ্যাড কিশোর রঞ্জন মণ্ডল, শ্রী শুভাশীষ বিশ্বাস সাধন প্রমুখ।

রাজনৈতিক নেতা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে সংখ্যালঘুদের ওপর হামলা করা হচ্ছে। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এ মন্তব্য করেছেন। আজ বিকেলে রাজধানীর শাহবাগে এক মানববন্ধন নেতারা এ বক্তব্য দেন।
খুলনার রূপসার শিয়ালি সুনামগঞ্জের শাল্লা, দিনাজপুরের চিরিরবন্দর, কুমিল্লার মুরাদনগর, পটুয়াখালীর কলাপাড়া, মৌলভীবাজারের কুলাউড়া, ঢাকার সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্ৰ বৰ্মন অপহরণ ও হত্যাসহ দেশের নানাস্থানে সাম্প্রদায়িক উসকানি এবং ধর্মীয় প্রতিগত সংখ্যালঘুদের বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠান-উপাসনালয়ে অব্যাহত হামলা, ভাঙচুর, লুটপাট ভূমি জবরদখল প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এ কথা বলেন সংগঠনগুলোর নেতৃবৃন্দ।
আজ (বুধবার) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শাহবাগ থেকে রাজু ভাস্কর্য হয়ে টিএসসি গিয়ে শেষ হয়।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) নিম চন্দ্র ভৌমিক বলেন, সংখ্যালঘুদের ওপর এসব হামলার পেছনে আছে সাম্প্রদায়িক শক্তি। তারা এসব হামলার মাধ্যমে তাদের শক্তির জানান দিতে চায়। এটা অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য হুমকি।
নিম চন্দ্র ভৌমিক বলেন, এসব হামলা রুখতে প্রশাসনের ব্যর্থতা বারবার প্রমাণিত হচ্ছে। হামলা রুখতে সব অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তিকে এক হতে হবে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত বলেন, সাম্প্রদায়িক শক্তি সংখ্যালঘুদের ওপর হামলা করে যায় কিন্তু তাঁর কোন বিচার করা হয় না। রাজনৈতিক নেতা ও প্রশাসনের ভূমিকার প্রশ্ন তোলেন তিনি। তিনি আরও বলেন, সংখ্যালঘুদের ওপর হামলার বিচার না করার কারণে সেগুলো জিইয়ে রাখা হচ্ছে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি বলেন, দেশের সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের ওপর সাম্প্রতিক হামলা শুভ লক্ষণ নয়। হামলায় জড়িত ব্যক্তিদের রাষ্ট্রকেই মোকাবিলা করতে হবে। কারণ, তাঁরা রাষ্ট্রবিরোধী।
এ ছাড়া সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলায় প্রধান অভিযুক্ত স্বাধীন মেম্বারসহ অন্যান্য আসামিরা জামিনে ছাড়া পেলেও নির্দোষ ঝুমন দাস আপন একাধিকবার আদালতে জামিনের আবেদন করলেও অদৃশ্য কারণে এখনো জামিন না পাওয়ায় নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার জন্য সরকারের নিকট জোর দাবি জানান নেতারা।
এ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন শ্রী কাজল দেবনাথ, শ্রী তে. এল ভৌমিক, শ্রী মণীন্দ্র কুমার নাথ, অ্যাড. তাপস কুমার পাল, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, অ্যাড কিশোর রঞ্জন মণ্ডল, শ্রী শুভাশীষ বিশ্বাস সাধন প্রমুখ।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে