পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৃথক দুই মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আসাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে হোসেনপুর সেতু এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আসাদুল ইসলাম উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের মাইজহাটি গ্রামের আবদুল মান্নানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আসাদুল ইসলাম (৩০) একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। গত ১২ জুন তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সংক্রান্ত পৃথক দুটি মামলায় সাজা দেয় আদালত। একটি মামলায় এক বছরের কারাদণ্ড ও সাত লাখ ৭০ হাজার টাকা জরিমানা এবং অপর একটি মামলায় ছয় মাসের কারাদণ্ড ও নয় লাখ টাকা জরিমানা করা হয়।
সাজা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হোসেনপুর সেতু সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
এ ছাড়া একই দিন রাতে প্রায় ১১ বছর আগে মাদক মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া হুমায়ুন কবীর (৪০) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়। উপজেলার চরপাড়াতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের খুরশেদ আলমের ছেলে। তাঁর বিরুদ্ধে ঢাকার তেজগাঁও থানায় মাদক আইনে মামলা রয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে আদালত।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, ‘গ্রেপ্তার হওয়া দুজনের মধ্যে একজন আলাদা দুটি মামলায় সাজাপ্রাপ্ত। অপর একজনের বিরুদ্ধে ১১ বছর আগে পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।’

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৃথক দুই মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আসাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে হোসেনপুর সেতু এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আসাদুল ইসলাম উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের মাইজহাটি গ্রামের আবদুল মান্নানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আসাদুল ইসলাম (৩০) একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। গত ১২ জুন তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সংক্রান্ত পৃথক দুটি মামলায় সাজা দেয় আদালত। একটি মামলায় এক বছরের কারাদণ্ড ও সাত লাখ ৭০ হাজার টাকা জরিমানা এবং অপর একটি মামলায় ছয় মাসের কারাদণ্ড ও নয় লাখ টাকা জরিমানা করা হয়।
সাজা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হোসেনপুর সেতু সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
এ ছাড়া একই দিন রাতে প্রায় ১১ বছর আগে মাদক মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া হুমায়ুন কবীর (৪০) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়। উপজেলার চরপাড়াতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের খুরশেদ আলমের ছেলে। তাঁর বিরুদ্ধে ঢাকার তেজগাঁও থানায় মাদক আইনে মামলা রয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে আদালত।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, ‘গ্রেপ্তার হওয়া দুজনের মধ্যে একজন আলাদা দুটি মামলায় সাজাপ্রাপ্ত। অপর একজনের বিরুদ্ধে ১১ বছর আগে পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।’

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
৩০ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে