নিজস্ব প্রতিবেদক

ভাড়া নৈরাজ্য বন্ধ ও ঈদের ছুটিতে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত গণসমাবেশ থেকে এ দাবি জানায় দলটি।
গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলমের সভাপতিত্বে গণসমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির (এসডিপি) আহ্বায়ক আবুল কালাম আজাদ, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিবি) মহাসচিব হারুনুর রশিদ খানসহ অন্যান্য নেতা–কর্মীরা।
সভাপতির বক্তব্যে কমরেড সামছুল আলম বলেন, আসন্ন ঈদে দূরপাল্লার পরিবহনে ক্ষমতাসীন দলের নেতাদের চাঁদাবাজি বন্ধ করার জন্য পুলিশকে কার্যকর ভূমিকা রাখতে হবে। এর বাইরে অনেক যাত্রী রাস্তায় ছিনতাইয়ের শিকার হয়, এসব গণছিনতাই বন্ধ করার দায়িত্বও পুলিশের।
তিনি বলেন, সচরাচর যেসব রাস্তায় যানজট তৈরি হয় সে রাস্তাগুলো এখন খোঁড়াখুঁড়ি করার কোনো মানে হয় না। ঈদের অন্তত ৫ দিন আগ থেকে এসব রাস্তার কাজ বন্ধ রাখতে হবে।
কমরেড হারুন চৌধুরী বলেন, সারা দেশের শহর এলাকাগুলো থেকে ঈদ যাত্রীরা যাতে করে নিরাপদে গ্রামে ফিরতে পারে তার ব্যবস্থা সরকারকে করতে হবে। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম শহর থেকে শ্রমজীবী মানুষ যেন কোনো প্রকার হয়রানি ছাড়া বাড়ি ফিরতে পারে সে ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, প্রয়োজনে সরকারের পরিবহন পুলে সকল বাস ঈদযাত্রায় মানুষের জন্য বরাদ্দ করতে হবে। ঢাকা ও চট্টগ্রাম থেকে সকল লোকাল রোডের ট্রেন বাতিল করে আন্তনগর ট্রেন হিসেবে সব ট্রেনকে পরিচালনার ব্যবস্থা করতে হবে।

ভাড়া নৈরাজ্য বন্ধ ও ঈদের ছুটিতে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত গণসমাবেশ থেকে এ দাবি জানায় দলটি।
গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলমের সভাপতিত্বে গণসমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির (এসডিপি) আহ্বায়ক আবুল কালাম আজাদ, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিবি) মহাসচিব হারুনুর রশিদ খানসহ অন্যান্য নেতা–কর্মীরা।
সভাপতির বক্তব্যে কমরেড সামছুল আলম বলেন, আসন্ন ঈদে দূরপাল্লার পরিবহনে ক্ষমতাসীন দলের নেতাদের চাঁদাবাজি বন্ধ করার জন্য পুলিশকে কার্যকর ভূমিকা রাখতে হবে। এর বাইরে অনেক যাত্রী রাস্তায় ছিনতাইয়ের শিকার হয়, এসব গণছিনতাই বন্ধ করার দায়িত্বও পুলিশের।
তিনি বলেন, সচরাচর যেসব রাস্তায় যানজট তৈরি হয় সে রাস্তাগুলো এখন খোঁড়াখুঁড়ি করার কোনো মানে হয় না। ঈদের অন্তত ৫ দিন আগ থেকে এসব রাস্তার কাজ বন্ধ রাখতে হবে।
কমরেড হারুন চৌধুরী বলেন, সারা দেশের শহর এলাকাগুলো থেকে ঈদ যাত্রীরা যাতে করে নিরাপদে গ্রামে ফিরতে পারে তার ব্যবস্থা সরকারকে করতে হবে। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম শহর থেকে শ্রমজীবী মানুষ যেন কোনো প্রকার হয়রানি ছাড়া বাড়ি ফিরতে পারে সে ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, প্রয়োজনে সরকারের পরিবহন পুলে সকল বাস ঈদযাত্রায় মানুষের জন্য বরাদ্দ করতে হবে। ঢাকা ও চট্টগ্রাম থেকে সকল লোকাল রোডের ট্রেন বাতিল করে আন্তনগর ট্রেন হিসেবে সব ট্রেনকে পরিচালনার ব্যবস্থা করতে হবে।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৪ ঘণ্টা আগে