নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সুন্দর আলী। রাতে ভোট গণনা শেষে ফল প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা রবিউল ইসলাম।
নির্বাচনে সুন্দর আলী পেয়েছেন ৯ হাজার ৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৮৯০ ভোট। এ ছাড়া নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মেহের আলী ১ হাজার ৩৩৯ ভোট এবং মোবাইল প্রতীকে মামুন অর রশিদ ২ হাজার ১০৭ লাভ করেন।
সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম মেশিনে ভোট গ্রহণ করা হয়। ২৪ হাজার ৪৫৬ জন ভোটারের মধ্যে ১৮ হাজার ৩৩৮ টি বৈধ ভোট পরে। এছাড়া বাতিল হয়েছে ৪৪ টি ভোট।
বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং অফিসার আব্দুল কাদির আজকের পত্রিকাকে বলেন, নির্বাচনে ৬১ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
নির্বাচনে ভোট গ্রহণ সমাপ্ত হওয়ার পরেই আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেন মামুন অর রশিদ এবং হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম। মামুন বলেন, শুরু থেকেই নৌকার লোকজন কেন্দ্রগুলোয় প্রভাব বিস্তার করছিল। তাদের যেভাবে খুশী সেভাবেই ভোট দিতে বাধ্য করছিল ভোটারদের। অন্যান্য পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে চুপ করে রাখে। প্রশাসনের সামনে দিয়েই এসব হয়েছে। মৌখিক অভিযোগ করলেও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি।
একই বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রশাসন এখানে নিরপেক্ষ ছিলো না বলেই মনে করি। ভোট শেষ হওয়ার এক ঘন্টা আগে আমার বাবা কেন্দ্রে ঢুকতে চাইলে তাকে ঢুকতে দেওয়া হয়নি অথচ একটু পরে ঠিকই নৌকার প্রার্থী কেন্দ্রে ঢুকেছে। এমন নানান ভাবে প্রশাসন আমাদের অসহযোগীতা করেছে।’

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সুন্দর আলী। রাতে ভোট গণনা শেষে ফল প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা রবিউল ইসলাম।
নির্বাচনে সুন্দর আলী পেয়েছেন ৯ হাজার ৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৮৯০ ভোট। এ ছাড়া নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মেহের আলী ১ হাজার ৩৩৯ ভোট এবং মোবাইল প্রতীকে মামুন অর রশিদ ২ হাজার ১০৭ লাভ করেন।
সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম মেশিনে ভোট গ্রহণ করা হয়। ২৪ হাজার ৪৫৬ জন ভোটারের মধ্যে ১৮ হাজার ৩৩৮ টি বৈধ ভোট পরে। এছাড়া বাতিল হয়েছে ৪৪ টি ভোট।
বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং অফিসার আব্দুল কাদির আজকের পত্রিকাকে বলেন, নির্বাচনে ৬১ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
নির্বাচনে ভোট গ্রহণ সমাপ্ত হওয়ার পরেই আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেন মামুন অর রশিদ এবং হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম। মামুন বলেন, শুরু থেকেই নৌকার লোকজন কেন্দ্রগুলোয় প্রভাব বিস্তার করছিল। তাদের যেভাবে খুশী সেভাবেই ভোট দিতে বাধ্য করছিল ভোটারদের। অন্যান্য পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে চুপ করে রাখে। প্রশাসনের সামনে দিয়েই এসব হয়েছে। মৌখিক অভিযোগ করলেও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি।
একই বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রশাসন এখানে নিরপেক্ষ ছিলো না বলেই মনে করি। ভোট শেষ হওয়ার এক ঘন্টা আগে আমার বাবা কেন্দ্রে ঢুকতে চাইলে তাকে ঢুকতে দেওয়া হয়নি অথচ একটু পরে ঠিকই নৌকার প্রার্থী কেন্দ্রে ঢুকেছে। এমন নানান ভাবে প্রশাসন আমাদের অসহযোগীতা করেছে।’

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
২৮ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে