Ajker Patrika

গাজীপুরে শ্রমিকদের সংঘর্ষের জেরে ৭৫ জন ছাঁটাই, মামলা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে শ্রমিকদের সংঘর্ষের জেরে ৭৫ জন ছাঁটাই, মামলা
গাজীপুর ম্যাপ/ gazipur map

গাজীপুরের টঙ্গীতে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৭৫ জনকে ছাঁটাই ও মামলা করেছে কারখানা কর্তৃপক্ষ। এ মামলায় পুলিশ আজ বুধবার সাত শ্রমিককে গ্রেপ্তার করেছে।

যমুনা অ্যাপারেলস লিমিটেড নামের কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা সোলায়মান কবির বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানায় মামলাটি করেন। এতে ২৪ শ্রমিকের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৮৯ জনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া শ্রমিকেরা হলেন শাকিল, শাকিব খান, আরিফুল ইসলাম হাকিম, আশরাফুল ইসলাম, মনির হোসেন, সুমন মিয়া ও জয় মিয়া।

কারখানায় উচ্ছৃঙ্খলতার অভিযোগে ২২ এপ্রিল ১১৬ শ্রমিককে ছাঁটাই করে কর্তৃপক্ষ। এরপর টানা দুই দিন প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। পরে ছাঁটাই করা শ্রমিকদের পুনরায় কাজে ফেরাতে অন্য শ্রমিকেরা ২৬ এপ্রিল বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। পরদিন সকালে প্রায় ১ হাজার ৮০০ শ্রমিক কাজে যোগ দিতে এসে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান।

এরই মধ্যে শ্রমিকেরা দুটি পক্ষে বিভক্ত হয়ে পড়েন। তাঁদের মধ্যে গতকাল সকালে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ শ্রমিক আহত হন। এর জেরে আজ কারখানা কর্তৃপক্ষ আরও ৭৫ জনকে ছাঁটাইয়ের নোটিশ ফটকে ঝুলিয়ে দেয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, কারখানা কর্তৃপক্ষ থানায় মামলা করেছে। সাতজনকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত