আজকের পত্রিকা ডেস্ক

স্কুলশিক্ষক থেকে সংসদ সদস্য হয়েছিলেন জান্নাত আরা হেনরী। সিরাজগঞ্জ-২ আসনের আওয়ামী লীগদলীয় সাবেক এই এমপি ও তাঁর স্বামী শামীম তালুকদারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁদের বিরুদ্ধে প্রায় ৭৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৪ হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে ৬ কোটি ২৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। গতকাল সোমবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলাগুলোর বিষয়ে গণমাধ্যমকে জানান।
হেনরীদের বিরুদ্ধে করা মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, জান্নাত আরা হেনরী ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৫৭ কোটি ১৩ লাখ ৭ হাজার ২২৩ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তাঁর স্বামীর অবৈধ সম্পদের পরিমাণ ২০ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ২১৫ টাকা।
দুদক জানায়, হেনরী অবৈধভাবে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে ৩৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২ হাজার ২ কোটি ৬৬ লাখ ৫৭৭ টাকা এবং ১ হাজার ৫৫৩ কোটি ৬০ লাখ ৫ হাজার ৫২০ টাকা (১৩ কোটি ৭৮ লাখ ৪৬ মার্কিন ডলার) সন্দেহজনক লেনদেন করেছেন।
অন্য মামলার এজাহারে বলা হয়, শামীম তালুকদার (লাবু) তাঁর স্ত্রী হেনরীর অপরাধলব্ধ অর্থ দিয়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন। তাঁর ১৪টি ব্যাংক হিসাবে ৩০৬ কোটি ৬৭ লাখ ৬৯ হাজার ৮৬০ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।
দুদক বলেছে, এই দম্পতির বিরুদ্ধে ৪৯টি ব্যাংক হিসাবে ৩ হাজার ৯৬২ কোটি ৯৪ লাখ ৪১ হাজার ৯৫৭ টাকার অবৈধ লেনদেন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ নভেম্বর হেনরী, তাঁর স্বামী ও মেয়ে মুনতাহা রিদায়ী লামের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত। ১ অক্টোবর মৌলভীবাজার থেকে স্বামীসহ গ্রেপ্তার হন হেনরী।
কামরুলের বিরুদ্ধে মামলা: ঢাকা-২ আসনের সাবেক এমপি ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে ৬ কোটি ২৯ লাখ ১৯ হাজার ১৯৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গতকাল দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলা করা হয়। এ ছাড়া তাঁর স্ত্রী বেগম তায়েবা ইসলাম, ছেলে ডা. তানজীর ইসলাম ও মেয়ে সেগুপ্তা ইসলামের বিরুদ্ধে পৃথক তিনটি সম্পদ বিবরণী দাখিল করতে বলেছে দুদক।

স্কুলশিক্ষক থেকে সংসদ সদস্য হয়েছিলেন জান্নাত আরা হেনরী। সিরাজগঞ্জ-২ আসনের আওয়ামী লীগদলীয় সাবেক এই এমপি ও তাঁর স্বামী শামীম তালুকদারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁদের বিরুদ্ধে প্রায় ৭৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৪ হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে ৬ কোটি ২৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। গতকাল সোমবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলাগুলোর বিষয়ে গণমাধ্যমকে জানান।
হেনরীদের বিরুদ্ধে করা মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, জান্নাত আরা হেনরী ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৫৭ কোটি ১৩ লাখ ৭ হাজার ২২৩ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তাঁর স্বামীর অবৈধ সম্পদের পরিমাণ ২০ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ২১৫ টাকা।
দুদক জানায়, হেনরী অবৈধভাবে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে ৩৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২ হাজার ২ কোটি ৬৬ লাখ ৫৭৭ টাকা এবং ১ হাজার ৫৫৩ কোটি ৬০ লাখ ৫ হাজার ৫২০ টাকা (১৩ কোটি ৭৮ লাখ ৪৬ মার্কিন ডলার) সন্দেহজনক লেনদেন করেছেন।
অন্য মামলার এজাহারে বলা হয়, শামীম তালুকদার (লাবু) তাঁর স্ত্রী হেনরীর অপরাধলব্ধ অর্থ দিয়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন। তাঁর ১৪টি ব্যাংক হিসাবে ৩০৬ কোটি ৬৭ লাখ ৬৯ হাজার ৮৬০ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।
দুদক বলেছে, এই দম্পতির বিরুদ্ধে ৪৯টি ব্যাংক হিসাবে ৩ হাজার ৯৬২ কোটি ৯৪ লাখ ৪১ হাজার ৯৫৭ টাকার অবৈধ লেনদেন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ নভেম্বর হেনরী, তাঁর স্বামী ও মেয়ে মুনতাহা রিদায়ী লামের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত। ১ অক্টোবর মৌলভীবাজার থেকে স্বামীসহ গ্রেপ্তার হন হেনরী।
কামরুলের বিরুদ্ধে মামলা: ঢাকা-২ আসনের সাবেক এমপি ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে ৬ কোটি ২৯ লাখ ১৯ হাজার ১৯৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গতকাল দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলা করা হয়। এ ছাড়া তাঁর স্ত্রী বেগম তায়েবা ইসলাম, ছেলে ডা. তানজীর ইসলাম ও মেয়ে সেগুপ্তা ইসলামের বিরুদ্ধে পৃথক তিনটি সম্পদ বিবরণী দাখিল করতে বলেছে দুদক।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ মিনিট আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে