Ajker Patrika

মুরাদের বিরুদ্ধে স্ত্রীর জিডি তদন্তের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মুরাদের বিরুদ্ধে স্ত্রীর জিডি তদন্তের নির্দেশ 

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে তাঁর স্ত্রীর করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ এ আদেশ দেন। 

মুখ্য মহানগর হাকিম আদালতের ধানমন্ডি থানার নন-জিআর শাখার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক ফুয়াদ উদ্দিন জানান, জিডিটি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। 

এর আগে জিডিটি তদন্তের অনুমতির জন্য আদালতে আবেদন জানান তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক রাজিব হাসান। 

প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান ডা. মুরাদের স্ত্রী। বিকেলে স্বামীর বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। পরে ধানমন্ডি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মুরাদ হাসান বাসা থেকে বেরিয়ে যান। 

জিডিতে মুরাদের স্ত্রী উল্লেখ করেন, ১৯ বছর ধরে তাঁরা সংসার করছেন। এক মেয়ে ও এক ছেলে রয়েছে এ দম্পতির। সাম্প্রতিক সময়ে কারণে-অকারণে স্ত্রী ও সন্তানদের ক্রমাগতভাবে শারীরিক নির্যাতন ও গালিগালাজ করছেন মুরাদ। হত্যার হুমকিও দিচ্ছেন পরিবারের সদস্যদের। 

জিডিতে মুরাদের স্ত্রী আরও অভিযোগ করেন, ৬ জানুয়ারি পৌনে ৩টার দিকে মুরাদ স্ত্রী-সন্তানকে গালিগালাজের পর মারধর করতে গেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন তিনি। ধানমন্ডি থানার পুলিশ আসার আগেই বাসা থেকে চলে যান মুরাদ। নিরাপত্তাহীনতার কারণে পুলিশের কাছে সাহায্য চান তিনি। মুরাদ তাঁকে ও তাঁদের সন্তানদের যেকোনো সময় ক্ষতি করতে পারেন বলেও জিডিতে উল্লেখ করেন তাঁর স্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জ-৩: বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারে সাবেক বিএনপি নেতা হাবিব

বাংলাদেশে জামায়াতকে ‘বন্ধু’ হিসেবে চায় যুক্তরাষ্ট্র, মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

নির্বাচন ঘিরে টানা চার দিন ছুটি

নবম বেতন কমিশন: সরকারি চাকরিজীবীদের কোন পে স্কেলে বেতন বেড়ে কত হচ্ছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত