ঢাবি প্রতিনিধি
পাঁচ দিন ধরে নিখোঁজ থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মাহমুদুল হাসান তানভীর অবশেষে বাড়িতে ফিরেছেন। মাকে সারপ্রাইজ দিতে মোবাইল বন্ধ রেখেছিলেন তিনি। গত ১৭ মে বুয়েটের শহীদ স্মৃতি হলে যাবেন বলে বাসা থেকে বের হয়ে হলে ফেরেননি বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের মাস্টার্সের এ শিক্ষার্থী।
তানভীরের খোঁজ না পেয়ে রাজধানীর দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁর পরিবার। বুধবার রাত ১০টার সময়ে তানভীরের মা শারমিন সুলতানার নম্বরে যোগাযোগ করা হলে তানভীরের খালা কাকলী বেগম বলেন, ‘তানভীর নৌবাহিনীর চাকরির পরীক্ষা দিতে গিয়েছিল। কাউকেই জানায়নি কিছু। গত ১৯ মে এ ঘটনায় রাজধানীর দক্ষিণখান থানায় জিডি করা হয়। পাঁচ দিন পরে সে নিজে ফিরে এসেছে। মাকে সারপ্রাইজ দিতে সে মোবাইল ফোন বন্ধ রেখেছিল।’
এ দিকে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আমিনুল বাশার বলেন, বুয়েটের নিখোঁজ ছাত্র তানভীর চাকরির পরীক্ষার ভাইবা দিতে বের হয়েছিলেন। বর্তমানে সে বাড়িতে এসেছে।
জিডিতে শারমিন সুলতানা উল্লেখ করেছিলেন, ১৪ মে তানভীর বাসায় বেড়াতে যায়। ১৭ মে বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। কিন্তু এরপর চেষ্টা করেও আর যোগাযোগ করা যায়নি। এ সময় তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি হলে যোগাযোগ করেও কোনো সন্ধান পায়নি পরিবার। নিখোঁজ ওই শিক্ষার্থীর গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চমুরদি এলাকায়।
পাঁচ দিন ধরে নিখোঁজ থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মাহমুদুল হাসান তানভীর অবশেষে বাড়িতে ফিরেছেন। মাকে সারপ্রাইজ দিতে মোবাইল বন্ধ রেখেছিলেন তিনি। গত ১৭ মে বুয়েটের শহীদ স্মৃতি হলে যাবেন বলে বাসা থেকে বের হয়ে হলে ফেরেননি বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের মাস্টার্সের এ শিক্ষার্থী।
তানভীরের খোঁজ না পেয়ে রাজধানীর দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁর পরিবার। বুধবার রাত ১০টার সময়ে তানভীরের মা শারমিন সুলতানার নম্বরে যোগাযোগ করা হলে তানভীরের খালা কাকলী বেগম বলেন, ‘তানভীর নৌবাহিনীর চাকরির পরীক্ষা দিতে গিয়েছিল। কাউকেই জানায়নি কিছু। গত ১৯ মে এ ঘটনায় রাজধানীর দক্ষিণখান থানায় জিডি করা হয়। পাঁচ দিন পরে সে নিজে ফিরে এসেছে। মাকে সারপ্রাইজ দিতে সে মোবাইল ফোন বন্ধ রেখেছিল।’
এ দিকে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আমিনুল বাশার বলেন, বুয়েটের নিখোঁজ ছাত্র তানভীর চাকরির পরীক্ষার ভাইবা দিতে বের হয়েছিলেন। বর্তমানে সে বাড়িতে এসেছে।
জিডিতে শারমিন সুলতানা উল্লেখ করেছিলেন, ১৪ মে তানভীর বাসায় বেড়াতে যায়। ১৭ মে বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। কিন্তু এরপর চেষ্টা করেও আর যোগাযোগ করা যায়নি। এ সময় তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি হলে যোগাযোগ করেও কোনো সন্ধান পায়নি পরিবার। নিখোঁজ ওই শিক্ষার্থীর গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চমুরদি এলাকায়।
নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া মহিলা কলেজের সামনে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত আরও দুজনের হাসপাতালে মৃত্যু হয়েছে। তাঁদের একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাগর হোসেন (২৩)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। এ নিয়ে অটোরিকশার আরোহী চারজনের মৃত্যু হলো। এর আগে নিহত দুজন হলেন নাটোর সদর উপজেলা
৯ মিনিট আগেইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘৫ আগস্টের পরে এখন পর্যন্ত শুধু বিএনপি বিএনপির নেতা-কর্মীদের হত্যা করেছে ১২৭ জনের ওপরে। যাদের কাছে নিজের দলের মানুষ নিরাপদ নয়, তাদের কাছে বাংলাদেশও নিরাপদ নয়। এত দিন আমরা জানতাম, জাহান্নামের আগুন জাহান্নামকে খেয়ে ফেলে। এখন আমরা
২৫ মিনিট আগেছাত্রলীগ কর্মীকে পেটানোর একপর্যায়ে ছাত্রদল, শিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেখ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ল্যাবএইড হাসপাতালে আজ শুক্রবার রাত ৯টার দিকে তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছাত্র ও আলোকচিত্রী সাহাদাত পারভেজ...
২৯ মিনিট আগে