নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পুরানা পল্টনে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। অন্যদিকে পুরানা পল্টনে হরতালের বিরোধিতা করে বিক্ষোভ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
আজ রোববার দুপুর সাড়ে ১২টায় গণতন্ত্র মঞ্চভুক্ত অন্যতম দল রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় মেহেরবা প্লাজার সামনে থেকে বিএমএ ভবন পর্যন্ত ঝটিকা মিছিল করেন মঞ্চের নেতা-কর্মীরা।
মেহেরবা প্লাজা থেকে বের হয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের নেতৃত্বে হঠাৎ ঝটিকা মিছিল শুরু করেন মঞ্চের নেতা-কর্মীরা। তবে মিছিল খুব বেশি দূর এগোয়নি। প্রেসক্লাবের আগে বিএমএ ভবনের সামনে একটি রিকশার ওপর সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে মিছিল শেষ করেন তাঁরা।
মিছিল শেষে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘সরকারের পেটোয়া বাহিনী ও দলীয় নেতা-কর্মীরা বিএনপিসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর হামলা এবং হরতালের দিন নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আমাদের হরতাল চলছে। জনগণ হরতালে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়েছে। সন্ধ্যায় আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’
মিছিলে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, রাজনৈতিক সমন্বয়ক ফরিদুল হক, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার প্রমুখ।
এদিকে পল্টন থেকে প্রেসক্লাবের রাস্তায় হরতালবিরোধী মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এ সময় দলের নেতা-কর্মীরা ‘এনপি-জামায়াতের হরতাল, জনগণ মানে না’, ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’সহ নানান স্লোগান দেন।

রাজধানীর পুরানা পল্টনে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। অন্যদিকে পুরানা পল্টনে হরতালের বিরোধিতা করে বিক্ষোভ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
আজ রোববার দুপুর সাড়ে ১২টায় গণতন্ত্র মঞ্চভুক্ত অন্যতম দল রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় মেহেরবা প্লাজার সামনে থেকে বিএমএ ভবন পর্যন্ত ঝটিকা মিছিল করেন মঞ্চের নেতা-কর্মীরা।
মেহেরবা প্লাজা থেকে বের হয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের নেতৃত্বে হঠাৎ ঝটিকা মিছিল শুরু করেন মঞ্চের নেতা-কর্মীরা। তবে মিছিল খুব বেশি দূর এগোয়নি। প্রেসক্লাবের আগে বিএমএ ভবনের সামনে একটি রিকশার ওপর সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে মিছিল শেষ করেন তাঁরা।
মিছিল শেষে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘সরকারের পেটোয়া বাহিনী ও দলীয় নেতা-কর্মীরা বিএনপিসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর হামলা এবং হরতালের দিন নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আমাদের হরতাল চলছে। জনগণ হরতালে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়েছে। সন্ধ্যায় আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’
মিছিলে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, রাজনৈতিক সমন্বয়ক ফরিদুল হক, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার প্রমুখ।
এদিকে পল্টন থেকে প্রেসক্লাবের রাস্তায় হরতালবিরোধী মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এ সময় দলের নেতা-কর্মীরা ‘এনপি-জামায়াতের হরতাল, জনগণ মানে না’, ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’সহ নানান স্লোগান দেন।

কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
১৭ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
১৯ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
২৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে