Ajker Patrika

এমপিওভুক্ত করার দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা অবরোধ কর্মসূচি পালন করেন। ছবি: আজকের পত্রিকা
প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা অবরোধ কর্মসূচি পালন করেন। ছবি: আজকের পত্রিকা

এমপিওভুক্ত করার দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকেরা। আজ বুধবার বেলা সোয়া ১২টার দিকে প্রেসক্লাব সংলগ্ন কদম ফোয়ারা মোড় অবরোধ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে পল্টন থেকে সচিবালয় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তবে দুপুর পৌনে ১টার দিকে পুলিশের অনুরোধে সড়ক থেকে সরে যায় শিক্ষকেরা।

প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা অবরোধ কর্মসূচি পালন করেন। ছবি: আজকের পত্রিকা
প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা অবরোধ কর্মসূচি পালন করেন। ছবি: আজকের পত্রিকা

বিক্ষোভে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, সারা বাংলাদেশে ১৭৭২টি প্রতিবন্ধী স্কুল ২০২০ সালে অনলাইনে এমপিওভুক্তির জন্য আবেদন করার পরেও তাদের আবেদন গ্রহণ করা হয়নি। কোনো কোনো শিক্ষক এসব বিদ্যালয়ে ১৫-১৬ বছর থেকে বিনা বেতনে কর্মরত রয়েছে। শিক্ষকেরা গত ১৮ দিন থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তি করার দাবি জানান তারা।

প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা অবরোধ কর্মসূচি পালন করেন। ছবি: আজকের পত্রিকা
প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা অবরোধ কর্মসূচি পালন করেন। ছবি: আজকের পত্রিকা

প্রতিবন্ধী শিক্ষক আন্দোলনের সমন্বয়ক ইলিয়াস রাজ সাংবাদিকদের বলেন, শিক্ষকেরা গত ১৮ দিন ধরে প্রেসক্লাবের সামনে অবস্থান করলেও সরকারের দায়িত্বশীলদের পক্ষ থেকে কেউ কোনো খোঁজ খবর নেয়নি। তাই বাধ্য হয়ে শিক্ষকেরা রাস্তায় নেমেছে। আমাদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যাচ্ছে। সরকারের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাস পেলে আন্দোলন তুলে নেবেন বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত