ঢাবি প্রতিনিধি

একাদশ জাতীয় নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণতন্ত্রের বিজয় মিছিল’ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান ঘুরে টিএসসি মোড়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘বিএনপি জোট সরকারের সময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, কিন্তু এখন সারা বিশ্বের রোল মডেল বাংলাদেশ। আজকে শেখ হাসিনার উন্নয়ন দেখে একটি পক্ষের ঘুম হারাম হয়ে গিয়েছে। সেই ফখরুলরা বিভিন্নভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে খারাপ কথা বলে। এই আওয়ামী লীগকে নিয়ে যদি আপনারা খারাপ কথা বলেন, দেশের অগ্রযাত্রার পথে যদি বাধা দেওয়ার চেষ্টা করেন তাহলে বাংলাদেশ ছাত্রলীগ একাই যথেষ্ট দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য।’
আল নাহিয়ান খান আরও বলেন, ‘অনেক ধরনের সুশীলদের কথা আমরা শুনতে পাই, যাঁরা রাতে টক শোর মাধ্যমে সরকার উৎখাত করার যে নীলনকশা প্রণয়ন করে তাঁদের উদ্দেশে বলতে চাই “আরামে তো আছেন, ঘুমান”। একটা সময় এদেশের মানুষের বাসায় বাসায় গিয়ে হত্যা করা হতো, কিন্তু এখন মানুষ রাত-বিরাতে নির্বিঘ্নে ঘুরতে পারে।’
সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
লেখক ভট্টাচার্য বলেন, ‘সেদিন শেখ হাসিনার বিজয় না হলে সন্ত্রাস, দুর্নীতিবাজ, স্বাধীনতাবিরোধীরা জয়ী হতো। শেখ হাসিনার জয়ের মাধ্যমে গণতন্ত্রের বিজয় সূচিত হয়েছে। তাই দিনটিকে আমরা গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে উদ্যাপন করছি।’
সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়, হল শাখা, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ইডেন কলেজ, হোম ইকোনমিকস শাখাসহ রাজধানীর বিভিন্ন সাংগঠনিক ইউনিটের বিভিন্ন স্তরের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

একাদশ জাতীয় নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণতন্ত্রের বিজয় মিছিল’ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান ঘুরে টিএসসি মোড়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘বিএনপি জোট সরকারের সময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, কিন্তু এখন সারা বিশ্বের রোল মডেল বাংলাদেশ। আজকে শেখ হাসিনার উন্নয়ন দেখে একটি পক্ষের ঘুম হারাম হয়ে গিয়েছে। সেই ফখরুলরা বিভিন্নভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে খারাপ কথা বলে। এই আওয়ামী লীগকে নিয়ে যদি আপনারা খারাপ কথা বলেন, দেশের অগ্রযাত্রার পথে যদি বাধা দেওয়ার চেষ্টা করেন তাহলে বাংলাদেশ ছাত্রলীগ একাই যথেষ্ট দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য।’
আল নাহিয়ান খান আরও বলেন, ‘অনেক ধরনের সুশীলদের কথা আমরা শুনতে পাই, যাঁরা রাতে টক শোর মাধ্যমে সরকার উৎখাত করার যে নীলনকশা প্রণয়ন করে তাঁদের উদ্দেশে বলতে চাই “আরামে তো আছেন, ঘুমান”। একটা সময় এদেশের মানুষের বাসায় বাসায় গিয়ে হত্যা করা হতো, কিন্তু এখন মানুষ রাত-বিরাতে নির্বিঘ্নে ঘুরতে পারে।’
সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
লেখক ভট্টাচার্য বলেন, ‘সেদিন শেখ হাসিনার বিজয় না হলে সন্ত্রাস, দুর্নীতিবাজ, স্বাধীনতাবিরোধীরা জয়ী হতো। শেখ হাসিনার জয়ের মাধ্যমে গণতন্ত্রের বিজয় সূচিত হয়েছে। তাই দিনটিকে আমরা গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে উদ্যাপন করছি।’
সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়, হল শাখা, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ইডেন কলেজ, হোম ইকোনমিকস শাখাসহ রাজধানীর বিভিন্ন সাংগঠনিক ইউনিটের বিভিন্ন স্তরের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে