ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণে পাটের চাষ হয়েছে। এবার পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে এলাকার জমিগুলোতে পাট ৪ থেকে ৫ ফুট লম্বা হয়েছে। কিছুদিনের মধ্যে পাট পরিপক্ব হলে কৃষকেরা বাছপাট কাঁটতে শুরু করবেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর ৮ হাজার ৫০০ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ৮ হাজার ৫৫৫ হেক্টর জমিতে। এবার পাট বপনের পর অনুকূল আবহাওয়া এবং সময়মতো বৃষ্টি হওয়ায় পাটের আকার ও আঁশের পরিপক্বতা ভালো হবে। পাট পচানোর জন্য সময়মতো পানির ব্যবস্থ্যা হলে এ বছর পাটের ফলন হবে আশাব্যঞ্জক।
উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যাসদী, লক্ষীনায়রণপুর, রায়পুর, গোপালদি, মেগচামী ইউনিয়নের মেগচামী মাঠ, নরকোনা মাঠ, কলাগাছি মাঠ, গাজনা ইউনিয়নের মথুরাপুর মাঠ, কোরকদি মাঠ, আড়পাড়া মাঠ, নওপাড়া মাঠ এলাকায় প্রচুর পরিমাণে পাটের চাষ হয়েছে। কৃষকেরা জানান, সময়মতো পানি হলে পাট পচাতে কৃষকের সমস্যা হবে না।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভীর রহমান বলেন, ‘চলতি বছর আবহাওয়া পাট চাষের উপযোগী হওয়ায় পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ৮ হাজার ৫০০ থাকলেও পাটবীজ বপন হয়েছে ৮ হাজার ৫৫৫ হেক্টর জমিতে, যা গতবারের চেয়ে ২ হেক্টর পরিমাণ বেশি। কৃষকের আগ্রহ আর আমাদের প্রচেষ্টায় আজকের এ অবস্থান।’
আলভীর রহমান বলেন, ‘গত বছর পাটচাষিরা দাম ভালো পাওয়ায় এ বছর তাঁদের আগ্রহ বেড়েছে। দাম ভালো পেলে কৃষকের উপকার হবে। আল্লাহর রহমতে যথাসময়ে পাট পচানোর জন্য পানির ব্যবস্থা হলেই এবার পাটের বাম্পার ফলন সম্ভব।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে