নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু জিজ্ঞাবাসাবাদে সদুত্তর দিতে না পারলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
তবে সদুত্তর দিলেই তাঁকে ছেড়ে দেওয়া হবে। আজ বুধবার বিকেলে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে এসব কথা বলেন ডিবির হারুন।
ডিবির হারুন বলেন, ‘গ্রেপ্তার আসামিদের কাছ থেকে যেসব তথ্য পেয়েছি, সেগুলো যাচাই-বাছাই করার জন্যই এই মামলার তদন্ত কর্মকর্তার মাধ্যমে ঝিনাইদহ আওয়ামী লীগের নেতা মিন্টুকে ডেকেছি। আমাদের তদন্ত কর্মকর্তার প্রশ্নগুলোর উত্তর যদি তিনি যথাযথভাবে দিতে পারেন তবেই চলে যাবেন। তিনি যদি যথাযথ উত্তর না দিতে পারেন তবে আমাদের তদন্ত কর্মকর্তা তদন্তের ধারাবাহিকতায় যা করা লাগে, করবেন।’
অনেক আগেই এই হত্যাকাণ্ডে মিন্টুর নাম আসলেও দেরিতে কেন তাঁকে ডাকা হলো? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের তদন্তকারী কর্মকর্তার কাছে বিভিন্ন ধরনের তথ্য আছে। যখন যাকে প্রয়োজন মনে করবেন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকবেন। আপনারা জানেন, আমরা কাউকে হয়রানি করি না এবং কেউ অপরাধী হয়ে থাকলে তাঁকে পালানোর সুযোগও দেই না। আমি আগেই বলেছি তদন্তকারী কর্মকর্তার প্রশ্নের সদুত্তর দিতে না পারলে তাঁর (মিন্টু) বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।’
এই ঘটনায় বাবু নামে আরেকজনকে ঝিনাইদহ থেকে ডিবি হেফাজতে নেওয়ার বিষয়ে হারুন অর রশীদ বলেন, ‘যখন কাউকে নিয়ে আসা হয় তখন কিছু তথ্য উপাত্ত তো থাকেই। তথ্যের ভিত্তিতে তাঁকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি। সে আমাদের কাছে অকপটে স্বীকার করেছে এ ঘটনায় মূল কিলার শিমুল ভুঁইয়ার সঙ্গে ভাঙ্গাতে (ফরিদপুরের ভাঙ্গা) সে মিটিং করেছে এবং তিনি সেখানে মৃত ব্যক্তির ছবি দেখিয়েছেন। আমরা পরবর্তীতে তাঁকে যখন জিজ্ঞাসাবাদ করলাম যে, আপনারা ছবিটা কাকে দেখালেন? তখন তিনি আরেকজন নেতার কথা বলেছেন। তাঁকে আরও জিজ্ঞসাবাদ করা হয়েছিল। তাঁর মোবাইলগুলো কোথায়? সেও বলেছে সেগুলো আরেক নেতার কাছে।’
বাবুর ব্যাপারে হারুণ আরও বলেন, ‘বাবু তখন গাড়িতে বসে একজন কিলারের সঙ্গে মিটিং করেছে। গত ১৬-১৭ মে পরিকল্পনা করেছে যখন বাংলাদেশের পুলিশ ভারতীয় পুলিশ একজন জনপ্রিয় এমপির নিখোঁজে উদ্বিগ্ন। এ ঘটনায় মুলকিলার শিমুল ভুঁইয়া হত্যাকাণ্ড ঘটানোর পর গত ১৫ মে ঢাকায় চলে আসেন। এরপর তাঁরা আসলে ১৬ মে চলে যান ভাঙ্গায়। সেখানে তাঁরা মিটিং করেন।’

এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু জিজ্ঞাবাসাবাদে সদুত্তর দিতে না পারলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
তবে সদুত্তর দিলেই তাঁকে ছেড়ে দেওয়া হবে। আজ বুধবার বিকেলে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে এসব কথা বলেন ডিবির হারুন।
ডিবির হারুন বলেন, ‘গ্রেপ্তার আসামিদের কাছ থেকে যেসব তথ্য পেয়েছি, সেগুলো যাচাই-বাছাই করার জন্যই এই মামলার তদন্ত কর্মকর্তার মাধ্যমে ঝিনাইদহ আওয়ামী লীগের নেতা মিন্টুকে ডেকেছি। আমাদের তদন্ত কর্মকর্তার প্রশ্নগুলোর উত্তর যদি তিনি যথাযথভাবে দিতে পারেন তবেই চলে যাবেন। তিনি যদি যথাযথ উত্তর না দিতে পারেন তবে আমাদের তদন্ত কর্মকর্তা তদন্তের ধারাবাহিকতায় যা করা লাগে, করবেন।’
অনেক আগেই এই হত্যাকাণ্ডে মিন্টুর নাম আসলেও দেরিতে কেন তাঁকে ডাকা হলো? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের তদন্তকারী কর্মকর্তার কাছে বিভিন্ন ধরনের তথ্য আছে। যখন যাকে প্রয়োজন মনে করবেন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকবেন। আপনারা জানেন, আমরা কাউকে হয়রানি করি না এবং কেউ অপরাধী হয়ে থাকলে তাঁকে পালানোর সুযোগও দেই না। আমি আগেই বলেছি তদন্তকারী কর্মকর্তার প্রশ্নের সদুত্তর দিতে না পারলে তাঁর (মিন্টু) বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।’
এই ঘটনায় বাবু নামে আরেকজনকে ঝিনাইদহ থেকে ডিবি হেফাজতে নেওয়ার বিষয়ে হারুন অর রশীদ বলেন, ‘যখন কাউকে নিয়ে আসা হয় তখন কিছু তথ্য উপাত্ত তো থাকেই। তথ্যের ভিত্তিতে তাঁকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি। সে আমাদের কাছে অকপটে স্বীকার করেছে এ ঘটনায় মূল কিলার শিমুল ভুঁইয়ার সঙ্গে ভাঙ্গাতে (ফরিদপুরের ভাঙ্গা) সে মিটিং করেছে এবং তিনি সেখানে মৃত ব্যক্তির ছবি দেখিয়েছেন। আমরা পরবর্তীতে তাঁকে যখন জিজ্ঞাসাবাদ করলাম যে, আপনারা ছবিটা কাকে দেখালেন? তখন তিনি আরেকজন নেতার কথা বলেছেন। তাঁকে আরও জিজ্ঞসাবাদ করা হয়েছিল। তাঁর মোবাইলগুলো কোথায়? সেও বলেছে সেগুলো আরেক নেতার কাছে।’
বাবুর ব্যাপারে হারুণ আরও বলেন, ‘বাবু তখন গাড়িতে বসে একজন কিলারের সঙ্গে মিটিং করেছে। গত ১৬-১৭ মে পরিকল্পনা করেছে যখন বাংলাদেশের পুলিশ ভারতীয় পুলিশ একজন জনপ্রিয় এমপির নিখোঁজে উদ্বিগ্ন। এ ঘটনায় মুলকিলার শিমুল ভুঁইয়া হত্যাকাণ্ড ঘটানোর পর গত ১৫ মে ঢাকায় চলে আসেন। এরপর তাঁরা আসলে ১৬ মে চলে যান ভাঙ্গায়। সেখানে তাঁরা মিটিং করেন।’

সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৭ নভেম্বর) সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্যামলী পরিবহন ও এনা পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
১৯ মিনিট আগে
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষানবিশ চিকিৎসকের ওপর হামলা চালিয়েছে রোগীর স্বজনেরা। পরে রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এদিকে হামলার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন শিক্ষানবিশ চিকিৎসকেরা।
২৭ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির কমিটি বিলুপ্ত করেছে দলটির কেন্দ্রীয় কমিটি। দলীয় সূত্র বলছে, বিএনপি-সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের পক্ষে সাংগঠনিকভাবে কাজ না করায় গলাচিপা ও দশমিনা উপজেলা কমিটির বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার দুই শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১১টায় এক শিফটের পরীক্ষা শেষ হয়েছে। বেলা ৩টায় আরেক শিফটে পরীক্ষা হবে।
১ ঘণ্টা আগে