নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহতরা। সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে তারা অবস্থান নেন।
এর কয়েক মিনিট পরই আহতদের সঙ্গে কথা বলতে সেখানে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
হাসনাত আব্দুল্লাহ আহতদের উদ্দেশে বলেন, ‘আমলাতান্ত্রিক জটিলতার কারণে আপনারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। আমরা সৎ লোকদের উপদেষ্টা বানিয়েছিলাম। উপদেষ্টারা আমলা নির্ভর হবে, তা আমরা ভাবিনি।’
যমুনার সামনে দেখা যায়, আহতরা সেখানে অবস্থান নিয়ে সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে নানা স্লোগান দেন।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে শিশুমেলা ছেড়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনে যেতে বাধা পেয়ে রাজধানীর শাহবাগ এলাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা।
রাত ৯টার দিকে শাহবাগে সোহেলী তামান্না নামের এক বিক্ষোভকারী আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে শিশুমেলা মোড় ছেড়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে জড়ো হই। এরপর প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে চাইলে শাহবাগে পুলিশ বাধা দেয়। আমরা এখানেই অবস্থান নেই। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না।’
সরেজমিন দেখা যায়, বাংলামোটর থেকে যমুনার দিকে যাওয়া সড়কটিকে ব্যারিকেড দিয়ে রেখে পুলিশ। শতাধিক আহত ও তাঁদের পরিবারের লোকজন বিক্ষোভ করেন। আহত বিক্ষোভকারীদের কাউকে বসে, কাউকে শুয়ে থাকতে দেখা যায়। এ সময় দাবি মেনে নিতে আহ্বান জানান আহতরা।
এদিকে, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তাঁদের দাবিদাওয়াগুলো সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আমরা চাই, তাঁরা কোনো বিশৃঙ্খলা না করে শান্তিপূর্ণভাবে তাঁদের দাবিগুলো জানাক।’
সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শনিবার থেকে বিক্ষোভ করছেন অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। রোববার তাঁরা দিনভর শিশুমেলা মোড়ে মিরপুর সড়ক অবরোধ করে রাখেন।
সন্ধ্যায় মিরপুর সড়ক ছেড়ে বিক্ষোভরত ব্যক্তিরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছান তাঁরা। সেখানে পুলিশের ব্যারিকেড দেখে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে ওই জায়গায় বসে বিক্ষোভ শুরু করেন গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা।
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহতরা। সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে তারা অবস্থান নেন।
এর কয়েক মিনিট পরই আহতদের সঙ্গে কথা বলতে সেখানে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
হাসনাত আব্দুল্লাহ আহতদের উদ্দেশে বলেন, ‘আমলাতান্ত্রিক জটিলতার কারণে আপনারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। আমরা সৎ লোকদের উপদেষ্টা বানিয়েছিলাম। উপদেষ্টারা আমলা নির্ভর হবে, তা আমরা ভাবিনি।’
যমুনার সামনে দেখা যায়, আহতরা সেখানে অবস্থান নিয়ে সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে নানা স্লোগান দেন।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে শিশুমেলা ছেড়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনে যেতে বাধা পেয়ে রাজধানীর শাহবাগ এলাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা।
রাত ৯টার দিকে শাহবাগে সোহেলী তামান্না নামের এক বিক্ষোভকারী আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে শিশুমেলা মোড় ছেড়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে জড়ো হই। এরপর প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে চাইলে শাহবাগে পুলিশ বাধা দেয়। আমরা এখানেই অবস্থান নেই। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না।’
সরেজমিন দেখা যায়, বাংলামোটর থেকে যমুনার দিকে যাওয়া সড়কটিকে ব্যারিকেড দিয়ে রেখে পুলিশ। শতাধিক আহত ও তাঁদের পরিবারের লোকজন বিক্ষোভ করেন। আহত বিক্ষোভকারীদের কাউকে বসে, কাউকে শুয়ে থাকতে দেখা যায়। এ সময় দাবি মেনে নিতে আহ্বান জানান আহতরা।
এদিকে, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তাঁদের দাবিদাওয়াগুলো সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আমরা চাই, তাঁরা কোনো বিশৃঙ্খলা না করে শান্তিপূর্ণভাবে তাঁদের দাবিগুলো জানাক।’
সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শনিবার থেকে বিক্ষোভ করছেন অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। রোববার তাঁরা দিনভর শিশুমেলা মোড়ে মিরপুর সড়ক অবরোধ করে রাখেন।
সন্ধ্যায় মিরপুর সড়ক ছেড়ে বিক্ষোভরত ব্যক্তিরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছান তাঁরা। সেখানে পুলিশের ব্যারিকেড দেখে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে ওই জায়গায় বসে বিক্ষোভ শুরু করেন গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা।
গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাঁকে শ্রীপুর থানা-পুলিশ গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের মারধর ও নির্যাতনের ঘটনায় নতুন শঙ্কার সৃষ্টি হয়েছে। এ ঘটনার জেরে আওয়ামী লীগের নেতারা এখন ঘরছাড়া। হামলার বিষয়ে সাধারণ মানুষেরা মুখ খুলছেন না। হামলায় গ্রেপ্তারে অভিযান শুরুর পর সাবেক
৮ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলার বিভিন্ন এলাকার কৃষিজমি ও নদ-নদী থেকে অবাধে তোলা হচ্ছে বালু। এতে সেতু, বাঁধ, আবাদি জমি ও বসতভিটা বিলীন হওয়ার হুমকিতে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বালু তোলার সঙ্গে জড়িতরা প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।
৮ ঘণ্টা আগেসাইকেল-ভ্যানে করে বাহারি ফুল নিয়ে বাজারে এসেছেন চাষিরা। তাঁদের কারও কাছে গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা; কারও কাছে জারবেরা, চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন প্রজাতির সব ফুল। দূরদূরান্ত থেকে আসা ব্যাপারীরা সেই ফুল কিনছেন। ফুল বেচাকেনার এমন হাঁকডাক যশোর-বেনাপোল মহাসড়কঘেঁষে গড়ে ওঠা ফুলের রাজধানীখ্যাত
৯ ঘণ্টা আগে