নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ও সারা দেশে রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে তিন দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই দাবিগুলো আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ।
আজ বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর শাহবাগ মোড়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই দাবিগুলো উত্থাপন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক ঘোষিত তিন দফা দাবিগুলো হলো— অবিলম্বে ‘জুলাই ঘোষণাপত্র’ জারি করা, আওয়ামী লীগ-নিয়ন্ত্রিত পুলিশি কাঠামো ভেঙে গোটা ব্যবস্থা সংস্কার করা, গোপালগঞ্জসহ সারা দেশে সাঁড়াশি অভিযান চালিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা।
সংবাদ সম্মেলনে রিফাত রশিদ বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কাউকেই আমরা আইনের ঊর্ধ্বে দেখতে চাই না। গোপালগঞ্জে আমাদের আন্দোলনের নেতা-কর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। আমরা এর বিচার চাই।’
রিফাত আরও বলেন, পুলিশি ব্যবস্থা এখন আর জনগণের সেবক নয়। এটা এখন শাসক দলের লাঠিয়াল বাহিনী। এই কাঠামো ভেঙে একটি গণমুখী ও নিরপেক্ষ নিরাপত্তাব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর অবস্থান নিয়ে প্রশ্ন তুলে রিফাত বলেন, তাঁর উপস্থিতি সরকারের নিরাপত্তানীতির স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তোলে।
সংবাদ সম্মেলনে রিফাত রশিদ আরও বলেন, এই দেশে আর নৌকা প্রতীকের কোনো স্থান নেই। নির্বাচনী ব্যালট পেপারেও নৌকা থাকতে পারবে না।
এর আগে বিকেলে গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার প্রতিবাদে দেশব্যাপী ‘ব্লকেড’ কর্মসূচির ডাক দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যদিও পরে সেই কর্মসূচি স্থগিত করে রাজপথে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যেতে নেতা-কর্মীদের আহ্বান জানানো হয়।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ও সারা দেশে রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে তিন দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই দাবিগুলো আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ।
আজ বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর শাহবাগ মোড়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই দাবিগুলো উত্থাপন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক ঘোষিত তিন দফা দাবিগুলো হলো— অবিলম্বে ‘জুলাই ঘোষণাপত্র’ জারি করা, আওয়ামী লীগ-নিয়ন্ত্রিত পুলিশি কাঠামো ভেঙে গোটা ব্যবস্থা সংস্কার করা, গোপালগঞ্জসহ সারা দেশে সাঁড়াশি অভিযান চালিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা।
সংবাদ সম্মেলনে রিফাত রশিদ বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কাউকেই আমরা আইনের ঊর্ধ্বে দেখতে চাই না। গোপালগঞ্জে আমাদের আন্দোলনের নেতা-কর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। আমরা এর বিচার চাই।’
রিফাত আরও বলেন, পুলিশি ব্যবস্থা এখন আর জনগণের সেবক নয়। এটা এখন শাসক দলের লাঠিয়াল বাহিনী। এই কাঠামো ভেঙে একটি গণমুখী ও নিরপেক্ষ নিরাপত্তাব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর অবস্থান নিয়ে প্রশ্ন তুলে রিফাত বলেন, তাঁর উপস্থিতি সরকারের নিরাপত্তানীতির স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তোলে।
সংবাদ সম্মেলনে রিফাত রশিদ আরও বলেন, এই দেশে আর নৌকা প্রতীকের কোনো স্থান নেই। নির্বাচনী ব্যালট পেপারেও নৌকা থাকতে পারবে না।
এর আগে বিকেলে গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার প্রতিবাদে দেশব্যাপী ‘ব্লকেড’ কর্মসূচির ডাক দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যদিও পরে সেই কর্মসূচি স্থগিত করে রাজপথে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যেতে নেতা-কর্মীদের আহ্বান জানানো হয়।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা অনুষ্ঠিত না হওয়ায় টিকিটধারী দর্শকেরা রাজধানীর পল্লবীতে সড়ক অবরোধ করেছেন।
৬ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১৫ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
৩০ মিনিট আগে