
ছয় মাসের বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের মদনপুরে লারিজ ফ্যাশনের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন।
এই রিপোর্ট (রাত ৯টা) লেখা পর্যন্ত মহাসড়ক থেকে শ্রমিকেরা সরে আসেননি। এতে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক থেকে মদনপুর পর্যন্ত ছয় কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে এই সড়ক দিয়ে চলাচল করা যাত্রীরা।
পোশাকশ্রমিকেরা বলেন, ‘ছয় মাস ধরে লারিজ ফ্যাশন লিমিটেড কর্তৃপক্ষ তাদের বেতন আটকে রেখেছে। বারবার দেবে বললেও এখনো তা দেয়নি। বেতন না পাওয়ার কারণে আমরা বাড়ি ভাড়া দিতে পারছি না, পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছি। তাই আমাদের দাবি, আসন্ন ঈদের আগেই যেন আমাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়।’
সরেজমিন দেখা যায়, মহাসড়কে চট্টগ্রামমুখী লেনের মদনপুর থেকে সিদ্ধিরগঞ্জের মৌচাক অংশ পর্যন্ত যানবাহনগুলো স্থবির হয়ে আছে। এতে যাত্রী ও গাড়িচালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
যাত্রীরা জানান, দীর্ঘ সময়ে গাড়ি চুল পরিমাণও এগোচ্ছে না। একই স্থানে প্রায় দুই ঘণ্টার বেশি সময় দাঁড়িয়ে আছে গাড়ি। অনেক যাত্রী গাড়ি থেকে নেমে হেঁটে রওনা শুরু করছে গন্তব্যের উদ্দেশে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বলেন, ‘এখনো শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার জন্য হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ কাজ করে যাচ্ছে।’
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দীন বলেন, ‘মদনপুর এলাকায় গার্মেন্টস শ্রমিকেরা আন্দোলন করছে। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা সড়কে যানজট নিরসনে কাজ করছি।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
২ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে