সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ছয় মাসের বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের মদনপুরে লারিজ ফ্যাশনের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন।
এই রিপোর্ট (রাত ৯টা) লেখা পর্যন্ত মহাসড়ক থেকে শ্রমিকেরা সরে আসেননি। এতে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক থেকে মদনপুর পর্যন্ত ছয় কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে এই সড়ক দিয়ে চলাচল করা যাত্রীরা।
পোশাকশ্রমিকেরা বলেন, ‘ছয় মাস ধরে লারিজ ফ্যাশন লিমিটেড কর্তৃপক্ষ তাদের বেতন আটকে রেখেছে। বারবার দেবে বললেও এখনো তা দেয়নি। বেতন না পাওয়ার কারণে আমরা বাড়ি ভাড়া দিতে পারছি না, পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছি। তাই আমাদের দাবি, আসন্ন ঈদের আগেই যেন আমাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়।’
সরেজমিন দেখা যায়, মহাসড়কে চট্টগ্রামমুখী লেনের মদনপুর থেকে সিদ্ধিরগঞ্জের মৌচাক অংশ পর্যন্ত যানবাহনগুলো স্থবির হয়ে আছে। এতে যাত্রী ও গাড়িচালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
যাত্রীরা জানান, দীর্ঘ সময়ে গাড়ি চুল পরিমাণও এগোচ্ছে না। একই স্থানে প্রায় দুই ঘণ্টার বেশি সময় দাঁড়িয়ে আছে গাড়ি। অনেক যাত্রী গাড়ি থেকে নেমে হেঁটে রওনা শুরু করছে গন্তব্যের উদ্দেশে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বলেন, ‘এখনো শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার জন্য হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ কাজ করে যাচ্ছে।’
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দীন বলেন, ‘মদনপুর এলাকায় গার্মেন্টস শ্রমিকেরা আন্দোলন করছে। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা সড়কে যানজট নিরসনে কাজ করছি।’

ছয় মাসের বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের মদনপুরে লারিজ ফ্যাশনের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন।
এই রিপোর্ট (রাত ৯টা) লেখা পর্যন্ত মহাসড়ক থেকে শ্রমিকেরা সরে আসেননি। এতে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক থেকে মদনপুর পর্যন্ত ছয় কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে এই সড়ক দিয়ে চলাচল করা যাত্রীরা।
পোশাকশ্রমিকেরা বলেন, ‘ছয় মাস ধরে লারিজ ফ্যাশন লিমিটেড কর্তৃপক্ষ তাদের বেতন আটকে রেখেছে। বারবার দেবে বললেও এখনো তা দেয়নি। বেতন না পাওয়ার কারণে আমরা বাড়ি ভাড়া দিতে পারছি না, পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছি। তাই আমাদের দাবি, আসন্ন ঈদের আগেই যেন আমাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়।’
সরেজমিন দেখা যায়, মহাসড়কে চট্টগ্রামমুখী লেনের মদনপুর থেকে সিদ্ধিরগঞ্জের মৌচাক অংশ পর্যন্ত যানবাহনগুলো স্থবির হয়ে আছে। এতে যাত্রী ও গাড়িচালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
যাত্রীরা জানান, দীর্ঘ সময়ে গাড়ি চুল পরিমাণও এগোচ্ছে না। একই স্থানে প্রায় দুই ঘণ্টার বেশি সময় দাঁড়িয়ে আছে গাড়ি। অনেক যাত্রী গাড়ি থেকে নেমে হেঁটে রওনা শুরু করছে গন্তব্যের উদ্দেশে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বলেন, ‘এখনো শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার জন্য হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ কাজ করে যাচ্ছে।’
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দীন বলেন, ‘মদনপুর এলাকায় গার্মেন্টস শ্রমিকেরা আন্দোলন করছে। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা সড়কে যানজট নিরসনে কাজ করছি।’

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৪ ঘণ্টা আগে