Ajker Patrika

পাঁচ কোটি টাকা আত্মসাতের দায়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কর্মকর্তার ২৪ বছরের কারাদণ্ড 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ৩০
পাঁচ কোটি টাকা আত্মসাতের দায়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কর্মকর্তার ২৪ বছরের কারাদণ্ড 

গ্রাহকের প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বনানী শাখার সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জাহিদ সারোয়ারকে ধারায় ২৪ বছরের কারাদণ্ড ও তার স্ত্রী ফারহানা হাবিবকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন।

আসামিরা পলাতক থাকায় রায় ঘোষণার পর আদালত প্রত্যেকের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ওই আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন। 

জাহিদ সারোয়ারের বিরুদ্ধে টাকা আত্মসাতের দায়ে ১০ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড, জালিয়াতির দায়ে ৭ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড এবং অর্থ পাচারের দায়ে ৭ বছরের কারাদণ্ডসহ ৫ কোটি ৪৭ লাখ ৬০ জরিমানা করা হয়েছে। 

মামলার অপর আসামি ফারহানা হাবিবকে স্বামীকে অর্থ আত্মসাতে সহযোগিতার দায়ে করে ৩ বছরের কারাদণ্ড, ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড এবং অর্থ পাচারে সহযোগিতার দায়ে ৪ বছরের কারাদণ্ড, ৪ কোটি ৪৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

অর্থ পাচারের দায়ে দুজনকে যে পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে তা আগামী ৬০ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। আদায়কৃত জরিমানার অর্ধেক টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে এবং বাকি টাকা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পাবে। 

মামলার বিবরণে জানা যায়, জাহিদ সারোয়ার ও ফারহানা হাবিব স্বামী-স্ত্রী। তারা পরস্পর যোগসাজশে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের বনানী শাখার প্রিভিলেজ গ্রাহক ফেরদৌসী আমান নামের একজন হিসাবধারীর স্বাক্ষর জাল করে বিভিন্ন চেকের মাধ্যমে চার কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করেন। 

এই অর্থের প্রায় দুই কোটি ২৪ লাখ টাকা ব্র্যাক ব্যাংক লিমিটেডের বসুন্ধরা শাখায় ফারহানা হাবিবের মালিকানাধীন আশা ক্রিয়েশন নামের হিসাব নম্বরে জমা করা হয়। ২০১৬ সালের ২৬ এপ্রিল থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এসব ঘটনা ঘটে। এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক শফি উল্লাহ ২০১৯ সালের ১০ ডিসেম্বর মামলা করেন। 

গত বছরের ২৫ জানুয়ারি মামলাটির তদন্ত করে দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. শফি উল্লাহ। এরপর চার্জগঠন করে দুজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচার চলাকালে ২৫ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত