Ajker Patrika

সেলিম খানকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সেলিম খানকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খানের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এই আদেশ দেন। সেলিম খানের পক্ষে ছিলেন আইনজীবী মমতাজ উদ্দিন ফকির। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর হাইকোর্ট সেলিম খানকে চার সপ্তাহের আগাম জামিন দেন। পরে তা স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশন আপিল বিভাগের চেম্বার আদালতে গত ১৮ সেপ্টেম্বর আবেদন করে।

উল্লেখ্য, গত ১ আগস্ট সেলিম খানের বিরুদ্ধে ওই মামলা করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, সেলিম খান অবৈধ উপায়ে ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তিনি ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত