শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রাজনীতি ঝেঁটিয়ে দুর করতে হবে বলে মন্তব্য করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহি বি চৌধুরী। আজ সোমবার বিকেল ৪টায় কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কামারগাও আইডিয়াল হাই স্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহি বি চৌধুরী বলেন, ‘যে কোনো বিদ্যালয়ের অধ্যক্ষ ও চেয়ারম্যান মহোদয় বলেন বিদ্যালয়ের ভবন লাগবে, মাঠ ভরাট করা লাগবে, এটা লাগবে ওটা লাগবে। তবে শিক্ষার মান উন্নয়নের কথা কেউ বলে না। আগে কিন্তু ভবন ছিল না, শিক্ষা ছিল। এখন ভবন আছে, কিন্তু শিক্ষা নেই।’
এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ছাত্র-ছাত্রীদের মানোন্নয়নে ও শিক্ষার মানোন্নয়নে চাহিদা ও লক্ষ্য থাকতে হবে। আধুনিক বাংলাদেশের জন্য শিক্ষার যে মানের প্রয়োজন, সেভাবে আমাদের শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। একজন ডাক্তার জানে কীভাবে রোগ নির্ণয় করতে হয়, একজন রাজনীতিবিদ জানে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়। সুতরাং শিক্ষার জন্য এক্সপার্টের প্রয়োজন। শিক্ষার মান নির্ণয় করাটা কোনো রাজনীতিবিদের কাজ না, এটা শিক্ষানুরাগীদের কাজ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে যত দিন রাজনীতিবিদদের ঝেঁটিয়ে বিদায় করতে না পারবে তত দিন শিক্ষার মান ঠিক হবে না।’
এমপি মাহি বি চৌধুরী আরও বলেন, ‘আমি যা দেখছি মসজিদ কমিটি বলেন, মাজার কমিটি বলেন, কবরস্থান কমিটি সব জায়গায় রাজনীতিবিদদের একটি প্রাধান্য! এই জায়গাটা পরিবর্তন করতে হবে।’
এ সভায় ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মনোনয়ন হোসেন শাহাদাতের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, বীরতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী শহীদুল্লাহ কামাল ঝিলু, হাসাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোলায়মান খান প্রমুখ।

শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রাজনীতি ঝেঁটিয়ে দুর করতে হবে বলে মন্তব্য করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহি বি চৌধুরী। আজ সোমবার বিকেল ৪টায় কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কামারগাও আইডিয়াল হাই স্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহি বি চৌধুরী বলেন, ‘যে কোনো বিদ্যালয়ের অধ্যক্ষ ও চেয়ারম্যান মহোদয় বলেন বিদ্যালয়ের ভবন লাগবে, মাঠ ভরাট করা লাগবে, এটা লাগবে ওটা লাগবে। তবে শিক্ষার মান উন্নয়নের কথা কেউ বলে না। আগে কিন্তু ভবন ছিল না, শিক্ষা ছিল। এখন ভবন আছে, কিন্তু শিক্ষা নেই।’
এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ছাত্র-ছাত্রীদের মানোন্নয়নে ও শিক্ষার মানোন্নয়নে চাহিদা ও লক্ষ্য থাকতে হবে। আধুনিক বাংলাদেশের জন্য শিক্ষার যে মানের প্রয়োজন, সেভাবে আমাদের শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। একজন ডাক্তার জানে কীভাবে রোগ নির্ণয় করতে হয়, একজন রাজনীতিবিদ জানে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়। সুতরাং শিক্ষার জন্য এক্সপার্টের প্রয়োজন। শিক্ষার মান নির্ণয় করাটা কোনো রাজনীতিবিদের কাজ না, এটা শিক্ষানুরাগীদের কাজ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে যত দিন রাজনীতিবিদদের ঝেঁটিয়ে বিদায় করতে না পারবে তত দিন শিক্ষার মান ঠিক হবে না।’
এমপি মাহি বি চৌধুরী আরও বলেন, ‘আমি যা দেখছি মসজিদ কমিটি বলেন, মাজার কমিটি বলেন, কবরস্থান কমিটি সব জায়গায় রাজনীতিবিদদের একটি প্রাধান্য! এই জায়গাটা পরিবর্তন করতে হবে।’
এ সভায় ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মনোনয়ন হোসেন শাহাদাতের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, বীরতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী শহীদুল্লাহ কামাল ঝিলু, হাসাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোলায়মান খান প্রমুখ।

বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
৩৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
৪৩ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
৩ ঘণ্টা আগে