নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জনের মরদেহ দাফনের জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। একই সঙ্গে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেছেন, তদন্ত প্রতিবেদন পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাস্থল পরিদর্শনকালে আজ সোমবার রাতে এ কথা বলেন জেলা প্রশাসক। তিনি বলেন, ‘হতাহতদের দাফনের জন্য সরকারের তাৎক্ষণিক একটা বরাদ্দ নির্ধারণ করা আছে। আমরা সর্বোচ্চটা দেব। এ ছাড়া এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরও তালিকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।’
পরিদর্শনের সময় জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, ‘খবর পেয়ে আমি দেখতে এসেছি এখন। এই মুহূর্তে আমার কাজ হলো ভিকটিমদের জান ও মাল উদ্ধার করা। যারা মারা গেছে, তাদের সহায়তা করা। আর যারা আহত হয়েছে, তাদের চিকিৎসা দেওয়া এখন আমার প্রধান কাজ। এর বাইরে এখন কোনো কাজ আমি করতে পারব না। এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে নাই। আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিস।’
এর পর ক্ষয়ক্ষতির কারণ ও পরিমাণ নিরূপণ করা হবে জানিয়ে শহিদুল ইসলাম বলেন, ‘এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ হলে প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পুরান ঢাকার সরু রাস্তা-ঘাটের কারণে যান চলাচলের সমস্যা হয়। এ কারণেও এ ধরনের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। ফায়ার সার্ভিস এর আগে আগুন নিয়ন্ত্রণে দেরি হওয়ার কারণ হিসেবে পানি না পাওয়ার কথা জানিয়েছিল। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ঢাকা জেলা প্রশাসক বলেন, ‘এটা তো নতুন ঘটনা নয়। রাস্তা ও কারখানা নিয়ে সরকার ব্যবস্থা নিচ্ছে। সেটা পরিকল্পনার বিষয়, এই মুহূর্তে তা সম্ভব নয়। ভাগ্য ভালো এখানে বুড়িগঙ্গা নদী পাশে ছিল। পানি বুড়িগঙ্গা থেকে আনার কারণে ক্ষতি কম হয়েছে। আদারওয়াইজ যদি পানি আনতে না পারত, তাহলে কী অবস্থা হতো।’
আবাসিক এলাকায় এ রকম কারখানার অনুমতি আছে কি না, জানতে চাইলে শহিদুল ইসলাম বলেন, ‘এখানকার আইন-শৃঙ্খলার দায়িত্ব সিটি করপোরেশন ও ডিএমপির। আমরা শুধু প্রশাসনিক সহায়তা করে থাকি। পুনরায় এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে অনুযায়ী সুপারিশ দিয়ে থাকি। এর পর সরকার যে আদেশ দেয়, তা বাস্তবায়ন করা হয়।
আরও পড়ুন:

চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জনের মরদেহ দাফনের জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। একই সঙ্গে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেছেন, তদন্ত প্রতিবেদন পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাস্থল পরিদর্শনকালে আজ সোমবার রাতে এ কথা বলেন জেলা প্রশাসক। তিনি বলেন, ‘হতাহতদের দাফনের জন্য সরকারের তাৎক্ষণিক একটা বরাদ্দ নির্ধারণ করা আছে। আমরা সর্বোচ্চটা দেব। এ ছাড়া এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরও তালিকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।’
পরিদর্শনের সময় জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, ‘খবর পেয়ে আমি দেখতে এসেছি এখন। এই মুহূর্তে আমার কাজ হলো ভিকটিমদের জান ও মাল উদ্ধার করা। যারা মারা গেছে, তাদের সহায়তা করা। আর যারা আহত হয়েছে, তাদের চিকিৎসা দেওয়া এখন আমার প্রধান কাজ। এর বাইরে এখন কোনো কাজ আমি করতে পারব না। এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে নাই। আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিস।’
এর পর ক্ষয়ক্ষতির কারণ ও পরিমাণ নিরূপণ করা হবে জানিয়ে শহিদুল ইসলাম বলেন, ‘এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ হলে প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পুরান ঢাকার সরু রাস্তা-ঘাটের কারণে যান চলাচলের সমস্যা হয়। এ কারণেও এ ধরনের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। ফায়ার সার্ভিস এর আগে আগুন নিয়ন্ত্রণে দেরি হওয়ার কারণ হিসেবে পানি না পাওয়ার কথা জানিয়েছিল। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ঢাকা জেলা প্রশাসক বলেন, ‘এটা তো নতুন ঘটনা নয়। রাস্তা ও কারখানা নিয়ে সরকার ব্যবস্থা নিচ্ছে। সেটা পরিকল্পনার বিষয়, এই মুহূর্তে তা সম্ভব নয়। ভাগ্য ভালো এখানে বুড়িগঙ্গা নদী পাশে ছিল। পানি বুড়িগঙ্গা থেকে আনার কারণে ক্ষতি কম হয়েছে। আদারওয়াইজ যদি পানি আনতে না পারত, তাহলে কী অবস্থা হতো।’
আবাসিক এলাকায় এ রকম কারখানার অনুমতি আছে কি না, জানতে চাইলে শহিদুল ইসলাম বলেন, ‘এখানকার আইন-শৃঙ্খলার দায়িত্ব সিটি করপোরেশন ও ডিএমপির। আমরা শুধু প্রশাসনিক সহায়তা করে থাকি। পুনরায় এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে অনুযায়ী সুপারিশ দিয়ে থাকি। এর পর সরকার যে আদেশ দেয়, তা বাস্তবায়ন করা হয়।
আরও পড়ুন:

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে