মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলার মহরদ্দিরচর গ্রামে স্কুলছাত্র জহিরুল ইসলাম সরদারকে (১৫) নিজ ঘরে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসতিয়াক আসফাক রাসেল।
নিহত জহিরুল ইসলাম সরদার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মহরদ্দিরচর গ্রামের কাতারপ্রবাসী বারেক সরদারের ছেলে এবং সমিতিরহাট মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের বরাতে ওসি ইসতিয়াক আসফাক রাসেল জানান, জহিরুল ইসলাম সরদার তিন রুমের বাসার একটি রুমে থাকত। প্রতিদিনের মতো গতকাল রাতেও খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে মা কোহিনুর বেগম ডাকাডাকি করেন। ঘরের দরজা ভেঙে ভেতরে কম্বল দিয়ে ঢাকা জহিরুলের মৃতদেহ দেখতে পান। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে মৃতদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে নিহতের মা কোহিনুর বেগম জানান, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার স্বামী কাতারপ্রবাসী। আমাদের তেমন কোনো শত্রু নেই। ঘরের তিন রুমের মধ্যে উত্তর কোনার রুমে জহিরুল ঘুমাত। রাতে আমরা কোনো সাড়া-শব্দ পাই নাই। কেন এবং কী কারণে হত্যা করা হয়েছে এখনো বুঝতে পারছি না। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) চাইলাউ মাররা বলেন, ‘ঘটনা শোনার পরে ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃতদেহের সুরতহাল করা হয়েছে। নিহতের পরিবার মামলা দিলে বিষয়টি আমলে নেওয়া হবে। অপরাধী যেই হোক না কেন, তাকে শাস্তি পেতে হবে।’

মাদারীপুরের কালকিনি উপজেলার মহরদ্দিরচর গ্রামে স্কুলছাত্র জহিরুল ইসলাম সরদারকে (১৫) নিজ ঘরে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসতিয়াক আসফাক রাসেল।
নিহত জহিরুল ইসলাম সরদার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মহরদ্দিরচর গ্রামের কাতারপ্রবাসী বারেক সরদারের ছেলে এবং সমিতিরহাট মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের বরাতে ওসি ইসতিয়াক আসফাক রাসেল জানান, জহিরুল ইসলাম সরদার তিন রুমের বাসার একটি রুমে থাকত। প্রতিদিনের মতো গতকাল রাতেও খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে মা কোহিনুর বেগম ডাকাডাকি করেন। ঘরের দরজা ভেঙে ভেতরে কম্বল দিয়ে ঢাকা জহিরুলের মৃতদেহ দেখতে পান। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে মৃতদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে নিহতের মা কোহিনুর বেগম জানান, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার স্বামী কাতারপ্রবাসী। আমাদের তেমন কোনো শত্রু নেই। ঘরের তিন রুমের মধ্যে উত্তর কোনার রুমে জহিরুল ঘুমাত। রাতে আমরা কোনো সাড়া-শব্দ পাই নাই। কেন এবং কী কারণে হত্যা করা হয়েছে এখনো বুঝতে পারছি না। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) চাইলাউ মাররা বলেন, ‘ঘটনা শোনার পরে ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃতদেহের সুরতহাল করা হয়েছে। নিহতের পরিবার মামলা দিলে বিষয়টি আমলে নেওয়া হবে। অপরাধী যেই হোক না কেন, তাকে শাস্তি পেতে হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩২ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩৫ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১ ঘণ্টা আগে