নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সম্প্রতি রাজধানীর কাওরানবাজার ও চট্টগ্রামের পতেঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল ও সমাজবিরোধী কিছু ব্যক্তির অসৌজন্যমূলক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের ঘটনা পুলিশ বাহিনীর জন্য ‘মর্মান্তিক, চরম উদ্বেগজনক ও আশাহত করার মতো’।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা রক্ষা, জানমালের নিরাপত্তা ও অপরাধ দমনে নিরলসভাবে কাজ করছে। এটি জনগণের সেবায় নিয়োজিত একটি প্রতিষ্ঠান। মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যদের অবদান গর্বের অধ্যায় হিসেবে স্বীকৃত। তবে, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের সময় কিছু অসৎ ও অপেশাদার কর্মকর্তার ভূমিকার কারণে পুলিশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছিল, যা পুলিশ বাহিনীর জন্য এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জানায়, বর্তমানে বাহিনীর সদস্যরা নতুন উদ্দীপনা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে কিছু উচ্ছৃঙ্খল ও শান্তি-ভঙ্গকারী ব্যক্তি পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে, যা জনমনে হতাশা তৈরি করছে।
বিবৃতিতে আরও বলা হয়, পুলিশ বাহিনী এসব চ্যালেঞ্জ পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য বাস্তবায়নে পুলিশ বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আইনশৃঙ্খলা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা জনগণ ও সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় ইস্পাতসম দৃঢ়তা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে পুলিশ এগিয়ে যাচ্ছে।
সম্প্রতি রাজধানীর কাওরানবাজার ও চট্টগ্রামের পতেঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল ও সমাজবিরোধী কিছু ব্যক্তির অসৌজন্যমূলক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের ঘটনা পুলিশ বাহিনীর জন্য ‘মর্মান্তিক, চরম উদ্বেগজনক ও আশাহত করার মতো’।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা রক্ষা, জানমালের নিরাপত্তা ও অপরাধ দমনে নিরলসভাবে কাজ করছে। এটি জনগণের সেবায় নিয়োজিত একটি প্রতিষ্ঠান। মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যদের অবদান গর্বের অধ্যায় হিসেবে স্বীকৃত। তবে, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের সময় কিছু অসৎ ও অপেশাদার কর্মকর্তার ভূমিকার কারণে পুলিশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছিল, যা পুলিশ বাহিনীর জন্য এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জানায়, বর্তমানে বাহিনীর সদস্যরা নতুন উদ্দীপনা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে কিছু উচ্ছৃঙ্খল ও শান্তি-ভঙ্গকারী ব্যক্তি পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে, যা জনমনে হতাশা তৈরি করছে।
বিবৃতিতে আরও বলা হয়, পুলিশ বাহিনী এসব চ্যালেঞ্জ পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য বাস্তবায়নে পুলিশ বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আইনশৃঙ্খলা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা জনগণ ও সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় ইস্পাতসম দৃঢ়তা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে পুলিশ এগিয়ে যাচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
২ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৩ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে