নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনতাই এর ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় দুই আসামিকে ফের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন।
ইদি আমিনকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে এবং মেহেদী হাসান ওরফে অমিকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ আদালতে হাজির করে পুলিশ। একই সঙ্গে ইদি আমিনকে ১১ দিন ও মেহেদী হাসানকে আট দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক মুহাম্মদ আবুল কালাম আজাদ। শুনানি শেষে আদালত ইদি আমিনকে ছয় দিন ও মেহেদী হাসানকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
এই আসামি দুইজন মোহাম্মদপুর থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় বিচারের জন্য সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে হাজির হন গত ২০ নভেম্বর। এদের সঙ্গে ছিনতাই হওয়া দুজনকেও হাজির করা হয়। ওই দিন দুপুর সাড়ে বারোটার সময় আদালত থেকে দুই জঙ্গিকে ছিনতাই করে তাদের সহযোগীরা।
ওই দিন সন্ধ্যার পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন বিশ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এই দুইজন ঘটনাস্থল ত্যাগ করেন। তবে মামলায় তাদেরকেও আসামি করা হয়। এরপর গত ২৪ নভেম্বর মেহেদী হাসানকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয়। ওই দিন তাকে সাত দিনে রিমান্ডে নেওয়া হয়।অন্যদিকে গত ২৭ নভেম্বর ইতি আমিন আদালতে আত্মসমর্পণ করলে তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
এ মামলায় গ্রেপ্তার দেখানো শাহিন আলম, শাহ আলম ওরফে সালাউদ্দিন বিএম মুজিবুর রহমান, সুমন হোসেন পাটোয়ারী, খাইরুল ইসলাম জামিল, মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমান ওরফে সিয়াম ওরফে সাজ্জাদ, শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের ওরফে যায়েদ, আব্দুস সবুর ও রশিদ উন নবী ভূঁইয়া ওরফে টিপু ওরফে রাসেল কে দ্বিতীয় দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, মেহেদী হাসান ও ইদি আমিনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু তারা রিমান্ডে বিভিন্ন প্রকার বিভ্রান্তিমূলক তথ্য দেন। তাদের আরও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ছিনতাই হওয়া দুই জঙ্গিকে গ্রেপ্তার করা সম্ভব হবে। একই সঙ্গে জঙ্গির ছিনতাইকারীর সঙ্গে যারা জড়িত তাদেরও খুঁজে বের করা সহজ হবে।
গত ২০ নভেম্বর দুপুর সাড়ে বারোটায় জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন ওরফে দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নেয় তার সহযোগীরা।

ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনতাই এর ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় দুই আসামিকে ফের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন।
ইদি আমিনকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে এবং মেহেদী হাসান ওরফে অমিকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ আদালতে হাজির করে পুলিশ। একই সঙ্গে ইদি আমিনকে ১১ দিন ও মেহেদী হাসানকে আট দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক মুহাম্মদ আবুল কালাম আজাদ। শুনানি শেষে আদালত ইদি আমিনকে ছয় দিন ও মেহেদী হাসানকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
এই আসামি দুইজন মোহাম্মদপুর থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় বিচারের জন্য সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে হাজির হন গত ২০ নভেম্বর। এদের সঙ্গে ছিনতাই হওয়া দুজনকেও হাজির করা হয়। ওই দিন দুপুর সাড়ে বারোটার সময় আদালত থেকে দুই জঙ্গিকে ছিনতাই করে তাদের সহযোগীরা।
ওই দিন সন্ধ্যার পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন বিশ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এই দুইজন ঘটনাস্থল ত্যাগ করেন। তবে মামলায় তাদেরকেও আসামি করা হয়। এরপর গত ২৪ নভেম্বর মেহেদী হাসানকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয়। ওই দিন তাকে সাত দিনে রিমান্ডে নেওয়া হয়।অন্যদিকে গত ২৭ নভেম্বর ইতি আমিন আদালতে আত্মসমর্পণ করলে তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
এ মামলায় গ্রেপ্তার দেখানো শাহিন আলম, শাহ আলম ওরফে সালাউদ্দিন বিএম মুজিবুর রহমান, সুমন হোসেন পাটোয়ারী, খাইরুল ইসলাম জামিল, মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমান ওরফে সিয়াম ওরফে সাজ্জাদ, শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের ওরফে যায়েদ, আব্দুস সবুর ও রশিদ উন নবী ভূঁইয়া ওরফে টিপু ওরফে রাসেল কে দ্বিতীয় দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, মেহেদী হাসান ও ইদি আমিনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু তারা রিমান্ডে বিভিন্ন প্রকার বিভ্রান্তিমূলক তথ্য দেন। তাদের আরও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ছিনতাই হওয়া দুই জঙ্গিকে গ্রেপ্তার করা সম্ভব হবে। একই সঙ্গে জঙ্গির ছিনতাইকারীর সঙ্গে যারা জড়িত তাদেরও খুঁজে বের করা সহজ হবে।
গত ২০ নভেম্বর দুপুর সাড়ে বারোটায় জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন ওরফে দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নেয় তার সহযোগীরা।

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১৪ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১৯ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২৪ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে