নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনতাই এর ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় দুই আসামিকে ফের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন।
ইদি আমিনকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে এবং মেহেদী হাসান ওরফে অমিকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ আদালতে হাজির করে পুলিশ। একই সঙ্গে ইদি আমিনকে ১১ দিন ও মেহেদী হাসানকে আট দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক মুহাম্মদ আবুল কালাম আজাদ। শুনানি শেষে আদালত ইদি আমিনকে ছয় দিন ও মেহেদী হাসানকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
এই আসামি দুইজন মোহাম্মদপুর থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় বিচারের জন্য সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে হাজির হন গত ২০ নভেম্বর। এদের সঙ্গে ছিনতাই হওয়া দুজনকেও হাজির করা হয়। ওই দিন দুপুর সাড়ে বারোটার সময় আদালত থেকে দুই জঙ্গিকে ছিনতাই করে তাদের সহযোগীরা।
ওই দিন সন্ধ্যার পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন বিশ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এই দুইজন ঘটনাস্থল ত্যাগ করেন। তবে মামলায় তাদেরকেও আসামি করা হয়। এরপর গত ২৪ নভেম্বর মেহেদী হাসানকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয়। ওই দিন তাকে সাত দিনে রিমান্ডে নেওয়া হয়।অন্যদিকে গত ২৭ নভেম্বর ইতি আমিন আদালতে আত্মসমর্পণ করলে তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
এ মামলায় গ্রেপ্তার দেখানো শাহিন আলম, শাহ আলম ওরফে সালাউদ্দিন বিএম মুজিবুর রহমান, সুমন হোসেন পাটোয়ারী, খাইরুল ইসলাম জামিল, মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমান ওরফে সিয়াম ওরফে সাজ্জাদ, শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের ওরফে যায়েদ, আব্দুস সবুর ও রশিদ উন নবী ভূঁইয়া ওরফে টিপু ওরফে রাসেল কে দ্বিতীয় দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, মেহেদী হাসান ও ইদি আমিনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু তারা রিমান্ডে বিভিন্ন প্রকার বিভ্রান্তিমূলক তথ্য দেন। তাদের আরও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ছিনতাই হওয়া দুই জঙ্গিকে গ্রেপ্তার করা সম্ভব হবে। একই সঙ্গে জঙ্গির ছিনতাইকারীর সঙ্গে যারা জড়িত তাদেরও খুঁজে বের করা সহজ হবে।
গত ২০ নভেম্বর দুপুর সাড়ে বারোটায় জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন ওরফে দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নেয় তার সহযোগীরা।

ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনতাই এর ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় দুই আসামিকে ফের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন।
ইদি আমিনকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে এবং মেহেদী হাসান ওরফে অমিকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ আদালতে হাজির করে পুলিশ। একই সঙ্গে ইদি আমিনকে ১১ দিন ও মেহেদী হাসানকে আট দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক মুহাম্মদ আবুল কালাম আজাদ। শুনানি শেষে আদালত ইদি আমিনকে ছয় দিন ও মেহেদী হাসানকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
এই আসামি দুইজন মোহাম্মদপুর থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় বিচারের জন্য সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে হাজির হন গত ২০ নভেম্বর। এদের সঙ্গে ছিনতাই হওয়া দুজনকেও হাজির করা হয়। ওই দিন দুপুর সাড়ে বারোটার সময় আদালত থেকে দুই জঙ্গিকে ছিনতাই করে তাদের সহযোগীরা।
ওই দিন সন্ধ্যার পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন বিশ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এই দুইজন ঘটনাস্থল ত্যাগ করেন। তবে মামলায় তাদেরকেও আসামি করা হয়। এরপর গত ২৪ নভেম্বর মেহেদী হাসানকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয়। ওই দিন তাকে সাত দিনে রিমান্ডে নেওয়া হয়।অন্যদিকে গত ২৭ নভেম্বর ইতি আমিন আদালতে আত্মসমর্পণ করলে তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
এ মামলায় গ্রেপ্তার দেখানো শাহিন আলম, শাহ আলম ওরফে সালাউদ্দিন বিএম মুজিবুর রহমান, সুমন হোসেন পাটোয়ারী, খাইরুল ইসলাম জামিল, মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমান ওরফে সিয়াম ওরফে সাজ্জাদ, শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের ওরফে যায়েদ, আব্দুস সবুর ও রশিদ উন নবী ভূঁইয়া ওরফে টিপু ওরফে রাসেল কে দ্বিতীয় দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, মেহেদী হাসান ও ইদি আমিনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু তারা রিমান্ডে বিভিন্ন প্রকার বিভ্রান্তিমূলক তথ্য দেন। তাদের আরও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ছিনতাই হওয়া দুই জঙ্গিকে গ্রেপ্তার করা সম্ভব হবে। একই সঙ্গে জঙ্গির ছিনতাইকারীর সঙ্গে যারা জড়িত তাদেরও খুঁজে বের করা সহজ হবে।
গত ২০ নভেম্বর দুপুর সাড়ে বারোটায় জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন ওরফে দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নেয় তার সহযোগীরা।

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দুই দফা বাধার মুখে ঢাকায় নেওয়ার পথে আবারও রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই জমশেদ আলী ঢালী (৭০) নামের ওই রোগীর মৃত্যু হয়।
৩ মিনিট আগে
নারায়ণগঞ্জ আদালতে যৌতুক মামলায় হাজিরা দিতে আসা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদল নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম করেছে ডাকাত দল। আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁরা ডাকাতদের কবলে পড়েন। উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দুই সংসদ সদস্য প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত সিভিল জজ। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ওই কমিটির পক্ষ থেকে দুটি কারণ দর্শানোর নোটিশ গণমাধ্যমে পাঠানো হয়।
৪০ মিনিট আগে