নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন রমজান মাসে কম দামে মাছ, গরু, খাসি, মুরগির মাংস, দুধ এবং ডিম সুলভ মূল্যে সরবরাহ করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আজ রোববার রাজধানীর খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।
কম দামে পাওয়া যাবে যেসব পণ্য:
এ কর্মসূচির আওতায় তরল দুধ প্রতি লিটার ৮০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৬০০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯০০ টাকা, ড্রেসড ব্রয়লার প্রতি কেজি ২৫০ টাকা এবং ডিম প্রতিটি ৯.১৭ টাকা (১ ডজন ১১০ টাকা) দরে বিক্রয় করা হবে।
এ ছাড়া মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রুই মাছ ১৪০ টাকা, পাঙাশ ১৩০ টাকা, তেলাপিয়া ১৩০ টাকা, পাবদা ৩৩০ টাকা, ফিশ ফিলেট (রেডি টু কুক) ৩৫০ টাকা কেজি দরে ঢাকা মহানগরের আটটি স্থানে পাওয়া যাবে।
রমজানের প্রথম দিন থেকে শুরু হয়ে ২৮ রমজান পর্যন্ত এই ভ্রাম্যমাণ বিপণনব্যবস্থা রাজধানী ঢাকার ২৫টি স্থানে পরিচালিত হবে। এ ছাড়া স্থায়ী বাজারে আরও পাঁচটি স্থানসহ মোট ৩০টি পয়েন্টে এই বিক্রয় ব্যবস্থা চালু থাকবে।
ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রগুলো হলো:
(১) নতুনবাজার (বাড্ডা)
(২) কড়াইল বস্তি (বনানী)
(৩) খামারবাড়ী (ফার্মগেট)
(৪) আজিমপুর মাতৃসদন (আজিমপুর)
(৫) গাবতলী
(৬) দিয়াবাড়ী (উত্তরা)
(৭) জাপান গার্ডেন সিটি (মোহাম্মদপুর)
(৮) ষাট ফুট রোড (মিরপুর)
(৯) খিলগাঁও (রেল ক্রসিংয়ের দক্ষিণে)
(১০) সচিবালয়ের পাশে (আব্দুল গনি রোড)
(১১) সেগুন বাগিচা (কাঁচাবাজার)
(১২) আরামবাগ (মতিঝিল)
(১৩) রামপুরা
(১৪) কালশি (মিরপুর)
(১৫) যাত্রাবাড়ী (মানিকনগর গলির মুখে)
(১৬) বসিলা (মোহাম্মদপুর)
(১৭) হাজারীবাগ (সেকশন)
(১৮) লুকাস (নাখালপাড়া)
(১৯) আরামবাগ (মতিঝিল)
(২০) কামরাঙ্গীরচর চর
(২১) মিরপুর ১০
(২২) কল্যাণপুর (ঝিলপাড়া)
(২৩) তেজগাঁও
(২৪) পুরান ঢাকা (বঙ্গবাজার)
(২৫) কাকরাইল।
স্থায়ী বাজারঃ
(১) মিরপুর শাহ আলী বাজার
(২) মোহাম্মদপুর কৃষি মার্কেট
(৩) নতুন বাজার (১০০ ফুট)
(৪) কমলাপুর
(৫) কাজি আলাউদ্দিন রোড (আনন্দবাজার)।
মাছ পাওয়া যাবে যে ৮টি স্থানে:
ফার্মগেট (বঙ্গবন্ধু চত্বর)
মিরপুর-১ (ইদগাহ মাঠ)
সেগুনবাগিচা বাজার
মেরুল বাড্ডা বাজার
মুগদাপাড়া (মদিনাবাগ বাজার)
যাত্রাবাড়ী (দয়াল ভরসা মার্কেট)
মতিঝিল (বাংলাদেশ ব্যাংকের পাশে) এবং পলাশী মোড়।
প্রাণীজাত পণ্যগুলো বিক্রয়ের জন্য সুসজ্জিত পিকআপ কুলভ্যান ব্যবহার করা হবে। প্রতিটি বিক্রয় কেন্দ্রে সকাল ৯টার মধ্যে প্রাণীজাত পণ্য নিয়ে কুল ভ্যানগুলো পৌঁছে যাবে এবং সকাল ১০টা থেকে বিক্রয় শুরু হবে।

আসন্ন রমজান মাসে কম দামে মাছ, গরু, খাসি, মুরগির মাংস, দুধ এবং ডিম সুলভ মূল্যে সরবরাহ করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আজ রোববার রাজধানীর খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।
কম দামে পাওয়া যাবে যেসব পণ্য:
এ কর্মসূচির আওতায় তরল দুধ প্রতি লিটার ৮০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৬০০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯০০ টাকা, ড্রেসড ব্রয়লার প্রতি কেজি ২৫০ টাকা এবং ডিম প্রতিটি ৯.১৭ টাকা (১ ডজন ১১০ টাকা) দরে বিক্রয় করা হবে।
এ ছাড়া মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রুই মাছ ১৪০ টাকা, পাঙাশ ১৩০ টাকা, তেলাপিয়া ১৩০ টাকা, পাবদা ৩৩০ টাকা, ফিশ ফিলেট (রেডি টু কুক) ৩৫০ টাকা কেজি দরে ঢাকা মহানগরের আটটি স্থানে পাওয়া যাবে।
রমজানের প্রথম দিন থেকে শুরু হয়ে ২৮ রমজান পর্যন্ত এই ভ্রাম্যমাণ বিপণনব্যবস্থা রাজধানী ঢাকার ২৫টি স্থানে পরিচালিত হবে। এ ছাড়া স্থায়ী বাজারে আরও পাঁচটি স্থানসহ মোট ৩০টি পয়েন্টে এই বিক্রয় ব্যবস্থা চালু থাকবে।
ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রগুলো হলো:
(১) নতুনবাজার (বাড্ডা)
(২) কড়াইল বস্তি (বনানী)
(৩) খামারবাড়ী (ফার্মগেট)
(৪) আজিমপুর মাতৃসদন (আজিমপুর)
(৫) গাবতলী
(৬) দিয়াবাড়ী (উত্তরা)
(৭) জাপান গার্ডেন সিটি (মোহাম্মদপুর)
(৮) ষাট ফুট রোড (মিরপুর)
(৯) খিলগাঁও (রেল ক্রসিংয়ের দক্ষিণে)
(১০) সচিবালয়ের পাশে (আব্দুল গনি রোড)
(১১) সেগুন বাগিচা (কাঁচাবাজার)
(১২) আরামবাগ (মতিঝিল)
(১৩) রামপুরা
(১৪) কালশি (মিরপুর)
(১৫) যাত্রাবাড়ী (মানিকনগর গলির মুখে)
(১৬) বসিলা (মোহাম্মদপুর)
(১৭) হাজারীবাগ (সেকশন)
(১৮) লুকাস (নাখালপাড়া)
(১৯) আরামবাগ (মতিঝিল)
(২০) কামরাঙ্গীরচর চর
(২১) মিরপুর ১০
(২২) কল্যাণপুর (ঝিলপাড়া)
(২৩) তেজগাঁও
(২৪) পুরান ঢাকা (বঙ্গবাজার)
(২৫) কাকরাইল।
স্থায়ী বাজারঃ
(১) মিরপুর শাহ আলী বাজার
(২) মোহাম্মদপুর কৃষি মার্কেট
(৩) নতুন বাজার (১০০ ফুট)
(৪) কমলাপুর
(৫) কাজি আলাউদ্দিন রোড (আনন্দবাজার)।
মাছ পাওয়া যাবে যে ৮টি স্থানে:
ফার্মগেট (বঙ্গবন্ধু চত্বর)
মিরপুর-১ (ইদগাহ মাঠ)
সেগুনবাগিচা বাজার
মেরুল বাড্ডা বাজার
মুগদাপাড়া (মদিনাবাগ বাজার)
যাত্রাবাড়ী (দয়াল ভরসা মার্কেট)
মতিঝিল (বাংলাদেশ ব্যাংকের পাশে) এবং পলাশী মোড়।
প্রাণীজাত পণ্যগুলো বিক্রয়ের জন্য সুসজ্জিত পিকআপ কুলভ্যান ব্যবহার করা হবে। প্রতিটি বিক্রয় কেন্দ্রে সকাল ৯টার মধ্যে প্রাণীজাত পণ্য নিয়ে কুল ভ্যানগুলো পৌঁছে যাবে এবং সকাল ১০টা থেকে বিক্রয় শুরু হবে।

নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
১৪ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
২৬ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
৪০ মিনিট আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
১ ঘণ্টা আগে